প পৃষ্ঠা ৬২
- Bengali Word পাশুপত English definition [পাশুপত্] (বিশেষণ) পশুপতি বা শিবসম্বন্ধীয়। □ (বিশেষ্য) ১ শিবের দ্বারা ব্যবহৃত অস্ত্রবিশেষ; শিবের অমোঘ অস্ত্র। ২ শিবকে তুষ্ট করবার জন্য সম্পাদনীয় ব্রতবিশেষ। ৩ শৈব সম্প্রদায়; শিবের উপাসক। {(তৎসম বা সংস্কৃত) পশুপতি+অ(অণ্)}
- Bengali Word পাশুলি, পাশুলী, পাশালি English definition [পাশুলি, পাশুলী, পাশালি] (বিশেষ্য) পদাঙ্গুলির ভুষণবিশেষ (হাতেতে কারচুবি চুড়ি পায়েতে পাশালি-ফকির গরীবুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) পাষক>পাশ+উলি, আলি}
- Bengali Word পাশ্চাত্য (অশুদ্ধ কিন্তু প্রচলিত), পাশ্চাত্ত্য English definition [পাশ্চাত্তো] (বিশেষণ) ১ প্রতীচ্য; পশ্চিম দেশীয় দেশসংক্রান্ত; পশ্চিমস্থ। ২ পশ্চাদ্বর্তী। ৩ পশ্চাৎ আগত। ৪ পশ্চিম দেশ থেকে আগত। ৫ পশ্চিম দেশ জাত। {(তৎসম বা সংস্কৃত) পশ্চাৎ+ত্য(ত্যক্)}
- Bengali Word পাষণ্ড, পাষণ্ডী (-ণ্ডিন্) English definition [পাশোন্ডো, পাশোন্ডি] (বিশেষণ) ১ নাস্তিক; ধর্মে অবিশ্বাসী; ধর্মদ্বেষী (হায় হায় কি কহিব বিধাতা পাষণ্ডী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ পাপিষ্ঠ; পামর। □ (বিশেষ্য) বৌদ্ধ সন্ন্যাসী। পাষণ্ডিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পাপ+□ সম্+ড}
- Bengali Word পাষাণ English definition [পাশান্] (বিশেষ্য) ১ শিলা; পাথর; প্রস্তর (অতীতের পাষাণ স্তূপ-হাবীবুল্লাহ বাহার)। ২ (আলঙ্কারিক) হৃদয়হীন; নির্মম; নিষ্ঠুর; নির্দয়; কঠিন (না মরে পাষাণ বাপ দিলা হেন বরে-ভারা)। ৩ ওজনের বাটখারা; উভয় পাল্লা সমান করার জন্য চাপানো পাথর ইত্যাদি (পাষাণ চাপানো)। □ (বিশেষণ) ১ হৃদয়হীন; নির্মম; নিষ্ঠুর; নির্দয়; কঠিন। ২ প্রস্তরবৎ; পাথরসদৃশ। পাষাণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ). হৃদয়হীনা; নিষ্ঠুরা বা দয়ামায়াহীনা নারী। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+আন(আনচ্)}
- Bengali Word পাস, পাশ English definition [পাশ্] (বিশেষ্য) ১ নিষিদ্ধ জায়গায় প্রবেশানুমতির জন্য লিখিত আদেশপত্র; প্রবেশপত্র; ছাড়পত্র; অনুমতিপত্র (গেটপাস)। ২ বিনমূল্যে ভ্রমণের বা সিনেমাদি দেখার অনুমতিপত্র। ৩ পরীক্ষায় সাফল্য লাভ (সে বিএ পাস করেছে)। ৪ মঞ্জুর; অনুমোদন (বাজেট পাস করা হলো)। □ (বিশেষণ) সফল; কৃতকার্য। {(ইংরেজি) pass}
- Bengali Word পাসপোর্ট English definition [পাস্পোর্ট্] (বিশেষ্য) বিদেশ ভ্রমণ বা দেশের বাইরে যাওয়ার সরকারি অনুমোদনপত্র {(ইংরেজি) passport}
- Bengali Word পাসরন, পাসরণ, পাশরন, পাশরণ English definition [পাশোরোন্] (বিশেষ্য) বিস্মরণ; স্মৃতিনাশ। {(তৎসম বা সংস্কৃত) প্রাস্মরণ>পাসরন}
- Bengali Word পাসরা, পাশরা English definition [পাশোরা] (ক্রিয়া) বিস্মৃত হওয়া; ভুলে যাওয়া (মৃত্যুজরা পাশরিয়া সবে-সত্যেন্দ্রনাথ দত্ত); পাসরিত করি মনে পাসরা না যায় রে-চণ্ডীদাস)। পাসরিল (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বিস্মৃত হইল; ভুলে গেল। পসারণ বি। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ স্মৃ>}
