প পৃষ্ঠা ৬৩
- Bengali Word পাড় ৩ English definition [পাড়্] (বিশেষ্য) যন্ত্রাদি চালু করার জন্য প্রদত্ত পায়ের চাপ বা আঘাত; পাতন; পাড়ন (ঢেঁকিতে পাড় দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) □ পাত্>}
- Bengali Word পাড় ৪ English definition [পাড়্] (বিশেষ্য) ঘরের চাল ধরে রাখার জন্য খুটির উপর স্থাপিত লম্বা বাঁশ বা কাঠ (পাড় এর বাঁশটি জীর্ণ হইয়া গিয়াছিল-মাহবুব-উল-আলম)। {(তৎসম বা সংস্কৃত) পাট> পাড়}
- Bengali Word পাড়া ১ English definition [পাড়া] (ক্রিয়া) ১ নামিয়ে আনা; নামানো; পাতিত করা (ফল পাড়া)। ২ নামানো (তাক থেকে পাড়া)। ৩ পাতা (বিছানা পাড়া)। ৪ প্রসব করা (ডিম পাড়া)। ৫ প্রয়োগ করা (গালি পাড়া; ফরিদ কিন্তু রাগই পারে আম্মার উপর-আবু রুশ্দ্)। ৬ পরিষ্কার করা (এঁটো পাড়া)। ৭ অবতারণা করা (কথা পাড়া)। ৮ উচ্চৈঃস্বরে উচ্চারণ করা (ডাক পাড়া)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। পাড়ানি, পাড়ানী, পাড়ানিয়া (বিশেষণ) পাড়ায় এমন (ঘুম পাড়ানি গান)। পাড়ানো (ক্রিয়া) ১ কারো দ্বারা নামানো (ফল পাড়ানো)। ২ প্রবৃত্ত করানো (ঘুম পাড়ানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) □ পত্>}
- Bengali Word পাড়া ২ English definition [পাড়া] (বিশেষ্য) ১ পল্লি; গ্রাম; মহল্লা (কৈবর্ত পাড়া; কাজি পাড়া)। ২ পাড়ার লোক (পাড়া প্রতিবেশী)। পাড়া-কুঁদলি/পাড়া কুঁদুলি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পাড়ার লোকের সঙ্গে কোন্দল বা ঝগড়া করে বেড়ায় এমন (ঐসব বলতে গেলেই আমি হই পাড়া-কুঁদলী-কাজী নজরুল ইসলাম)। পাড়াগাঁ (বিশেষ্য) পল্লিগ্রাম। পাড়াগাঁয়ে/পাড়া গেঁয়ে (বিশেষণ) ১ পল্লিগ্রামবাসী; গ্রামে বাস করে এমন (পাড়াগেঁয়ে লোক)। ২ গ্রামীণ; পল্লিগ্রাম সংক্রান্ত। পাড়া-পড়শি (বিশেষ্য) প্রতিবেশী; পাড়ার লোকজন; এক পাড়ার লোক। পাড়াবেড়ানি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) পাড়ায় পাড়ায় বেড়ানো স্বভাব এমন। পাড়া মাথায় করা (ক্রিয়া) চিৎকার করে পাড়া সরগরম করা। {(তৎসম বা সংস্কৃত) পাটক>(প্রাকৃত)পাডঅ>পাড়া; (ফারসি) পারহ্}
- Bengali Word পাড়ি English definition [পাড়ি] (বিশেষ্য) ১ পার হওয়া; উত্তরণ (পাড়ি দেওয়া)। ২ পুকুরের উঁচু তট (পুকুরে উঁচু পাড়িটার উপর দাঁড়াইয়া আমি-রবীন্দ্রনাথ ঠাকুর) । ৩ নদ্যাদির এক পাড় থেকে অপর পাড়ের বিস্তার বা ব্যাপ্তি (লম্বা পাড়ি)। পাড়ি জমানো, পাড়ি দেওয়া (ক্রিয়া) পার হওয়া; এপার থেকে অপর পারে যাত্রা করা; এক পাড় থেকে অপর পাড়ে পৌঁছানো। {(তৎসম বা সংস্কৃত) পার>+(বাংলা) ই}
- Bengali Word পায় পায়, পায়ে পায়ে English definition [পায়্পায়্] (ক্রিয়াবিশেষণ) ১ পদে পদে; প্রতিপদে (পায় পায় বাধ)। □ (বিশেষণ) ধীরে বা ধীরপদে বা আস্তে হাঁটতে হাঁটতে (পায় পায় গিয়ে উপস্থিত হওয়া)। {(তৎসম বা সংস্কৃত) পাদ>পা+এ>}
- Bengali Word পায়ই (ব্রজবুলি) English definition [পায়োই] (ক্রিয়া) ১ পাই; প্রাপ্ত হই (ও রসে ভোর ওর নাহি পায়-বলরাম দাস)। ২ পায়। পায়ব (ক্রিয়া) পাব (পরাণ পায়ব হাম পিয়া দরশনে-বিদ্যাপতি)। {□ পা>}
