প পৃষ্ঠা ৫৪
- Bengali Word পাপিয়া English definition [পাপিয়া] (বিশেষ্য) পিউ পিউ রবকারী পাখিবিশেষ; কোকিলজাতীয গায়ক পাখি। {(তৎসম বা সংস্কৃত) ৱপ্পীহা>}
- Bengali Word পাপোশ, পাপোষ, পা-পোষ English definition [পাপোশ্] (বিশেষ্য) পায়ের ধুলা মোছার জন্য নারকেলের ছোবড়াদি দ্বারা তৈরি আস্তরণ (পুরু পা-পোষে পা ঘষে ঢুকলাম ড্রয়িং রুমে-রাজিয়া খান)। {(ফারসি) পাপোশ}
- Bengali Word পাপড়ি English definition [পাপ্ড়ি] (বিশেষ্য) ফুলের দল (হালদা তুই মোর পুতুল, পাপড়িময় তোর শরীর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>পাব+ড়ি>} পাপর ⇒ পাঁপর২
- Bengali Word পাব English definition [পাব্] (বিশেষ্য) ১ পর্ব; গাঁট। ২ দুই গ্রন্থির মধবর্তী স্থান। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>}
- Bengali Word পাবক English definition [পাবোক্] (বিশেষ্য) অগ্নি; অনল (উপরি পাবক রাশি-মাইকেল মধূসূদন দত্ত)। □ (বিশেষণ) শোধক; শোধনকারী; বিশুদ্ধ বা পবিত্র করে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+অক(ণ্বুল্)}
- Bengali Word পাবদা, পাবতা English definition [পাব্দা, পাবতা] (বিশেষ্য) এক প্রকার আঁশশূন্য সুস্বাদু ছোট মাছ। {(তৎসম বা সংস্কৃত) পর্বত>(প্রাকৃত)পব্বদ>}
- Bengali Word পাবন English definition [পাবোন্] (বিশেষণ) ১ বিশুদ্ধ বা পবিত্রকারী; শোধক (সপ্তম বৎসরে কন্যা বিয়া দিয়ে হয় ধন্যা তার পুত্র কুলের পাবন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ ত্রাণকর্তা; উদ্ধারকারী (পতিতপাবন)। ৩ শোধন; পবিত্রকরণ। ৪ অগ্নি। পাবনি (বিশেষ্য) পবননন্দন হনুমান (প্রবল পবন বলে বলীন্দ্র পাবনি-মাইকেল মধূসূদন দত্ত)। পাবনী (বিশেষণ) ১ পবিত্রকারিণী (পাবনী ফোয়ারা জাহ্নবী ধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উদ্ধারকারিণী। □ (বিশেষ্য) হিন্দুমতে গঙ্গা নদী। {(তৎসম বা সংস্কৃত) □ পূ+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word পাবন্দ English definition [পাবন্দো] (বিশেষণ) অনুগত; নিষ্ঠাবান (শরীয়তের পাবন্দ মানুষ-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ফারসি) পাবন্দ}
- Bengali Word পাবলিক English definition [পাব্লিক্] (বিশেষ্য) জনসাধারণ (হাঁফাতে হাঁফাতে প্রফেসরকে গিয়ে খবর বলল, পাবলিক খেপেছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) public}
- Bengali Word পামর English definition [পামর্/পামোর্] (বিশেষণ) ১ পাপিষ্ঠ; পাপাত্মা। ২ নরাধম; নীচ (যে মুখে পামর নিন্দিলে শঙ্কর সে মুখে হবে ছাগল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ মূর্খ। পামরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পাপ্মান্+□ রা+অ(ক)}
- Bengali Word পামরি ১ English definition [পাম্রি] (বিশেষ্য) শস্য নষ্ট করে এমন এক ধরনের পোকা। {(তৎসম বা সংস্কৃত) পামর+(বাংলা) ই}
- Bengali Word পামরি ২, পামরী English definition [পামোরি] (বিশেষ্য) মূল্যবান বস্ত্রবিশেষ; কড়ি করিলাম খাট পিঁড়ি সগল্লাদ নিহালী পামরী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রাবর>}
- Bengali Word পামসু English definition [পাম্শু] (বিশেষ্য) একপ্রকার ফিতাহীন জুতা (সীটের নীচে পামসু খুলে রেখে সেখানে পা তুলে বসেছেন-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) pump shoe}
- Bengali Word পাম্প English definition [পাম্প] (বিশেষ্য) বায়ুপূর্ণ করার বা পানি তোলার এক প্রকার যন্ত্র। {(ইংরেজি) pump}
- Bengali Word পার English definition [পার] (বিশেষ্য) ১ নদী; খাল, পুকুর ইত্যাদির বিপরীত তট বা তীর। ২ কূল; কিনারা। ৩ প্রান্তে; শেষ; সীমা (মাঠের পারে)। ৪ উত্তরণ (পরীক্ষা পার হয়েছে)। ৫ উদ্ধার; পরিত্রাণ; রক্ষা (গোলাম কবুলে পার পায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। পার করা (ক্রিয়া) ১ পরিত্রাণ করা (পার করো হে দয়াল)। ২ নদ্যাদির অপর পারে নিয়ে যাওয়া। ৩ কন্যার বিবাহ দেওয়া (মেয়ে পার করা)। পারগ১, পারঙ্গম (বিশেষণ) ১ পারগামী। ২ দক্ষ; সমর্থ; সক্ষম (শিল্প ক্রিয়াতে সম্পূর্ণ পারগ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পারগত (বিশেষণ) ১ পারে গিয়েছে এমন; উত্তীর্ণ। ২ উদ্ধার বা পরিত্রাণ লাভ করেছে এমন। পারঘাট,
- Bengali Word পারই English definition ⇒ পালুই
- Bengali Word পারক, পারগ ২ English definition [পারক্, পারগ্] (বিশেষণ) ১ সমর্থ; সক্ষম। ২ পারদর্শী; পটু; নিপুণ। পারকতা (বিশেষ্য) ১ সক্ষমতা। ২ পটুতা। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ+অক(ণ্বুল্); পার+□ গম্+অ(ড)}
- Bengali Word পারক্য English definition [পারোক্কো] (বিশেষণ) ১ পরলোক সম্বন্ধীয়। ২ অন্য সংক্রান্ত; পরকীয়। ৩ শত্রু সংক্রান্ত। পরকীয়তা বি। {(তৎসম বা সংস্কৃত) পর+য(ষ্যঞ্), ক্(কুক্) আগম}
- Bengali Word পারগ English definition ⇒ পার
- Bengali Word পারঘাটা English definition (বিশেষ্য) খেয়াঘাট (পারঘাটের দিকে মন রাখলে দুই জনেই সমানভাবে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পার হওয়া (ক্রিয়া) নদী প্রভৃতির অপর পারে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) □ পার+অ(অচ্)}