প পৃষ্ঠা ৬৯
- Bengali Word পিন English definition [পিন্] (বিশেষ্য) কাগজ ইত্যাদি বিধবার অতি ক্ষুদ্র সরু কাঁটাবিশেষ; আলপিন (পিন পড়লেও শোনা যাবে-সৈয়দ শামসুল হক)। পিন-পতন-নীরবতা (বিশেষ্য) পিন পড়লেও শব্দ শোনা যায় এমন নীরবতা। সেফটিপিন (বিশেষ্য) আগা-ঢাকা এবং সহজে আটকানো যায় এমন নিরাপদ পিন। {(ইংরেজি) pin}
- Bengali Word পিনদ্ধ English definition [পিনদ্ধো] (বিশেষণ) ১ বন্ধন করা হয়েছে এমন (সনেটের গাঢ় পিনদ্ধ কায়ায় তিনি আপন অন্তরের ভাবনা-কামনার স্ফুরণ লক্ষ্য করলেন-আজহারুল ইসলাম)। ২ পরিধান করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অপি+□ নহ্+ত(ক্ত)}
- Bengali Word পিনহ (ব্রজবুলি) English definition [পিনহ্] (ক্রিয়া) পরো; পরিধান করো (পিনহ ঝটিত কুসুমহার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পিন্ধন>}
- Bengali Word পিনাক English definition [পিনাক্] (বিশেষ্য) ১ হিন্দু দেবতা শিবের ধনু; হরধনু। ২ শিবের ধনুকাকৃতি বাদ্যযন্ত্র। ৩ শূল; ক্রিশূল। পিনাকপাণি, পিনাকী(-কিন্) (বিশেষ্য) হিন্দু দেবতা শিব (হেরি যে সবে পিনাকী ভুলিবেন-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) □ পা+আক(নুম্ আগম)}
- Bengali Word পিনাকিনী English definition [পিনাকিনি] (বিশেষ্য) ১ সপ্ততন্ত্রী; সপ্তস্বরা যন্ত্র (রামা দেয় জয়ধ্বনি/ সপ্তস্বরা পিনাকিনী/ বাজে নানা মঙ্গল বাজন-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পিনাক+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পিনালকোড, পেনালকোড English definition [পিনাল্কোড্, পেনাল্কোড্] (বিশেষ্য) ফৌজদারি মামলার দণ্ডিবিধি। {(ইংরেজি) penal code}
- Bengali Word পিনাস ১ English definition [পিনাস্] একপ্রকার বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) কপিনাস>}
- Bengali Word পিনাস ২, পিনেস ১, পীনস English definition [পিনাস্, পিনেস্, পিনস্] (বিশেষ্য) নাসিকার রোগবিশেষ; নাসাক্ষত; nasal catarrh। {(তৎসম বা সংস্কৃত) পীনস>}
- Bengali Word পিনিস, পীনিস, পিনেস ২ English definition [পিনিস্, পিনিস্, পিনেস্] (বিশেষ্য) নৌকাবিশেষ (জলপথে দুইখানি সুসজ্জিত পিনীসে বাড়ীর গিন্নি ও বধূরা-ইসমাইল হোসেন শিরাজী; বাবুরা বোট, বাজরা, পিনেস ও ভাউলে ভাড়া করে-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) pinnace}
- Bengali Word পিন্ধন English definition [পিন্ধন্] (বিশেষ্য) পরিধান; বস্ত্রাদি, যা পরা হয়েছে (ভুলের প্রদীপ নয়নে তোর পিন্ধনে মেঘডম্বরী)। পিন্ধনবাস (বিশেষ্য) পরিধানের কাপড় (পিন্ধনবাস ভুলে যায় দিতে কসি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) পিন+□ ধা+অন(ল্যুট্)}
- Bengali Word পিন্ধা English definition [পিন্ধা] (ক্রিয়া) পরিধান করা; পরা। □ (বিশেষ্য) পরিধান। পিন্ধাওল (ব্রজবুলি) (ক্রিয়া) পরিধান করাল; পরাল। {(তৎসম বা সংস্কৃত) পিন্ধন>}
- Bengali Word পিপা, পিপে English definition [পিপা, পিপে] (বিশেষ্য) ঢাক বা ঢোলের আকৃতিবিশিষ্ট কাষ্ঠনির্মিত আধার বা পাত্র। {(পর্তুগিজ) pipa}
- Bengali Word পিপাস, পিয়াসা, পিয়াস English definition [পিপাশা, পিয়াসা, পিয়াশ্] (বিশেষ্য) ১ তৃষ্ণা; পান করার বাসনা বা ইচ্ছা (মানুষের রক্তে পিয়াস মেটায় মানুষ-মুনীর চৌধুরী)। ২ প্রবল আশা বা আকাঙ্ক্ষা; গভীর আগ্রহ (জ্ঞানার্জনের পিপাসা)। পিপাসিত, পিপাসী (-সিন্)। পিয়াস, পিয়াসি (বিশেষণ) ১ পিপাসাযুক্ত; তৃষ্ণার্ত। ২ লোলুপ; লোভাতুর (রক্তপিয়াসী তান্ত্রিক)। পিপাসিতা,
- Bengali Word পিপাসিনী English definition (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পিয়াসু (বিশেষণ) ১ পান করতে ইচ্ছুক। ২ লোলুপ। {(তৎসম বা সংস্কৃত) □ পা+সন্+অ+আ(টাপ্)}
- Bengali Word পিপীলিকা English definition [পিপিলিকা] (বিশেষ্য) পিঁপড়া (পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে)। পিপীলক, পিপীলিক পুং। {(তৎসম বা সংস্কৃত) পিপীল+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word পিপুফিশু English definition [পিপুফিশু] (বিশেষ্য) (আলঙ্কারিক) সর্বশ্রেষ্ঠ অলস; কুঁড়ের বাদশা। {‘পিঠ পুড়ে’, ‘ফিরে শু (শো)’ বাক্য দুটোর সংক্ষিপ্ত রূপ-ঘরে আগুন লাগায় পিঠ পুড়তে থাকলে প্রথম অলসের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে দ্বিতীয় অলসের ফিরে শোওয়ার সংক্ষিপ্ত উপদেশ, এরা এতই কুঁড়ে যে বাক্যটিও সংক্ষেপে বলে-এই থেকে শব্দটির উদ্ভব}
- Bengali Word পিপুল English definition ⇒ পিঁপুল
- Bengali Word পিপে English definition ⇒ পিপা
- Bengali Word পিপ্পল English definition [পিপ্পল্] (বিশেষ্য) অশ্বত্থ বৃক্ষ; অশথগাছ। {(তৎসম বা সংস্কৃত) পিপ্পল}
- Bengali Word পিপ্পলি, পিপ্পলী English definition [পিপ্পোলি] (বিশেষ্য) ঔষধরূপে ব্যবহৃত মরিচজাতীয় ফল বা তার গাছ; পিপুল। {(তৎসম বা সংস্কৃত) পিপ্পলী>}