প পৃষ্ঠা ৪২
- Bengali Word পাকসাট English definition ⇒ পাখসাট
- Bengali Word পাকসাফ English definition [পাক্সাফ্] (বিশেষণ) পরিষ্কার-পরিচ্ছন্ন। {(ফারসি) পাক+(আরবি) সাফ্ }
- Bengali Word পাকা English definition [পাকা] (ক্রিয়া) পক্ব হওয়া; পরিণত হওয়া; পেকে যাওয়া (আম পাকা; বুদ্ধি বা জ্ঞান পাকা)। ২ শুভ্র বা শুক্ল হওয়া (চুল পাকা)। ৩ পুঁজপূর্ণ হওয়া (ফোড়া পাকা)। ৪ বৃদ্ধ হওয়া; প্রবীন হওয়া (বয়স পাকা)। ৫ ঝানু হওয়া; নিপুণ বা দক্ষ হওয়া (বুদ্ধিতে পাকা)। □ (বিশেষণ) ১ পরিণত; পরিপক্ব (পাকা ফল; পাকা বয়স)। ২ অভিজ্ঞ; নিপুণ; পারদর্শী (পাকা চোর)। ৩ ঝানু (পাকা লোক)। ৪ নিপুণতার সঙ্গে কৃত (পাকা কাজ)। ৫ স্থায়ী (পাকা রং)। ৬ অপরিবর্তনীয়; যা নড়চড় হয় না (পাকা কথা)। ৭ পুরোপুরি; সম্পূর্ণ (পাকা তিন সের)। ৮ মজবুত; দৃঢ় (পাকা ছাদ)। ৯ এক সের পরিমাণে পুরোপুরি ৮০ তোলা আছে এমন; যথার্থ (পাকা ওজন)। ১০ ইটের তৈরি (পাকা বাড়ি)। ১১ আইন অনুযায়ী সম্পাদিত (পাকা দলিল)। ১২ নিখাদ; খাঁটি (পাকা সোনা)। ১৩ পরিশ্রমে অভ্যস্ত; পরিণতিপ্রাপ্ত (পাকা হাড়)। ১৪ ইষ্টকাদি দ্বারা বাঁধানো (পাকা রাস্তা)। ১৫ চূড়ান্ত (পাকা দেখা)। ১৬ উৎকৃষ্ট বা উঁচু মানের (পাকা ফলার)। পাকা আম দাঁড়কাকে খাওয়া (ক্রিয়া) সেরা জিনিস অযোগ্যের ভোগে আসা (হায় বিধি, পাকা আম্র দাঁড়কাকে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পাকা ঘুঁটি কেচে যাওয়া (ক্রিয়া) সমাপ্তপ্রায় কাজ নষ্ট হয়ে যাওয়া। পাকা দেখা (ক্রিয়া) বিবাহ নির্ধারণ করার পর বর বা কনেকে আশীর্বাদ করবার জন্য দেখা। পাকা ধানে মই দেওয়া (ক্রিয়া) সুসম্পন্ন কাজ নষ্ট করা; মারাত্মক ক্ষতি করা। পাকানো (ক্রিয়া) ১ পক্ব করা। ২ মোচরানো; ঘুরানো (দড়ি পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকাপাকি (বিশেষণ) ১ স্থিরীকৃত; নির্ধারিত। ২ সুনিশ্চিত। পাকাপোক্ত (বিশেষণ) ১ সুদক্ষ; সুচতুর; সেয়ানা। ২ বলিষ্ঠ; সুদৃঢ়; মজবুত। ৩ পরিপক্ব; পরিণত। ৪ স্থায়ী; কায়েমি (এসে পাকাপোক্ত কর্মী হয়ে যায়-মনোজ বসু; অধিকারকে আইনানুগ করিয়া লইয়া পাকাপোক্ত হইয়া বসে-সৈয়দ ওয়ালিউল্লাহ)। পাকামাথা (বিশেষ্য) প্রবীণ ব্যক্তির মস্তক বা বুদ্ধি। পাকামো, পাকামি (বিশেষ্য) অপরিণত বয়সে প্রবীণ ব্যক্তির ন্যায় আচরণ (ডলুর মনের ন্যাকামি পাকামি সবই জানি-বিষ্ণু দে)। পাকা লেখা (বিশেষ্য) স্থায়ী লেখা। ২ নিপুণ রচনা। পাকা সোনা (বিশেষ্য) খাঁটি বা বিশুদ্ধ বা খাদহীন সোনা। পাকা হাড় (বিশেষ্য) বুড়ো মানুষের হাড়, যা পরিণত বুদ্ধির ও অভিজ্ঞতার প্রতীক। □ (বিশেষণ) পরিশ্রমে অভ্যস্ত; সুদৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
- Bengali Word পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে English definition পাকা; ফাজিল; দৃষ্ট; বখাটে (ডেঁপো ছেলে)। {ডেঁপ+উয়া>}
- Bengali Word পাকাটি English definition ⇒ পেঁকাটি
- Bengali Word পাকাটে, প্যাকাটে English definition [পাকাটে, প্যাকাটে] (বিশেষণ) রুগ্ন; পাতলা; অসুন্দর; পাটকাঠির মতো হালকা-পাতলা দেহ। {পাটকাঠি>}
