প পৃষ্ঠা ৫৭
- Bengali Word পারিপার্শ্বিক English definition [পারিপার্শিক্] (বিশেষণ) ১ চতুর্দিকস্থ; পার্শ্ববর্তী; পাশের (পারিপার্শ্বিক অবস্থা)। ২ পরিষদ। ৩ (আলঙ্কারিক) সূত্রধরের পার্শ্বচর নট। {(তৎসম বা সংস্কৃত) পরিপার্শ্ব+ইক(ঠক্)}
- Bengali Word পারিব্রজ্য English definition [পারিব্রোজ্জো] (বিশেষ্য) পরিব্রজ্যা; পরিব্রাজকের ভাব বা অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) পরিব্রজ+য(ষ্যঞ্)}
- Bengali Word পারিভাষিক English definition [পারিভাশিক্] (বিশেষণ) পরিভাষা সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরিভাষা+ইক(ঠঞ্)}
- Bengali Word পারিশ্রমিক English definition [পারিস্স্রোমিক্] (বিশেষ্য) পরিশ্রমের ফল বা মূল্য; মজুরি। {(তৎসম বা সংস্কৃত) পরিশ্রম+ইক(ঠঞ্)}
- Bengali Word পারিষদ English definition [পারিশদ্] (বিশেষ্য) ১ সভ্য; সভাসদ; সদস্য। ২ পার্শ্বচর। □ (বিশেষণ) পরিষদ সম্বন্ধীয়; সভা সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পরিষদ+অ(অণ্)}
- Bengali Word পারী ১ English definition [পারি] (বিশেষ্য) হস্তিবন্ধনী। {(তৎসম বা সংস্কৃত) পার+ঈ}
- Bengali Word পারী ২ English definition [পারি্] (বিশেষণ) তীরের বা পারের (এই পারী ঢেউ বাদল-বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) পার+ঈ}
- Bengali Word পারী ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [পারি] (ক্রিয়া) পারি; সমর্থ হই (আহ্মে করিবাক পারী-বড়ু চণ্ডীদাস)। {□ পারা>}
- Bengali Word পারীণ English definition [পারিন্] (বিশেষণ) পারগামী; নদী প্রভৃতি অতিক্রমকারী। {(তৎসম বা সংস্কৃত) পার+ঈন(খ)}
- Bengali Word পারীন্দ্র English definition ⇒ পারিন্দ্র
- Bengali Word পারুল English definition [পারুল্] (বিশেষ্য) একপ্রকার পাটলবর্ণ সুগন্ধ পুষ্প বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) পাটলী>}
- Bengali Word পারুষ্য English definition [পারুশ্শো] (বিশেষ্য) ১ পরুষতা; কর্কশতা; রূঢ়তা। ২ অপ্রিয় কথা। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+য(ষ্যঞ্)}
- Bengali Word পার্গু (মধ্যযুগীয় বাংলা) English definition [পার্গু] (বিশেষ্য) (নদী, সমুদ্র প্রভৃতি পার হতে সমর্থ অর্থে) মধ্যযুগের বঙ্গদেশে ব্যবহৃত এক ধরনের মালবাহী জাহাজ। {(তৎসম বা সংস্কৃত) পারগ+উ}
- Bengali Word পার্চ্ছাভোগ (মধ্যযুগীয় বাংলা) English definition [পার্ছাভোগ্] (বিশেষ্য) (পাতশা বা বাদশাহের ভোগের উপযুক্ত) উৎকৃষ্ট চাল বিশেষ (বুনে পার্চ্ছাভোগ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(ফারসি) বাদশাহ্+(তৎসম বা সংস্কৃত) ভোগ}
- Bengali Word পার্ট English definition [পার্ট্] (বিশেষ্য) ১ অভিনয়াদির অংশভাগ (আমার পার্ট কেমন লাগছে তোমার-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ অংশ; কপাটের ফলক; পাট (তিনি আলমারীর সিন্দুকের একটা পার্ট খুলেছেন-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) part}
- Bengali Word পার্টস English definition [পার্ট্স্] (বিশেষ্য) অংশ; কলের খুচরা অংশ (এ রকেট স্পেস স্টেশনে পূর্বে আনা পার্টসগুলোর সাহায্যে শূন্যেই নির্মিত হবে-শাহ ফজলুর রহমান)। {(ইংরেজি) parts}
- Bengali Word পার্টি, পার্টী English definition [পার্টি] (বিশেষ্য) ১ পাশ্চাত্য রীতিতে ভোজ বা অনুরূপ অনুষ্ঠান (মীনার খেয়াল হল জন্মদিনের পার্টিতে সে যাচ্ছে-নীই)। ২ রাজনৈতিক দল; পক্ষ (জিগ্গেস করবিনে পার্টি-বেপার্টির লোককে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) party}
- Bengali Word পার্টিশন English definition [পার্টিশন্] (বিশেষ্য) বিভাগ; দেশবিভাগ (পার্টিশনের সময় অপ্সন নিয়ে এসেছিলেন-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) partition}
- Bengali Word পার্থ English definition [পার্থো] (বিশেষ্য) ১ কুন্তী বা পৃথার পুত্র অর্জুন। ২ অর্জুনবৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) পৃথা+অ(অণ্)}
- Bengali Word পার্থক্য English definition [পার্থোক্কো] (বিশেষ্য) প্রভেদ; বিভিন্নতা; পৃথকত্ব; বৈসাদৃশ্য। {(তৎসম বা সংস্কৃত) পৃথক্+য(ষ্যঞ্)}