প পৃষ্ঠা ৫৫
- Bengali Word পারঙ্গম English definition ⇒ পার
- Bengali Word পারণ, পারণা English definition [পারোন্, পারনা] (বিশেষ্য) ব্রতাদিতে উপবাস-কাল শেষে ভোজন (তীর্থে এসে করবে না একাদশীর পারণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পার+অন(ল্যুট্), +আ(টাপ্)}
- Bengali Word পারতন্ত্র্য English definition [পারোতন্ত্রো] (বিশেষ্য) পরতন্ত্রতা; পরবশ্যতা; পরাধীনতা। {(তৎসম বা সংস্কৃত) পরতন্ত্র+য(ষ্যঞ্)}
- Bengali Word পারতপক্ষে English definition [পারোতোপোক্খে] (ক্রিয়াবিশেষণ) ১ সাধ্যমতো; পারলে (ওরা পারতপক্ষে একে অন্যের দিকে তাকায় না-মুনীর চৌধুরী)। ২ সম্ভব হলে; পারলে। {(তৎসম বা সংস্কৃত) পারয়ৎ+পক্ষে>}
- Bengali Word পারত্রিক English definition [পারোত্ত্রিক্] (বিশেষণ) পালৌকিক; পরলোক সম্বন্ধীয়; আখেরাতের। {(তৎসম বা সংস্কৃত) পরত্র+ইক(ঠক্)}
- Bengali Word পারদ English definition [পারোদ্] (বিশেষ্য) একটি তরল ধাতু; পারা; mercury। {(তৎসম বা সংস্কৃত) পার+□ দা+অ(ক)}
- Bengali Word পারদর্শী (-র্শিন্) English definition [পারোদোর্শি] (বিশেষণ) ১ অভিজ্ঞ। ২ পটু; দক্ষ; বিচক্ষণ। ৩ দূরদর্শী; পরিণামদর্শী। পারদর্শিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পারদর্শিতা (বিশেষণ) বিচক্ষণতা; দক্ষতা; পটুতা। □ (বিশেষ্য) দূরদর্শিতা। {(তৎসম বা সংস্কৃত) পার+□ দৃশ্+ইন্(ণিনি)}
- Bengali Word পারদারিক English definition [পারোদারিক্] (বিশেষ্য), (বিশেষণ) পরস্ত্রী সম্ভোগকারী। পারদার্য (বিশেষ্য) পরস্ত্রীগমন; পরদারাসক্তি; ব্যভিচার। {(তৎসম বা সংস্কৃত) পরদার+ইক(ঠক্)}
- Bengali Word পারদেশ্য English definition [পারোদেশ্শো] (বিশেষণ) ১ প্রবাসী; ভিন্নদেশগত। ২ বিদেশি; পরদেশি। {(তৎসম বা সংস্কৃত) পরদেশ+য(ষ্যঞ্)}
- Bengali Word পারবশ্য English definition [পারোবোশ্শো] (বিশেষ্য) পরবশতা; পরাধীনতা; অধীনতা। {(তৎসম বা সংস্কৃত) পরবশ+য(ষ্যঞ্)}
- Bengali Word পারবিন, পারভিন English definition [পার্বিন্, পারভিন] (বিশেষ্য) উত্তরদিকস্থ নক্ষত্রপুঞ্জ; সপ্তর্ষিমণ্ডল (চাঁদ ডুবে গেলে নিবে যায় ঐ পারবিন মুশতারা-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) পরৱীন}
- Bengali Word পারমাণব, পারমাণবিক English definition [পারোমানোব্, পারোমাবিক্] (বিশেষণ) ১ পরমাণু সংক্রান্ত। ২ পরমাণু থেকে উৎপন্ন; পরমাণুজাত; atomic। {(তৎসম বা সংস্কৃত) পরমাণু+অ(অণ্), +ইক(ঠক্)}
- Bengali Word পারমার্থিক English definition [পারোমার্থিক্] (বিশেষণ) পরমার্থ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) পরমার্থ+ইক(ঠক্)}
- Bengali Word পারমিট English definition [পার্মিট্] (বিশেষ্য) সরকার নিয়ন্ত্রিত মাল ক্রয় বা বিক্রয়ের অনুমতিপত্র। {(ইংরেজি) permit}
- Bengali Word পারম্পর্য English definition [পারোম্পোর্জো] (বিশেষ্য) ধারাবাহিকতা; অনুক্রম; ক্রমান্বয়। {(তৎসম বা সংস্কৃত) পরম্পর+য(ষ্যঞ)}
- Bengali Word পারলৌকিক English definition [পারোলোউকিক্] (বিশেষণ) ১ পরলোকসংক্রান্ত। ২ পরলোকের জন্য কল্যাণকর। {(তৎসম বা সংস্কৃত) পরলোক+ইক(ঠক্)}
- Bengali Word পারশ, পরশ English definition [পারোশ্, পরোশ্] (বিশেষ্য) পরিবেশন। {(তৎসম বা সংস্কৃত) পরিবেশন>}
- Bengali Word পারশিক English definition ⇒ পারসিক
- Bengali Word পারশী English definition ⇒ পারসি
- Bengali Word পারশীক English definition ⇒ পারসিক