প পৃষ্ঠা ৬৫
- Bengali Word পিওনো English definition ⇒ পিয়ানো
- Bengali Word পিক ১ English definition [পিক্] (বিশেষ্য) কোকিল। পিকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পিক}
- Bengali Word পিক ২, পিচ English definition [পিক্, পিচ্] (বিশেষ্য) ১ চর্বিত পানের রস (নয়নে পানের পিক দিল কোন জন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ থুতু; ছেপ। পিকদান, পিকদানি (বিশেষ্য) পিক বা থুতু ফেলবার পাত্র। {(তৎসম বা সংস্কৃত) প্রক্ষেপ>} পিকনিক [পিক্নিক্] (বিশেষ্য) ১ বনভোজন; চড়ুইভাতি। {(ইংরেজি) picnic}
- Bengali Word পিকালো, পিকলু English definition [পিক্লো, পিক্লু] (বিশেষ্য) উচ্চ ধ্বনিযুক্ত ক্ষুদ্র বাঁশিবিশেষ। {(ইংরেজি) picolo}
- Bengali Word পিকেটিং English definition [পিকেটিং] (বিশেষ্য) ধর্মঘট বা হরতাল পালনে বাধ্য করার জন্য অফিস, দোকান, কারখানা প্রভৃতির সামনে অথবা রাস্তাঘাটে অবস্থান। {(ইংরেজি) picketing}
- Bengali Word পিগমি English definition [পিগ্মি] (বিশেষ্য) ক্ষুদ্রকায় মানুষবিশেষ (উহাদিগকে মনে হইল কতকগুলি পিগমিভেড়ার দল-মাহবুব-উল-আলম)। {(ইংরেজি) pigmy}
- Bengali Word পিঙ্গ English definition ⇒ পিঙ্গল
- Bengali Word পিঙ্গল ১, পিঙ্গ, পিঙল (মধ্যযুগীয় বাংলা) English definition [পিঙ্গল, পিঙ্গো, পিঙল্] (বিশেষ্য) হলুদ আভাযুক্ত নীলবর্ণ; কপিশবর্ণ। □ (বিশেষণ) হলুদ আভাযুক্ত (পিঙল বরণ বসনখানি-চণ্ডীদাস; আকাশ পিঙ্গল-সত্যেন্দ্রনাথ দত্ত)। পিঙ্গলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গ+ল(লচ্)}
- Bengali Word পিঙ্গল ২ English definition [পিঙ্গল্] (বিশেষ্য) আয়ুর্বেদ শাস্ত্রোক্ত মনুষ্যদেহের একটি নাড়ি। পিঙ্গাক্ষ (বিশেষণ) ১ পিঙ্গল চক্ষুযুক্ত। ২ হিন্দু দেবতা শিব। পিঙ্গাভ (বিশেষণ) ঈষৎ পিঙ্গল। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গ+ল(লচ্)}
- Bengali Word পিঙ্গলাভ English definition [পিঙ্গোলাভো] (বিশেষণ) ঈষৎ পিঙ্গল বা কপিল বর্ণবিশিষ্ট; পিঙ্গল বর্ণের আভাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গল+ আভা}
- Bengali Word পিঙ্গাশ English definition [পিঙ্গাশ্] (বিশেষ্য) পাঙ্গাস মাছ। {(তৎসম বা সংস্কৃত) পিঙ্গাশ}
- Bengali Word পিচ ১ English definition ⇒ পিক২
- Bengali Word পিচ ২ English definition [পিচ্] (বিশেষ্য) আলকাতরা থেকে তৈরি কৃষ্ণবর্ণ দ্রব্য যা রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত হয় (দ্রুত রিক্সার অশ্লীল চীৎকারে কালো পিচের ধ্যান ভেঙ্গে যায়-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) pitch}
- Bengali Word পিচ ৩ English definition [পিচ্] (বিশেষ্য) এক প্রকার ফল। {(তৎসম বা সংস্কৃত) peach}
- Bengali Word পিচকারি, পিচকিরি, পিচকারী English definition [পিচ্কারি, পিচকিরি, পিচকারি] (বিশেষ্য) তরল পদার্থ ছিটাবার যন্ত্র (পিচকারীতে হানলে কেরে গোলাপ জলের ধারা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ধ্বন্যাত্মক) পিচ+কারী}
- Bengali Word পিচণ্ড-চিণ্ড English definition [পিচন্ডোচিন্ডো] (বিশেষ্য) ভুঁড়ি; স্থূল বা স্ফীত উদর। পিচণ্ডিল, পিচিণ্ডিল (বিশেষণ) ভুঁড়িযুক্ত; ভুঁড়ো। {(তৎসম বা সংস্কৃত) পিচণ্ডচিণ্ড}
- Bengali Word পিচপা English definition ⇒ পিছপা
- Bengali Word পিচবোর্ড, পিজবোর্ড, পিসবোর্ড English definition [পিচ্বোর্ড্, পিজ্বোর্ড্, পিস্বোর্ড্] (বিশেষ্য) স্থূল কঠিন ও জমাট কাগজের পাত। {(ইংরেজি) pasteboard}
- Bengali Word পিচাশ English definition ⇒ পিশাচ
- Bengali Word পিচুটি English definition ⇒ পিঁচুটি