প পৃষ্ঠা ৫৯
- Bengali Word পাল-পার্বণ, পালিপার্বণ English definition [পাল্পারবোন্] (বিশেষ্য) হিন্দুদের পালনীয় উৎসবাদি; শ্রাদ্ধ-মান্তি ও বিবিধ উৎসব। {(তৎসম বা সংস্কৃত) পালপার্বণ>}
- Bengali Word পালং ১ English definition ⇒ পালঙ১
- Bengali Word পালং ২ English definition ⇒ পালঙ্ক
- Bengali Word পালং, পালং শাক English definition [পালোঙ্, পালোঙ্শাক্] (বিশেষ্য) এক ধরনের সবুজ শাক (টক পালং, মিষ্টি পালং)। {(তৎসম বা সংস্কৃত) পালঙ্ক>}
- Bengali Word পালওয়ান English definition ⇒ পালোয়ান
- Bengali Word পালক ১ English definition [পালোক্] (বিশেষণ) ১ পালনকর্তা; প্রতিপালক। ২ রক্ষক; রক্ষাকারী। পালিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পালক নেওয়া (ক্রিয়া) দত্তক সন্তানরূপে গ্রহণ করা। পালকপুত্র (বিশেষ্য) অপরের পুত্র হলেও যাকে নিজের পুত্রের মতো পালন করা হয়। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অক(ণ্বুল্)}
- Bengali Word পালক ২ English definition [পালোক্] (বিশেষ্য) ১ পাখির ডানা বা পাখা। ২ পাখির ডানার পর বা ফর। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>পক্খ>}
- Bengali Word পালকি, পালকী, পাল্কী English definition [পাল্কি] (বিশেষ্য) মনুষ্যবাহিত এক প্রকার যান; শিবিকা। {(ফারসি) পাল্কী}
- Bengali Word পালঙ ১, পালং ১, পালম English definition [পালোঙ্, পালোঙ্ পালোম্] (বিশেষ্য) পালং; একপ্রকার শাক। {(তৎসম বা সংস্কৃত) পালঙ্ক>}
- Bengali Word পালঙ্ক, পালঙ্গ, পালঙ ২, পালং ২ English definition [পালোঙ্কো, পালোঙ্গো, পালঙ্, পালঙ্] (বিশেষ্য) পর্যঙ্ক; মূল্যবান শয্যাধার বা খাট (রতন পালঙ্ক পর বৈঠল দুহুঁজন-চণ্ডীদাস)। পালঙ্কপোশ, পালঙ্কপোষ (বিশেষ্য) ১ পালঙ্কের আবরণ বস্ত্র বা ঢাকনা। ২ পালঙ্ক এবং বিছানা। ৩ খাট। {(তৎসম বা সংস্কৃত) পর্যঙ্ক>; (পালি) পল্লঙ্ক>}
- Bengali Word পালট English definition [পালোট্] (বিশেষ্য) ১ প্রত্যাবর্তন; পুনরাবর্তন; ফের; মোড় (উলটপালট)। ২ পাতমোড়া (রত্নের পালটক জিনি চরণের শোভা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। উলটপালট ⇒ উলটপালট। {(তৎসম বা সংস্কৃত) পর্যস্ত>(প্রাকৃত)পল্লট্ট>}
- Bengali Word পালটা, পাল্টা English definition [পাল্টা] (বিশেষণ) ১ উল্টা; বিপরীত (পালটা আদেশ)। ২ প্রতিপক্ষ দ্বারা বা ব্যবহৃত; বিপক্ষীয় (পালটা জবাব)। ৩ বিনিময়; বদর (পালটাপালটি)। উলটাপালটা ⇒ উলটপালটা। {পালট+আ}
- Bengali Word পালটানো, পাল্টানো English definition [পাল্টানো] (ক্রিয়া) ১ পরিবর্তিত করা; বদলানো (বস্ত্র পালটানো, মত পালটানো)। ২ উলটানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {□ পালটা+আনো}
- Bengali Word পালটি ১, পালটী English definition [পাল্টি] (বিশেষণ) সমান বংশমর্যাদার জন্য যার সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করা যায় (তোমাদেরই পালটিঘর-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; আদান-প্রদানে খ্যাত ত্রিকুলে পালটী-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(প্রাকৃত)পল্লট্ট>+ই, ঈ}
- Bengali Word পালটি ২, পালটিয়া English definition [পাল্টি] (অসমাপিকা ক্রিয়া) ১ প্রত্যাবর্তন করে; ফিরিয়ে। ২ পিছন ফিরে (পদ আধ যায় পিয়া চায় পালটিয়া-চণ্ডীদাস)। ৩ উলটে (পালটে দেখ)। ৪ বদলিয়ে। {পালট+ইয়া>}
- Bengali Word পালন English definition [পালোন্] (বিশেষ্য) ১ প্রতিপালন; লালন-পালন; ভরণ-পোষণ (সন্তান পালন, পরিবার পালন)। ২ তত্ত্বাবধান; রক্ষণ (পশু পালন)। ৩ মান্যকরণ (আজ্ঞা পালন)। ৪ প্রতিশ্রুতি রক্ষা (প্রতিক্ষা পালন)। পালনীয় (বিশেষণ) পালনযোগ্য; পালনের উপযুক্ত; রক্ষণীয়। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+অন(ল্যুট্)}
- Bengali Word পালম English definition ⇒ পালঙ১
- Bengali Word পাললিক English definition [পালোলিক্] (বিশেষণ) ১ পলিবিষয়ক; পলি সম্বন্ধীয়। ২ পলিজাত। {(তৎসম বা সংস্কৃত) পলল+ইক(ঠক্)}
- Bengali Word পালা ২ English definition [পালা] (বিশেষ্য) ১ পল্লব; প্রশাখা; ছোট ডাল। ২ গাদা; স্তূপ (খড়ের পালা)। {(তৎসম বা সংস্কৃত) পল্লব>}
- Bengali Word পালা ৩ English definition [পালা] (ক্রিয়া) ১ পালন করা; পোষা (কুকুর পালা)। ২ প্রতিপালন করা; ভরণপোষণ করা (পরিবার পালা)। ২ কথামতো কাজ করা বা মান্য করা (বচন আন্ধার পালএ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্>}