প পৃষ্ঠা ৬৮
- Bengali Word পিঠি, পিঠী (মধ্যযুগীয় বাংলা) English definition [পিঠি] (বিশেষ্য) বিমুখীভাব; বিরক্তি (উলচিয়া দিলে পিঠী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পৃষ্ঠ>পিঠ+ই, ঈ}
- Bengali Word পিণ্ড, পিণ্ডি ১ English definition [পিন্ডো, পিণ্ডি] (বিশেষ্য) ১ খণ্ড (মাংসপিণ্ড)। ২ হিন্দুদের পিতৃলোক উদ্দেশ্যে প্রদত্ত অন্নের দলা বা গ্রাস (পিণ্ডদান)। ৩ অন্নের দলা বা গ্রাস। ৪ শরীর; দেহ। পিণ্ডখর্জুর (বিশেষ্য) পিণ্ডাকারে রক্ষিত বড় খেজুর। পিণ্ডদ (বিশেষ্য), (বিশেষণ) ১ (হিন্দু সমাজে) মৃতের উদ্দেশে পিণ্ডদান করে যে; পিণ্ডদানের অধিকারী। ২ অন্নদানকারী। পিণ্ডদান (বিশেষ্য) হিন্দুগণ কর্তৃক পিতৃপুরুষের শ্রাদ্ধে মন্ত্রপূত অন্নপিণ্ড অর্পণ। পিণ্ডলোপ (বিশেষ্য) পিণ্ডদানের অধিকারীদের লোপ বা বিনাশ; বংশলোপ। পিণ্ডাকৃতি (বিশেষণ) গোলাকার ও ঠাঁসা। পিণ্ডিত (বিশেষণ) পিণ্ডাকৃতি করা হয়েছে এমন; রাশীকৃত। {(তৎসম বা সংস্কৃত) □ পিণ্ড্+অ(ঘঞ্)}
- Bengali Word পিণ্ডারি, পিণ্ডরি English definition [পিন্ডারি, পিন্ডোরি] (বিশেষ্য) অতীতের মারাঠা দস্যুবিশেষ। {মারাঠি, পেন্টারী}
- Bengali Word পিণ্ডি ১ English definition ⇒ পিণ্ড
- Bengali Word পিণ্ডি ২, পিণ্ডী, পিণ্ডিকা English definition [পিন্ডি, পিন্ডি, পিন্ডিকা] (বিশেষ্য) ১ চক্রের মধ্যমণ্ডল; চক্রের কেন্দ্রস্থল; নাভি। ২ পায়ের ডিমা বা গুলি। ৩ বেদি; পীঠ (নানা রত্ন দিয়া বিশাই রচিল পিণ্ডিকা)। ৪ রোয়াক। ৫ পাকিস্তানের রাওয়ালপিণ্ডির সংক্ষিপ্ত রূপ ‘পিণ্ডি’। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড্+ই(ইন্)}
- Bengali Word পিণ্ডিত English definition ⇒ পিণ্ড
- Bengali Word পিণ্ডী English definition ⇒ পিণ্ডি২
- Bengali Word পিতঃ English definition [পিতহ্] (বিশেষ্য) হে জনক; পিতা বা পিতৃস্থানীয় গুরুজনের প্রতি সম্বোধনবিশেষ (হে পিতাঃ, কেমনে করিতারস সরসে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পিতৃ>পিতঃ(সম্বোধনে)}
- Bengali Word পিতল, পেতল English definition [পিতল্, পেতল] (বিশেষ্য) তামা ও দস্তা মিশ্রণজাত এক প্রকার উপধাতু। {(তৎসম বা সংস্কৃত) পিত্তল>(প্রাকৃত)পিত্তল>}
