প পৃষ্ঠা ৪১
- Bengali Word পাউডার English definition [পাউডার্] (বিশেষ্য) চূর্ণ; গুড়া। ২ সুগন্ধ চূর্ণ দ্রব্যবিশেষ (এখন যদিও সেটা পাউডারে সেন্টে অত্যন্ত তেজালো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) powder}
- Bengali Word পাউণ্ড ১ English definition [পাউণ্ড] (বিশেষ্য) যুক্তরাজ্যে প্রচলিত ওজনের একক; প্রায় আধসের। {(ইংরেজি) pound}
- Bengali Word পাউণ্ড ২ English definition [পাউণ্ড] (বিশেষ্য) ব্রিটিশ মুদ্রাবিশেষ (কী তুলেছো? চা? পাউণ্ড পাবে না চাহিদা কম-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) pound}
- Bengali Word পাউরুটি English definition ⇒ পাঁউরুটি
- Bengali Word পাউড়ি, পাউড়ী English definition [পাউড়ি] (বিশেষ্য) ভারী কাঠ বা বাঁশের লাঠি (মাথাটা ভাঙ্গিয়ে তোর পাউড়ির বাড়ি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>পাউ+ড়ি}
- Bengali Word পাওন English definition [পাওন্] (বিশেষ্য) প্রাপ্তি; পাওয়া; লাভকরণ। {□ পা+ওন; (তৎসম বা সংস্কৃত) প্রাপণ}
- Bengali Word পাওনা English definition [পাওনা] (বিশেষণ) প্রাপ্য (পাওনা টাকা)। □ (বিশেষ্য) ১ প্রাপ্তি; লাভ; উপার্জন। ২ লভ্য অর্থ। দেনা-পাওনা (বিশেষ্য) আদান-প্রদান; প্রাপ্য ও দেয়ের মীমাংসা। পাওনা-গণ্ডা (বিশেষ্য) প্রাপ্য টাকা-পয়সা। পাওনাদার (বিশেষ্য) যার কিছু প্রাপ্য আছে; মহাজনদ উত্তমর্ণ। {পাওন+আ; (তৎসম বা সংস্কৃত) প্রাপণ>}
- Bengali Word পাওয়া English definition [পাওয়া] (ক্রিয়া) প্রাপ্ত হওয়া; লাভ করা (চাকরি পাওয়া)। ২ মেলা (জবাব পাওয়া)। ৩ আয় করা; উপার্জন করা (কাটা পাওয়া)। ৪ বোধ করা (ক্ষুধা পাওয়া)। ৫ নিদ্রাবেশ পাওয়া (ঘুম পাওয়া)। ৬ সমর্থন পাওয়া (শুনতে পাওয়া)। ৭ ভীত হওয়া (ভয় পাওয়া)। ৮ অনুভব করা (শীত পাওয়া, তৃষ্ণা পাওয়া)। ৯ জানতে পারা (টের পাওয়া)। ১০ গ্রস্ত হওয়া (ভূতে পাওয়া)। ১১ ভোগ করা (আরাম পাওয়া, কষ্ট পাওয়া)। ১২ লাভ করা (জো পাওয়া)। ১৩ গোচর হওয়া (প্রকাশ পাওয়া)। ১৪ আবেগ আসা (কান্না পাওয়া)। ১৫ প্রাপ্ত; লব্ধ (পাওয়া জিনিস)। ১৬ গ্রস্ত (ভূতে পাওয়া)। পাওয়ানো (ক্রিয়া) ১ প্রাপ্তি করানো; লাভ করানো। ২ সমর্থ করানো; সক্ষম করানো। ৩ বোধ করানো; অনুভব করানো। ৪ উদ্রিক্ত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {□ পা+আ}
- Bengali Word পাওয়ার English definition [পাওয়ার্] (বিশেষ্য) ১ শক্তি (দরোজার ওপরে অনেক পাওয়ারের একটি বাল্ব জ্বলছে-আলাউদ্দীন আল আজাদ)। ২ প্রভাব (তার অনেক পাওয়ার)। {(ইংরেজি) power}
- Bengali Word পাক ১ English definition [পাক্] (বিশেষ্য) ১ রন্ধন; রন্ধনকার্য (পাকের ঘর), অগ্নিতাপে সিদ্ধকরণ (সতীত্বে সাবিত্রী পাকে দ্রৌপদী সুন্দরী-দ্বিজেন্দ্রলাল রায়)। ২ অগ্নির উত্তাপে তৈরি করা (কবিরাজি তৈলাদির পাক)। ৩ হজম। ৪ পরিণতি; পরিণাম (বিপাক)। ৫ পক্বতা; শুক্লতা; শুভ্রতা (কেশে আমার পাক ধরেছে বটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পাক করা (ক্রিয়া) রান্না করা। পাকঘর (বিশেষ্য) রান্নাঘর। পাক ধরা (ক্রিয়া) ১ পক্বতা প্রাপ্ত হওয়া; পেকে ওঠা (আমে পাক ধরেছে)। ২ সাদা হতে শুরু করা (চুলে পাক ধরেছে)। পাকযন্ত্র (বিশেষ্য) পাকস্থলী; পাকাশয়; stomach। পাকশালা (বিশেষ্য) রন্ধনশালা; রান্নাঘর। পাকস্থলী (বিশেষ্য) পাকাশয়; উদরের যে অংশে খাদ্যদ্রব্যাদি জীর্ণ হয়; stomach। পাকস্থালী, পাকপাত্র (বিশেষ্য) রান্নার বা রন্ধনপাত্র। পাকস্পর্শ (বিশেষ্য) ১ বউভাত। ২ বাঙালি বিবাহ অনুষ্ঠানের একটি অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) □ পচ্+অ(ঘঞ্)}
