প পৃষ্ঠা ৬১
- Bengali Word পাল্লা English definition [পাল্লা] (বিশেষ্য) খণ্ড; স্তর; পর্দা (এক পাল্লা চামড়া)। ২ দুইটির একটি; দুই ভাগের একটি (দরজায় পাল্লা)। ৩ ওজনের যন্ত্রে দ্রব্য বা বাটখারা রাখার পাত্র (দাঁড়ি পাল্লা)। ৪ দূরত্ব (দূর পাল্লা)। ৫ বেগ। ৬ কবল (ভাল লোকের পাল্লায় পড়েছি-রাজিয়া খান)। ৭ প্রতিযোগিতা (পাল্লা দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) পল>; (তুলনীয়) (হিন্দি) পল্লা}
- Bengali Word পালয়িতা (-য়িতৃ) English definition [পালোয়িতা] (বিশেষণ) প্রতিপালক; পালনকর্তা; পালনকারী। পালয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পাল্+ণিচ্(=□ পিালি)+তৃ(তৃচ্)}
- Bengali Word পাশ ১ English definition [পাশ্] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্র; হিন্দু দেবতা বরুণদেবের অস্ত্র। ২ বন্ধন; ফাঁদ; জাল (মায়াপাশ)। ৪ গুচ্ছ; গোছা (কেতকী-কেশপাশ কর সুরভি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পশ্+অ(ঘঞ্)}
- Bengali Word পাশ ২ English definition [পাশ্] (বিশেষ্য) অক্ষ; পাশ (পাশক্রীড়া)। {(তৎসম বা সংস্কৃত) পাশক>}
- Bengali Word পাশ ৩ English definition [পাশ্] (বিশেষ্য) ১ পার্শ্ব; সামীপ্য; নিকট (কে আছে বুঝিয়া সুঝিয়া বসিবে আমার পিয়ার পাশে-চণ্ডীদাস)। ২ ধার; প্রান্ত (পথের পাশ)। ৩ পক্ষ (সে তার পাশে খেলছে)। পাশ কাটানো (ক্রিয়া) এড়ানো (যাব না বলে পাশ কাটালে চলে না-সরদার জয়েনউদ্দীন)। পাশবালিশ ⇒ বালিশ। {(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব>(প্রাকৃত)পাস>}
- Bengali Word পাশ ৪ English definition [পাশ্] (বিশেষ্য) সুগন্ধি জল বা তরল দ্রব্যাদি ছিটাবার এক প্রকার পাত্র (গোলাপপাশ)। {(ফারসি) পাশ্}
- Bengali Word পাশ ৫ English definition ⇒ পাস
- Bengali Word পাশক English definition [পাশোক্] (বিশেষ্য) অক্ষ বা পাশা নামক ক্রীড়া। {(তৎসম বা সংস্কৃত) □ পশ্+অ(ঘঞ্)+ক(কন্)}
- Bengali Word পাশব, পাশবিক (অশুদ্ধ কিন্তু প্রচলিত) English definition [পাশোব্, পাশোবিক্] (বিশেষণ) ১ পশু সংক্রান্ত। ২ পশুসুলভ; পশুবৎ। ৩ অমানুষিক। ৪ নির্দয়; নিষ্ঠুর। পাশবিকতা বি। পাশবিক ক্রিয়া, পাশবিক কর্ম (বিশেষ্য) ১ নারী জাতির ধর্মনাশ; বলাৎকার। ২ পশুসুলভ কাজ; অমানুষিক কর্ম। {(তৎসম বা সংস্কৃত) পশু+অ(অণ্)}
- Bengali Word পাশর English definition [পাশোর্] (বিশেষ্য) বিস্মৃতি; বিস্মরণ। {(তৎসম বা সংস্কৃত) বিস্মরণ>}
- Bengali Word পাশরন, পাশরণ English definition ⇒ পাসরন
- Bengali Word পাশরা English definition ⇒ পাসরা
- Bengali Word পাশা ১ English definition [পাশা] (বিশেষ্য) ১ অক্ষ। ২ অক্ষখেলা। ৩ কানের এক প্রকার গহনা (কানপাশা)। {(তৎসম বা সংস্কৃত) পাশক>}
- Bengali Word পাশা ২ English definition [পাশা] (বিশেষ্য) তুরস্কের অভিজাত ও উচ্চপদস্থ সরকারি কর্মচারীর উপাধি (কামাল পাশা)। {(তুর্কি) পাশা}
- Bengali Word পাশানো, পাসানো English definition [পাশানো] (ক্রিয়া) ১ (তাস খেলায়) পাশ দেওয়া। ২ (রঙের তাস না থাকায়) অন্য রঙের তাস দেওয়া। {(ইংরেজি) pass}
- Bengali Word পাশাপাশি English definition [পাশাপাশি] (বিশেষণ) ১ পরস্পর পার্শ্বে অবস্থিত; নিকটস্থ; কাছাকাছি (পাশাপাশি বাড়ি)। □ (ক্রিয়াবিশেষণ) পরস্পরের পার্শ্ববর্তী হয়ে (পাশাপাশি বসা)। {পাশা+আ+পাশ+ই}
- Bengali Word পাশাল (মধ্যযুগীয় বাংলা) English definition [পাশাল্] (বিশেষ্য) প্রশস্ত (পাশাল কপাল-ময়মনসিংহ গীতিকা)। {পাশ+আল}
- Bengali Word পাশালি English definition ⇒ পাশুলি
- Bengali Word পাশী (-শিন্) English definition [পাশি] (বিশেষণ) ১ পাশ অস্ত্রধারী। ২ হিন্দু দেবতা বরুণ; বারীশ; জলাধিপ। ৩ ব্যাধ; নিষাদ। ৪ যম। {(তৎসম বা সংস্কৃত) পাশ+ইন্(ইনি)}
- Bengali Word পাশুনি (মধ্যযুগীয় বাংলা) English definition [পাশুনি] (বিশেষ্য) পাপ; পিশুনের ভাব; কপটতা; ছলচাতুরী (কাহ্নাই পাশুনি কর দূর-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) পিশুন>}