প পৃষ্ঠা ৬৪
- Bengali Word পায়েস English definition ⇒ পায়স
- Bengali Word পিঁ, পিঁপি English definition [পিঁ, পিঁপি] (বিশেষ্য) বাঁশির শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পিঁচুটি, পিচুটি English definition [পিঁচুটি, পিচুটি] (বিশেষ্য) চোখের ক্লেদ বা ময়লা (চোখে তার অক্ষম পিঁচুটি-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) পিচ্চট>}
- Bengali Word পিঁজরা, পিঁজরে English definition ⇒ পিঞ্জর
- Bengali Word পিঁজরাপোল English definition [পিঁজ্রাপোল্] (বিশেষ্য) জৈনদের পরিচালিত অসুস্থ ও অক্ষম পশু-পাখির শুশ্রূষার ও পালনের আলয়; পশু-পাখির হাসপাতাল (গৃহটিকে নগরের যাবতীয় খঞ্জ, আতুর পশুপক্ষী ও মানুষের পিজরাপোল বানাইবার সাধু ইচ্ছা-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) পিঞ্জর+পোল}
- Bengali Word পিঁজা English definition ⇒ পেঁজা
- Bengali Word পিঁধন (মধ্যযুগীয় বাংলা) English definition [পিঁধন্] (বিশেষ্য) পরিধানবস্ত্র (কালিয়া বরণ হিরণ পিঁধন যখন পড়বে মনে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) পিনদ্ধ>পিন্ধা>}
- Bengali Word পিঁধা English definition [পিঁধা] (বিশেষ্য) পরা; পরিধাণ করা। {□ পিঁধ্+আ}
- Bengali Word পিঁপুল, পিপুল English definition [পিঁপুল্, পিপুল্] (বিশেষ্য) ঔষধরূপে ব্যবহৃত গোলমরিচ জাতীয় ফল বা তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) পিপ্পলী>}
- Bengali Word পিঁপড়া, পিঁপড়ে, পিঁপীড়া English definition [পিঁপ্ড়া, পিঁপড়ে, পিঁপিড়া] (বিশেষ্য) এক প্রকার ক্ষুদ্র কীট; ant। কাঠ পিঁপড়া (বিশেষ্য) কালো অপেক্ষাকৃত বড় ও শক্ত দাঁড়াযুক্ত পিঁপড়া। ডেঁয়ে পিঁপড়া (বিশেষ্য) কাঠ পিঁপড়া অপেক্ষা বড় পিঁপড়া। {(তৎসম বা সংস্কৃত) পিপীলিকা>}
- Bengali Word পিঁড়া, পিঁড়ে ১ English definition [পিঁড়া, পিঁড়ে] (বিশেষ্য) ১ ঘরের মধ্যের কক্ষ (পিঁড়া বান্ধে দিয়া শিলা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ২ পিঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড>; (তৎসম বা সংস্কৃত) পীঠ>}
- Bengali Word পিঁড়ি, পিড়ি, পিঁড়ে English definition [পিঁড়ি, পিড়ি, পিঁড়ে] (বিশেষ্য) ক্ষুদ্র কাষ্ঠাসন; আসন; বসবার জন্য ব্যবহৃত চতুষ্কোণ কাষ্ঠখণ্ড বা তক্তা (চিত্রিকাজে চিত্রিগুপ্ত পীঁড়িতে আলপনা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ডি>পিংড়ি>পিঁড়ি}
- Bengali Word পিঁড়ে English definition ⇒ পিঁড়ি
- Bengali Word পিঁঢ়ি (মধ্যযুগীয় বাংলা) English definition [পিঁঢ়ি] (বিশেষ্য) কাষ্ঠাসন (নাহি দেব পিঢ়ি পানী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পীঠ>(প্রাকৃত)পীঢ>}
- Bengali Word পিআল (মধ্যযুগীয় বাংলা) English definition ⇒ পিয়াল
- Bengali Word পিউ পিউ English definition [পিউপিউ] (বিশেষ্য) পাপিয়ার মধুর ডাক (দূর গাঁও হতে রহিয়া রহিয়া ডাকে পিউ পিউ কাঁহা-জসীমউদ্দীন)। {(ধ্বন্যাত্মক); (তৎসম বা সংস্কৃত) প্রিয়>}
- Bengali Word পিউরিটান English definition [পিউরিটান্] (বিশেষণ) কঠোর নীতিনিষ্ঠ; গোঁড়া। পিউরিটানিক (বিশেষণ) নীতিনিষ্ঠ; শুদ্ধাচারী (এ দেশে ইসলামের যে পিউরিট্যানিক সংস্কার আন্দোলন হয়েছে-আনিসুজ্জামান)। {(ইংরেজি) puritan}
- Bengali Word পিউলি, পিউলী, পিয়লি English definition [পিউলি, পিউলি, পিয়োলি] (বিশেষ্য) এক প্রকার লঘু পীত বা পীতাভ পুষ্প; এক প্রকার ফিফা হলুদবর্ণ ফুল (বান্ধুলী পিউলী মালতী জাতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গলী; পীত>(প্রাকৃত)পীঅল>}
- Bengali Word পিউড়ি English definition [পিউড়ি] (বিশেষ্য) গোমূত্র থেকে প্রস্তুত হলুদ রং; গোরোচনা; হলুদ রং। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গলী; (তৎসম বা সংস্কৃত) পীত>}
- Bengali Word পিওন English definition ⇒ পিয়ন