- Bengali Word পাকানো ১, পাকান English definition [পাকানো] (ক্রিয়া) ১ পাক দেওয়া; মোচড়ানো; জড়ানো; ঘুরানো (সুতা পাকানো)। ২ জটিল করা; গোলমেলে করা (জট পাকানো)। ৩ বর্তুলাকার বা গোলাকার করা (বড়ি পাকানো)। ৪ জটলা করে কোনো অভিসন্ধি নির্ধারণ করা (দল পাকানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাকানো/পাকোয়ান পিঠা (বিশেষ্য) গোলাকার করে প্রস্তুত পিঠা (নকসি করা পাকান পিঠা সবাই তারে হারে-জসীমউদ্দীন)। {পাক+আনো}
- Bengali Word পাকানো ২ English definition [পাকানো] (ক্রিয়া) রান্না করা (ভাত পাকানো)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>পাক+আনো}
- Bengali Word পাকাশয় English definition [পাকাশয়্] (বিশেষ্য) পাকস্থলী; stomach। পাকাশয়িক (বিশেষণ) পাকাশয় সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পাক+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পাকি ১, পাকী English definition [পাকি] (বিশেষণ) ৮০ তোলার ওজনবিশিষ্ট (পাকি সের)। (বিপরীতার্থক শব্দ) কাঁচি। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>পাকা+ই}
- Bengali Word পাকিমালা English definition [পাকিমালা] (বিশেষ্য) বহুদিন ব্যবহার উপযোগী মালা (গাল ভরা গুয়া পান পাকিমাল গলে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>+মালা}
- Bengali Word পাকিল English definition [পাকিল্/পাকিল্] (বিশেষণ) পাকা; পক্ব (দেখিল পাকিল বেল গাছের উপরে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
- Bengali Word পাকিস্তান English definition [পাকিস্তান্] (বিশেষ্য) ১৯৪৭ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে প্রতিষ্ঠিত স্বাধীন রাষ্ট্র, যা ছিলো দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দ্বিধাবিভক্ত ভারতবর্ষের মুসলিমপ্রধান অংশ, ১৯৭১ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ সশস্ত্র মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নাম নিয়ে স্বাধীন হওয়ার পর অবশিষ্ট চারটি প্রদেশ নিয়ে গঠিত রাষ্ট্র। {(ফারসি) পাকিস্তান}
- Bengali Word পাকী English definition ⇒ পাকি
- Bengali Word পাকুড় English definition [পাকুড়্] (বিশেষ্য) অশ্বত্থজাতীয় বৃহৎ গাছ (পুরানো পাকুড় ছিলো ওই হোথা কাঁচা ও সড়ক ঘেসি-বন্দে আলী মিয়া)। পাইকড় (মবা.; মাগা)। {(তৎসম বা সংস্কৃত) পর্কটী>}
- Bengali Word পাকে English definition [পাকে] (ক্রিয়াবিশেষণ) ১ পাকচক্রে; পাকে প্রকারে। ২ নিমিত্ত; জন্য (এই পাকে হৈলি তুই ছাগল রাখাল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্>পাক(পরিণামে অর্থে)+এ}
- Bengali Word পাকেচক্রে, পাকে-প্রকারে English definition ⇒ পাক২
- Bengali Word পাকোয়ান English definition [পাকোয়ান্] (বিশেষ্য) পাকানো পিঠা; ঘিয়ে ভাজা খাদ্য; কচুরি প্রভৃতি। {(তৎসম বা সংস্কৃত) পক্বান্ন>}
- Bengali Word পাক্কা English definition [পাক্কা] (বিশেষণ) ১ পাকা (আমার লেগেছিল কাইরো দেখতে পাক্কা একটি বচ্ছর-সৈয়দ মুজতবা আলী)। ২ পুরোপুরি দৃঢ় শক্ত (পাক্বা ভবন)। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
- Bengali Word পাক্ষিক English definition [পাক্খিক্] (বিশেষণ) পনেরো দিন অন্তর সংঘটিত হয় এমন। □ (বিশেষ্য) যে সাময়িক পত্রিকা প্রতি পক্ষে প্রকাশিত হয় (এবার পাক্ষিকে লেখাটা প্রকাশিত হবে)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ+ইক (ঠক্)}