- Bengali Word পিতা English definition [পিতা] (বিশেষ্য) জনক; বাপ; বাবা; আব্বা। পিতামহ (বিশেষ্য) ১ পিতার পিতা বা তৎস্থানীয় ব্যক্তি; দাদা; ঠাকুরদাদা; ঠাকুরদা। ২ হিন্দুধর্মমতে ব্রহ্মা। পিতামহী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পিতামহের স্ত্রী; দাদি; ঠাকুরমা। পঞ্চপিতা (বিশেষ্য) জন্মদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, শ্বশুর, এবং দীক্ষাগুরু বা শিক্ষক-এই পাঁচজন পঞ্চপিতা নামে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) □ পা+তৃ(তৃচ্)}
- Bengali Word পিতিঠা (মধ্যযুগীয় বাংলা) English definition [পিতিঠা] (বিশেষ্য) প্রতিষ্ঠা (পুখরী পিতিঠা কৈল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) প্রতিষ্ঠা>}
- Bengali Word পিতৃ English definition [পিত্তৃ] (বিশেষ্য) পিতা শব্দের মূল সংস্কৃত রূপ। পিতৃকল্প (বিশেষ্য) ১ পিতৃসম; পিতার তুল্য। ২ (হিন্দু সমাজে প্রচলিত) মৃত পিতৃপুরুষগণের উদ্দেশে শ্রাদ্ধ তর্পণাদি অনুষ্ঠান। পিতৃকার্য, পিতৃকৃত্য, পিতৃক্রিয়া (বিশেষ্য) হিন্দুদের মৃত পুরুষগণের উদ্দেশে শ্রাদ্ধ ও তর্পণাদি ক্রিয়া। পিতৃকুল (বিশেষ্য) পিতার বংশ। পিতৃগণ (বিশেষ্য) ১ হিন্দু বিশ্বাসমতে পিতৃলোকবাসী যে মুনিগণ থেকে মানবগোষ্ঠীর উৎপত্তি হয়েছে। ২ মৃত পূর্বপুরুষগণ। পিতৃগৃহ (বিশেষ্য) পিত্রালয়; পিতার আবাস; বাপের বাড়ি। পিতৃতর্পণ (বিশেষ্য) (হিন্দুদের) মৃত পিতৃপুরুষদের তৃপ্তি বিধানের জন্য জলদান রূপ অনুষ্ঠানবিশেষ। পিতৃদায় (বিশেষ্য) হিন্দুদের পিতৃশ্রাদ্ধজনিত সামাজিক কর্তব্য সম্পাদনের গুরু দায়িত্ব; গুরুতর দুরূহ কার্য। পিতৃদেব (বিশেষ্য) দেব সমতুল্য পিতা। পিতৃপক্ষ (বিশেষ্য) ১ প্রেতপক্ষ। ২ আশ্বিনের গুক্লপক্ষের পূর্ববর্তী কৃষ্ণপক্ষ। পিতৃপুরুষ (বিশেষ্য) পিতা-পিতামহ প্রভৃতি পুর্বপুরুষ। পিতৃবৎ (বিশেষণ) পিতৃতুল্য; পিতার ন্যায়। পিতৃবিয়োগ (বিশেষ্য) পিতার মৃত্যু। পিতৃব্য (বিশেষ্য) পিতার সহোদর বা জ্ঞাতি ভ্রাতা; চাচা, জ্যাঠা, কাকা, খুড়া ইত্যাদি। পিতৃভক্তি (বিশেষ্য) পিতার প্রতি শ্রদ্ধা। পিতৃমেধ, পিতৃযজ্ঞ (বিশেষ্য) হিন্দুদের পিতৃশ্রাদ্ধ; পিতৃতর্পণ। পিতৃযান (বিশেষ্য) পিতা বা পূর্ব পুরুষদের চন্দ্রলোকে গমনের পথ। পিতৃরিষ্টি (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) নবজাত সন্তানের জন্মচক্রে রাশিগণের যে অবস্থান পিতৃবিয়োগের কারণ হয়। পিতৃলোক (বিশেষ্য) হিন্দু বিশ্বাসমতে চন্দ্রলোকস্থিত যে স্থানে মৃত পিতৃপুরুষগণ বাস করেন। পিতৃশোক (বিশেষ্য) পিতৃবিয়োগজনিত শোক; পিতৃবিয়োগ-দুঃখ। পিতৃশ্রাদ্ধ (বিশেষ্য) মৃত পিতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধতর্পণাদি