প পৃষ্ঠা ৬৭
- Bengali Word পিট ১ English definition [পিট্] (বিশেষ্য) ১ পেটরি। ২ চুপড়ি। ৩ ধান রাখার ডোলা। ৪ ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত) পিটক>}
- Bengali Word পিট ২ English definition [পিট্] (বিশেষ্য) ১ পিঠ; পৃষ্ঠ। ২ পক্ষ; দল। ৩ তাস খেলায় যে দানটা জয় করা হয়। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>}
- Bengali Word পিটকয়লা English definition [পিট্কয়্লা] (বিশেষ্য) খনিজ কয়লাবিশেষ। {(ইংরেজি) pit+(বাংলা) কয়লা}পিটকয়লা [পিট্কয়্লা] (বিশেষ্য) খনিজ কয়লাবিশেষ। {(ইংরেজি) pit+(বাংলা) কয়লা}
- Bengali Word পিটটান, পিট্টান, পিঠটান English definition [পিট্টান্, পিট্টান্, পিট্ঠান্] (বিশেষ্য) ১ প্রস্থান; চম্পট; পলায়ন; পৃষ্ঠপ্রদর্শন (কখন বা পথিকদিগকে ইট-পাটকেল মারিয়া পিট্টান দিতেছে-প্যারিচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) প্রস্থান>; (তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ+(বাংলা) টান}
- Bengali Word পিটন, পিটানো, পিটান, পিটানো, পিটানি, পিটুনি English definition ⇒ পেটা
- Bengali Word পিটনা, পেটনা English definition [পিট্না, পেট্না] (বিশেষ্য) ছাদ, মেঝে প্রভৃতি পিটানোর কাষ্ঠদণ্ড বা কাষ্ঠনির্মিত মুগুর; কোবা। {(তৎসম বা সংস্কৃত) পিট্ট>পিট্+অন+আ}
- Bengali Word পিটপিট English definition [পিটটপিট্] (অব্যয়) ১ মিটমিট; পুনঃপুন পলক পাত; অস্পষ্ট দৃষ্টিপাতের ভাবসূচক (পিটপিট করে চাওয়া)। ২ খিটখিট; শুচিবাইয়ের ভাবপ্রকাশ (পিটপিট করা ওর স্বভাব)। পিটপিটানো (ক্রিয়া) ১ পিটপিট করা; নেত্রপল্লব ঘন ঘন পতনজনিত অর্ধ উন্মীলিতভাবে দৃষ্টি নিক্ষেপ করা। ২ খিটখিট করা। পিটপিটে (বিশেষণ) শুচিবাইজনিত স্পর্শভীতির জন্য খিটখিট করে এমন; শুচিবাইগ্রস্ত। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পিটা ১ English definition ⇒ পেটা
- Bengali Word পিটা ২, পিটে English definition ⇒ পিঠা
- Bengali Word পিটারি, পিটারী English definition [পিটারি] (বিশেষ্য) মৃৎপাত্রবিশেষ (পিটারী গোল চ্যাপটা দু’পাটে তৈরি-রাহুল সাংকৃত্যায়ন [অনুবাদক-ভগীরথ])। {□ পিট্+আরি}
- Bengali Word পিটালি, পিটুলি, পিঠালি, পিঠুলি English definition [পিটালি, পিটুলি, পিঠালি, পিঠুলি] (বিশেষ্য) পানিতে ভিজানো চালবাটা; জলসংযুক্ত পিষ্টতণ্ডুল (পিটুলি গোলা পান করিয়া ‘দুধ খেয়েছি’ ‘দুধ খেয়েছি’ বলিয়া উল্লাসে নৃত্য করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পিষ্ট>(প্রাকৃত)পিট্ঠ>পিটা+আলি}
- Bengali Word পিটিশন English definition [পিটিশন্] (বিশেষ্য) আবেদন; আরজি; দরখাস্ত। {(ইংরেজি) petition}
- Bengali Word পিটুলি English definition ⇒ পিটালি
- Bengali Word পিঠ, পিট English definition [পিঠ্, পিট্] (বিশেষ্য) ১ পৃষ্ঠ; স্কন্ধ থেকে কোমর পর্যন্ত অঙ্গ। ২ পশ্চাৎ; পিছন (পিঠাপিঠি জন্ম)। ৩ বিপরীত দিক (কথাটার আর এক পিঠ হচ্ছে)। ৪ তাস খেলায় দান। পিঠ চাপড়ানো (ক্রিয়া) উৎসাহ দিয়ে বা প্রশংসা করে পিঠে মৃদু চাপড় মারা। পিঠের চামড়া তোলা (ক্রিয়া) যৎপরোনাস্তি শাস্তি দেওয়া বা প্রহার করা। পিঠটান/পিট্টান দেওয়া (ক্রিয়া) পলায়ন করা (সুযোগ বুঝে তিনি আমিনাকে নিয়ে একদিন দেন পিঠটান-জুআ)। পিঠ দাঁড়া (বিশেষ্য) মেরুদণ্ড; backbone। পিঠমোড়া (বিশেষ্য) উভয় হাত পিছনে নিয়ে শক্ত করে বাঁধা (নগরপাল আসিয়া ধীবরকে পিঠমোড়া করিয়া বাঁধিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>}
- Bengali Word পিঠর English definition [পিঠর্] (বিশেষ্য) ১ পাত্র। ২ হাঁড়ি। ৩ পেটরা। ৪ মন্থন দণ্ড। {(তৎসম বা সংস্কৃত) □ পিঠ্+অর(করন্)}
- Bengali Word পিঠা ১, পিঠে English definition [পিঠা, পিঠে] (বিশেষ্য) পিষ্টক (এবার বছরকার দিনের ভাই জুটলোনাকো পুলি পিটে-ঈশ্বর গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) পিষ্টক>পিট্ঠঅ>পিঠা, পিঠে}
- Bengali Word পিঠা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [পিঠা] (বিশেষ্য) পিঠ (পিঠা পেতে দিল পক্ষ করিতে আসন)। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠা>}
- Bengali Word পিঠাপিঠি, পিঠোপিঠি English definition [পিঠাপিঠি, পিঠোপিঠি] (বিশেষণ) ১ পর পর প্রসূত বা জাত (পিঠাপিঠি বোন)। ২ একটির পর অন্যটি অবস্থিত এমন; অনুক্রমিক (পিঠাপিঠি ছবি)। □ (ক্রিয়াবিশেষণ) পৃষ্ঠে পৃষ্ঠে সংলগ্ন হয়ে, পিঠে পিঠে সংযুক্ত করে (পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>পিঠ+আ+পিঠ+ই}
- Bengali Word পিঠারি English definition [পিঠারি] (বিশেষ্য) পিঠা বিক্রেতা (পিঠা বেঁচিয়া কেহ বলায় পিঠারি-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পিষ্টক>পিঠা+আরি}
- Bengali Word পিঠালি, পিঠুলি English definition ⇒ পিটালি