প পৃষ্ঠা ৫৬
- Bengali Word পারশে, পার্শে English definition [পার্শে] (বিশেষ্য) একজাতীয় ছোট মাছ। {অজ্ঞাতমূল}
- Bengali Word পারশ্য English definition ⇒ পারস্য
- Bengali Word পারসি English definition [পার্শি] (বিশেষ্য) ১ পারস্যের ভাষা; ফারসি। ২ প্রাচীনকালে পারস্য দেশ থেকে আগত জরথুস্ত্রপন্থি জাতি। □ (বিশেষণ) ১ পারস্য দেশে উৎপন্ন। ২ পারসি/পার্শি জাতি সংক্রান্ত। {(ফারসি) পারসী}
- Bengali Word পারসিক, পারশিক English definition [পার্সিক্] (বিশেষণ) ১ পারস্য দেশীয় (তরুণী পারসিক রমণীগণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পারস্য দেশজাত। □ (বিশেষ্য), (বিশেষণ) পারস্য দেশের অধিবাসী; ইরানি। {(ফারসি) পার্সী+ইক}
- Bengali Word পারস্য English definition [পারোশ্শো] (বিশেষ্য) পশ্চিম এশিয়ার প্রাচীণ দেশবিশেষ; ইরান। {(তৎসম বা সংস্কৃত) পারস্য; (ফারসি) পারসী}
- Bengali Word পারা ১ English definition [পারা] (ক্রিয়া) ১ সমর্থ হওয়া; সক্ষম হওয়া। ২ এঁটে ওঠা; আয়ত্তে আনতে সক্ষম হওয়া (ছেলেকে কেউ পেরে ওঠে না)। ৩ অনুমতি পাওয়া (এখন যেতে পারো)। ৪ কাজ সারা (দেখ তো কাজটা (তুমি পার কিনা)। {□ পার্+আ}
- Bengali Word পারা ২ English definition [পারা] (বিশেষ্য) তরল ধাতুবিশেষ; পারদ। {(তৎসম বা সংস্কৃত) পারদ>}
- Bengali Word পারা ৩ English definition [পারা] (অব্যয়) সদৃশ; তুল্য; ন্যায়; মতো (তোমার চোখের দৃষ্টি জাগে হারানো কোন মুখের পারা-কাজী নজরুল ইসলাম)। □ (ক্রিয়াবিশেষণ) যেন; বোধ হয়; বুঝি (পুণের সময় হইল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) প্রায়>}
- Bengali Word পারা ৪ English definition [পারা] (বিশেষ্য) খণ্ড (আমপারা; কোরানের ত্রিশ পারা)। {(ফারসি) পারাহ}
- Bengali Word পারানি English definition [পারানি] (বিশেষ্য) খেয়া পার হওয়ার মাশুল বা মূল্য; খেয়ার কড়ি পারানির পাথেয় আমার যথেষ্ট ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পার+আনি}
- Bengali Word পারানো English definition [পরানো] (ক্রিয়া) ১ পার করানো। ২ পার হওয়া। {□ পার+আনো}
- Bengali Word পারাপার English definition [পারাপার্] (বিশেষ্য) ১ নদ্যাদির উভয় তীর; একূল ওকূল। ২ নদ্যাদির এক পার থেকে অপর পারে যাতায়াত (নদী পারাপার করা)। ৩ সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) পার+অপার}
- Bengali Word পারাবত English definition [পারাবত্] (বিশেষ্য) ১ কপোত; পায়রা; কবুতর। পারাবতী বি. (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পার+আ+□ পত্+অ(অচ্)=পারাপত> পারাবত}
- Bengali Word পারাবার English definition [পারাবার্] (বিশেষ্য) ১ সিন্ধু; সমুদ্র (অসীম অনন্ত সে পারাবার-শেখ ফজলল করিম)। ২ উভয় তীর। ৩ এফোঁড়-ওফোঁড় (কোন অস্ত্র ধরে পারাবার করে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পার+আ+□ বৃ+অ(অণ্)}
- Bengali Word পারাশর English definition [পারাশর্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত পরাশর মুনির পুত্র; বেদব্যাস। □ (বিশেষণ) পরাশর সম্বন্ধীয়। ২ পরাশর রচিত। { (তৎসম বা সংস্কৃত) পরামর+ অ(অণ্)}
- Bengali Word পারায়ণ English definition [পারোয়োন্] (বিশেষ্য) ১ পূর্ণতা; সম্পূর্ণতা; সমগ্রতা। ২ নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থাদি পাঠ সমাপন। ৩ সফলতা। {(তৎসম বা সংস্কৃত) পার+অয়ন}
- Bengali Word পারিজাত English definition [পরিজাত্] (বিশেষ্য) হিন্দু পুরাণে উল্লিখিত সমুদ্র মন্থনে উদ্ভূত স্বর্গীয় বৃক্ষ, ফুল বা তার ফল। {(তৎসম বা সংস্কৃত) পার+ইন্(ণিনি)+□ জন্+অ(ড)}
- Bengali Word পারিতোষিক English definition [পারিতোশিক্] (বিশেষ্য) সন্তুষ্ট হয়ে যা দান করা হয়; পুরস্কার; বখশিশ। {(তৎসম বা সংস্কৃত) পারিতোষ+ইক(ঠঞ্)}
- Bengali Word পারিন্দ্র, পারীন্দ্র English definition [পারিন্দ্রো] (বিশেষ্য) ১ পশুরাজ; মৃগেন্দ্র; সিংহ (শৃগাল দেখিয়া কোথা পারিন্দ্র পালায়-সৈয়দ আলাওল)। ২ (বিরল) অজগর সাপ। {(তৎসম বা সংস্কৃত) পারি+ইন্দ্র>}
- Bengali Word পারিপাট্য English definition [পারিপাট্টো] (বিশেষ্য) ১ শৃঙ্খলা; বিন্যাস (একটি পরিমিত পারিপাট্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পরিচ্ছন্নতা (আসবাব-পত্রের বাহুল্য নেই; পারিপাট্য আছে-বক)। ৩ কুশলতা; নিপুণতা; নৈপুণ্য। ৪ আড়ম্বর। {(তৎসম বা সংস্কৃত) পরিপাটি+য(ষ্যঞ্)}