- Bengali Word পাক ২ English definition [পাক্] (বিশেষ্য) ১ ঘূর্ণন; আবর্তন; প্রদক্ষিণ (চিরদিনের ঘরিণ পাকে এই যে নূতন মনগড়া এর সাথে আজ মিলিয়ে নেবে হাত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ হেতু; কারণ; নিমিত্ত; জন্য (যোগিনী হইবে সেই পাকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ মোচড়; মোড়া (পাক দেওয়া)। ৪ ঘটনাক্রম; ঘটনাচক্র (পাকচক্র)। ৫ চক্রান্ত; ষড়যন্ত্র; কৌশল; ফাঁদ (পাকে পড়া, পাকে ফেলা)। পাকচক্র (বিশেষ্য) ১ ঘটনাচক্র। ২ চক্রান্ত; ষড়যন্ত্র। পাকদণ্ডী, পাকদণ্ডি (বিশেষ্য) এমন পথ যা ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠে গেছে (সেখান থেকে পাকদণ্ডি নেমেছে ঝরণা পর্যন্ত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পাকেচক্রে, পাকে-প্রকারে (ক্রিয়াবিশেষণ) ১ ঘটনাচক্রে; ঘটনাক্রমে। ২ কলেকৌশলে; কৌশলে। জিলিপির পাক (জিলিপির প্যাঁচ) ১ (বিশেষ্য) জিলিপি নামক মিষ্টান্নের চক্র। ২ (আলঙ্কারিক) দুষ্টুবুদ্ধি; কুচক্র (পেটে পেটে এত জিলাপির পাক তোর)। {(তৎসম বা সংস্কৃত) পরিক্রম>}
- Bengali Word পাক ৩ English definition [পাক্] (বিশেষণ) শুদ্ধ; পবিত্র (এসমে আজম তাবিজের মতো আজো তব রুহু পাক-কাজী নজরুল ইসলাম)। নাপাক (বিশেষণ) অপবিত্র; পবিত্র নয় এমন (নাপাক বলে এত বড় দায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) পাক}
- Bengali Word পাকন English definition [পাকোন্] (বিশেষ্য) ১ পক্বতাপ্রাপ্ত হওয়া; পরিণত হওয়া। ২ শুভ্র বা সাদা হওয়া। ৩ ফলাদিতে রং ধরা। ৪ স্ফোটকাদিতে পুঁজের সঞ্চার হওয়া। {(তৎসম বা সংস্কৃত) পক্ব>}
- Bengali Word পাকনাড়া English definition [পাক্নাড়া] (বিশেষ্য) হাত ধরে ঘুরপাক; করতলে চেপে ধরে ঘুরানো (লেজে ধরি দেয় পাকনাড়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {পাক (ঘূর্ণন)+ নাড়া}
- Bengali Word পাকপাঞ্জতন English definition ⇒ পাঞ্জতন
- Bengali Word পাকল English definition [পাকোল্] (বিশেষণ) রক্তবর্ণ; লোহিত; অগ্নিবর্ণ (হীরারে জিজ্ঞাসে চক্ষু করিয়া পাকল-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পাক+ □ লা+অ(ক)}
- Bengali Word পাকলানো ১ English definition [পাক্লানো] (ক্রিয়া) রক্তবর্ণ করা; অগ্নিবর্ণ করা; চোখ লাল করা (হবু চন্দ্র রাজা বলে পাকলিয়া চোখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাকল + (বাংলা) আনো}
- Bengali Word পাকলানো ২, পাকলা, পাখলানো English definition [পাক্লানো, পাক্লা, পাখ্লানো] (ক্রিয়া) প্রক্ষলন করা; ধৌত করা (রোজ ধোয়া পাকলানো পরিচ্ছন্ন থাকার উপায়)। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষলন>}
- Bengali Word পাকলানো ৩ English definition [পাক্লানো] (ক্রিয়া) দাঁতের মাঢ়ি দ্বারা চিবানো। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষলন>}
- Bengali Word পাকশাসন English definition [পাক্শাশোন্] (বিশেষ্য) হিন্দু দেবতা ইন্দ্র যিনি স্বর্গের অধিপতি এবং পাক নামক অসুরকে হননকারী। {(তৎসম বা সংস্কৃত) পাক+শাসন}