- Bengali Word পায়খানা English definition [পায়্খানা] (বিশেষ্য) ১ মল; বিষ্ঠা। ২ মলত্যাগের স্থান। পায়খানা করা (ক্রিয়া) মল ত্যাগ করা। {(ফারসি) পায়েখানাহ্}
- Bengali Word পায়খানা, পাইখানা English definition [পায়্খানা, পাইখানা] (বিশেষ্য) ১ মলত্যাগের স্থান (পায়খানায় যাওয়া)। ২ মলত্যাগ (পায়খানা করা)। {(ফারসি) পায়েখানাহ্ }
- Bengali Word পায়গা English definition [পায়্গা] (বিশেষ্য) মহারাষ্ট্রপক্ষীয় একপ্রকার দুর্ধর্ষ সৈন্য (উলঙ্গ কৃপাণ হস্তে পায়গা সৈনিক দাঁড়াইয়া যোদ্ধাবেশে গম্ভীর বদন-কায়কোবাদকোবাদ)। {মারাঠি. পায়গা}
- Bengali Word পায়চারি, পায়চারী English definition [পায়্চারি] (বিশেষ্য) নিরূদ্দিষ্ট পদচারণা; ইতস্তত হাঁটা (বিছানা থেকে উঠে যখন বারান্দায় পায়চারী করছিল-আলাউদ্দীন আল আজাদ)। {(তৎসম বা সংস্কৃত) পদচারণ>}
- Bengali Word পায়জামা, পাজামা English definition [পায়্জামা, পাজামা] (বিশেষ্য) ঢিলা ট্রাউজার; ইজার। {(ফারসি) পাজামাহ}
- Bengali Word পায়দল, পয়দল English definition [পায়্দল, পয়দল] (ক্রিয়াবিশেষণ) পদব্রজে; পায়ে হেঁটে। □ (বিশেষণ) পদব্রজে গমনকারী। □ (বিশেষ্য) পদচারী সেনা; পদাতিক। {(হিন্দি) পয়দল}
- Bengali Word পায়মান English definition ⇒ পরমান
- Bengali Word পায়রবি, পায়রবী English definition [পায়্রোবি] (বিশেষ্য) অনুসরণ; শিষ্যত্ব; অনুচরের ভাব (মিথ্যারে যদি মিথ্যা জেনেও করো তারি পায়রবি-তাহো)। {(ফারসি) পায়রবী}
- Bengali Word পায়রা English definition [পায়্রা] (বিশেষ্য) কবুতর; কপোত; পারাবত (লয়ে শিশুগণ বেন্যার নন্দন পায়রা উড়ায়ে যায়-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পায়রি, পারী (বিশেষ্য) পারাবতী (পায়রী রাখিয়া হাতে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পারাবত>}
- Bengali Word পায়স, পায়েস English definition [পায়শ্, পায়েশ্] (বিশেষ্য) দুধ, চিনি, চাল প্রভৃতি সংযোগে প্রস্তুত মিষ্টান্নবিশেষ; পরমান্ন (তোমরা খাওগো পায়েস-দ্বিজেন্দ্রলাল রায়)। □ (বিশেষণ) ১ দুগ্ধ সম্বন্ধীয়। ২ দুধ থেকে উৎপন্ন। পায়সান্ন (বিশেষ্য) পরমান্ন (সুবৃহৎ থলিকায় পায়সান্ন ভরি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পয়স্+অ(অণ্)}
- Bengali Word পায়া English definition [পায়া] (বিশেষ্য) ১ টেবিল, চেয়ার, চৌকি প্রভৃতির নিম্নভাগে সংলগ্ন খুঁটি বা খুরা। ২ পদ; চরণ। ৩ উচ্চপদ; পদমর্যাদা (পায়াভারী)। পায়াভারী (বিশেষ্য) উচ্চপদে অধিষ্ঠানজনিত অহঙ্কার; গর্ব (লোকটার পায়াভারী হয়েছে)। □ (বিশেষণ) পদগৌরব ও মর্যাদাসম্পন্ন; পদগৌরবহেতু গর্বিত (পায়াভারী লোক)। চারপায়া (বিশেষ্য) এক প্রকার ছোটো খাট। □ (বিশেষণ) চতুষ্পদ (চারপায়া জানোয়ার)। তেপায়া (বিশেষ্য) তিন পায়া বিশিষ্ট টেবিল, চেয়ার ইত্যাদি। {(ফারসি) পায়াহ্}
- Bengali Word পায়ু English definition [পায়ু] (বিশেষ্য) মলদ্বার; গুহ্যদেশ। {(তৎসম বা সংস্কৃত) □ পা+উ(উণ্)}
- Bengali Word পায়ে পায়ে English definition ⇒ পায় পায়