- Bengali Word পাসানো English definition ⇒ পাশানো
- Bengali Word পাহন (মধ্যযুগীয় বাংলা) English definition [পাহোন্] (বিশেষ্য) পাথর; প্রস্তর; পাষাণ (পাহন কে পূজে-মোক)। {(তৎসম বা সংস্কৃত) পাষাণ>}
- Bengali Word পাহল English definition (বিশেষ্য), পাহলভি, লহলবি [পাহোলো(বিশেষ্য), পাহোলোভি, পাহোলবি] (বিশেষ্য) প্রাচীন ইরানি ভাষা (নতুন আভেস্তা পাহলভী ভাষায় রচিত-আকবর আলী)। {(ফারসি) পাহ্নবী}
- Bengali Word পাহলবী English definition ⇒ পাহলবি
- Bengali Word পাহার (মধ্যযুগীয় বাংলা) English definition [পাহার্] (বিশেষ্য) পাড় বা তীর (নদীর পাহার-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) পাহাড়>}
- Bengali Word পাহারা English definition [পাহারা] বি. প্রহরীর কর্ম; চৌকি (অজানা জনের আঁখির পাহারা স্বজন সভায় করে দিশাহারা-মোহিতলাল মজুমদার)। পাহারাওয়ালা, পাহারাওলা (বিশেষ্য) প্রহরী চৌকিদার; ; শান্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) প্রহর>}
- Bengali Word পাহাড় English definition [পাহাড়্] (বিশেষ্য) ১ অনতিউচ্চ পর্বত; বেশি উঁচু নয় এমন পর্বত। ২ মাটির উঁচু ও বিস্তৃত স্তূপ বা টিবি; টিলা। ৩ উচ্চ তীরভূমি; পাড় (পুষ্করিণীর অন্য এক পাহাড়ে উঠিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) (আলঙ্কারিক) সুদীর্ঘ; বিশাল। পাহাড়তলি (বিশেষ্য) ১ পর্বতের পাদমূল; পর্বতের পাদদেশে বা নিম্নস্থ সমতলভূমি। ২ উপত্যকা। ৩ তরাই। পাহাড়ে/পাহাড়িয়া (বিশেষণ) ১ পর্বতজাত (পাহাড়িয়া পাখি)। ২ পাহাড়সম্বন্ধীয়। ৩ পর্বতস্থ। ৪ (আলঙ্কারিক) প্রকাণ্ড; বিশাল; মস্ত। পাহাড়ি (বিশেষণ) পাহাড়নিবাসী। □ (বিশেষ্য) ১ পার্বত্য জাতি (পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী)। ২ একটি রাগিণীর নাম। {(তৎসম বা সংস্কৃত) পাষাণ>পাহাড়}
- Bengali Word পাহুন ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [পাহুন্] (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) নির্মম; নিষ্ঠুর; নির্দয়; হৃদয়হীন (পাহুন জাতি-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) পাষাণ>}
- Bengali Word পাহুন ২ (ব্রজবুলি) English definition [পাহুন্] (বিশেষণ) ১ প্রবাসী; বিদেশে অবস্থানকারী (কান্ত পাহুন কাম দারুণ-বিদ্যাপতি)। ২ অতিথি (মঝু ঘরে পহুন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রাঘুণ>}
- Bengali Word পাড় ১ English definition [পাড়্] (বিশেষ্য) তট; তীর (নদীর পাড়)। ২ ক্ষেতের আল। ৩ কূপের চারদিকের বেষ্টনী। {(তৎসম বা সংস্কৃত) পাট>পাড়}
- Bengali Word পাড় ২ English definition [পাড়্] (বিশেষ্য) পরিধেয় বস্ত্রের প্রান্ত; কাপড়ের কিনারা (লাল পাড়)। {(তৎসম বা সংস্কৃত) পট্টী>}