অনুষ্ঠান। পিতৃষ্বসা, পিতুঃষ্বসা, পিতুঃস্বসা (বিশেষ্য) পিতার ভগিনী; ফুফু; পিসি। পিতৃসম (বিশেষণ) পিতৃবৎ; পিতার তুল্য। পিতৃসেবা (বিশেষ্য) পিতৃশুশ্রূষা; পিতার পরিচর্যা। পিতৃস্থানীয় (বিশেষণ) পিতার স্থানে অধিষ্ঠিত; পিতৃবৎমান্য; পিতৃতুল্য। পিতৃহন্তা, পিতৃহা (বিশেষ্য) পিতৃঘাতী পিতার বধকারী। পিতৃহন্ত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+তৃ(তৃচ্)}
- Bengali Word পিত্ত, পিত্তি English definition [পিত্তো, পিত্তি] (বিশেষ্য) যকৃৎ থেকে নিঃসৃত তিক্ত রসবিশেষ। পিত্তকোষ, পিত্তাশয় (বিশেষ্য) পেটে যকৃৎ সংলগ্ন যে থলিতে পিত্ত জমা থাকে। পিত্ত জ্বর (বিশেষ্য) পিত্তদোষজাত জ্বর। পিত্ত পড়া (ক্রিয়া) ক্ষুধার সময়ে পিত্তস্রাব হওয়া। পিত্তবিকার (বিশেষ্য) পিত্তরোগ; পিত্তের দোষ। পিত্তরক্ষা, পিত্তিরক্ষা (বিশেষ্য) ১ অতি অল্প আহারে ক্ষুণ্নিবৃত্তি। ২ (ব্যঙ্গার্থ) যা আকাঙ্ক্ষা করা হয়েছে তার নামমাত্র প্রাপ্তি। পিত্তাতিসার (বিশেষ্য) পিত্তবিকারজনিত অতিসার বা উদরাময় রোগ। {(তৎসম বা সংস্কৃত) অপি+□ দা+ত(ক্ত) [‘অ’ এবং ‘দ’ লোপ]}
- Bengali Word পিত্তাবধি (প্রাচীন বাংলা) English definition [পিত্তাবোধি] (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন; অদ্য অবধি (পুড়ে মরে পিত্তাবধি-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+অবধি}
- Bengali Word পিত্তারি English definition [পিত্তারি] (বিশেষ্য) পিত্তনাশক ঔষধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+অরি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পিত্তাশয় English definition [পিত্তাশয়্] (বিশেষ্য) পিত্তকোষ; small intestine। {(তৎসম বা সংস্কৃত) পিত্ত+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পিত্র্য English definition [পিত্ত্রো] (বিশেষণ) পৈতৃক; পিতাবিষয়ক। {(তৎসম বা সংস্কৃত) পিতৃ+য(যৎ)}
- Bengali Word পিথিবি (মধ্যযুগীয় বাংলা) English definition [পিথিবি] (বিশেষ্য) পৃথিবী। {(তৎসম বা সংস্কৃত) পৃথিবী>}
- Bengali Word পিদিম English definition [পিদিম্] (বিশেষ্য) প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) প্রদীপ>}
- Bengali Word পিধান English definition [পিধান্] (বিশেষ্য) ১ তলোয়ার প্রভৃতির খাপ; খড়্গকোষ (পিধানে যথা অসি আবরিব-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ঢাকনি; গিলাফ; আবরণ। {(তৎসম বা সংস্কৃত) অফি+□ ধা+অন(ল্যুট্)}