প পৃষ্ঠা ৭১
- Bengali Word পিল্পা, পিল্পে English definition ⇒ পিলপা
- Bengali Word পিশঙ্গ English definition [পিশঙ্গো] (বিশেষণ) পিঙ্গল। {(তৎসম বা সংস্কৃত) পিশঙ্গ+অ(অচ্)}
- Bengali Word পিশাচ, পিচাশ English definition [পিচাশ [পিশাচ্, পিচাশ্] (বিশেষ্য) ১ ভূত বা প্রেতযোনিবিশেষ। ২ নির্দয়; নিষ্ঠুর বা নীচ আকৃতির মানুষ। পিশাচসিদ্ধ (বিশেষণ) সাধনা বা যোগবলে পিশাচকে বশীভূত করেছে এমন। পিশাচী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) পিশিত+□ অশ্+অ(অণ্)=পিশাচ, (বর্ণবিপর্যয়ে) পিচাশ}
- Bengali Word পিশিত English definition [পিশিত্] (বিশেষ্য) মাংস। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্+ইত(ইতচ্)}
- Bengali Word পিশুন English definition [পিশুন্] (বিশেষণ) ১ কুৎসাকারী; নিন্দক; ঈর্ষু; হিংস্র; হিংসুটে। ২ খল; কপট। ৩ নিষ্ঠুর; কঠোর (করয়ে পিশুন বচন অবধান-বিদ্যাপতি)। □ (বিশেষ্য) হিংসা; ঈর্ষা; ঘৃণা (বাধ পিশুন-তোহফা)। {(তৎসম বা সংস্কৃত) □ পিশ্+উন(উনক্)}
- Bengali Word পিষণ, পিষণো English definition ⇒ পেষণ
- Bengali Word পিষা, পিষাই English definition ⇒ পেষা
- Bengali Word পিষ্ট English definition [পিশ্টো] (বিশেষণ) পেষা হয়েছে এমন। ২ চূর্ণিত; মর্দিত; দলিত। {(তৎসম বা সংস্কৃত) □ পিষ্+ত(ক্ত)}
- Bengali Word পিষ্টক English definition [পিশ্টক্] (বিশেষ্য) ১ পিঠা। ২ চোখের রোগ। {(তৎসম বা সংস্কৃত) পিষ্ট+ক(কন্)}
- Bengali Word পিসতুত, পিসতুতা, পিসতুতো, পিস-শ্বশুর, পিস-শাশুড়ি, পিসা, পিসে English definition ⇒ পিসি
- Bengali Word পিসর্বোড English definition [পিস্বোর্ড্] (বিশেষ্য) পিজবোর্ড-এর রূপভেদ। কাগজ দ্বারা প্রস্তুত মোটা ও শক্ত বোর্ড। {(ইংরেজি) pasteboard}
- Bengali Word পিসি, পিসী English definition [পিশি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পিতার ভগিনী; বাবার বোন; ফুফু। পিসতুতো, পিসতুত, পিসতুতা (বিশেষণ) পিসি বা পিসিশাশুড়ির সন্তান এমন (পিসতুত ভাই/দেওর/শালা)। পিসশ্বশুর (বিশেষ্য) স্বামী বা পত্নীর ফুফা বা পিসা। পিসশাশুড়ি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। পিসা, পিসে, পিসেমশাই (বিশেষ্য) পিসির স্বামী; ফুফা। {(তৎসম বা সংস্কৃত) পিতৃষ্বস্>}
- Bengali Word পিসু, পিশু, পিস্সু English definition [পিশু, পিশু, পিশ্শু] (বিশেষ্য) ১ এক প্রকার ক্ষুদ্র কীট। ২ ডাঁশ। {(ফারসি) পশ্}
- Bengali Word পিস্টন English definition [পিশ্টন্] (বিশেষ্য) চাপদণ্ড (পাম্পের পিস্টন সিলিন্ডারের মধ্যে উঠা-নামা করিতে পারে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) piston}
- Bengali Word পিস্তল English definition [পিস্তল্] (বিশেষ্য) এক প্রকার ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র। {(পর্তুগিজ) pistola}
- Bengali Word পিহিত English definition [পিহিতো] (বিশেষণ) ১ পিধানে রক্ষিত; কোষগত; খাপে ঢাকা। ২ আচ্ছাদিত; আবৃত। {(তৎসম বা সংস্কৃত) অপি+□ ধা+ত(ক্ত)}
- Bengali Word পিড়া English definition ⇒ পিঁড়ি
- Bengali Word পিড়াপিড়ি English definition [পিড়াপিড়ি] ক্রিবিন জোরাজুরি; অনুরোধ; উপরোধ (তবু কুন্তলা পিড়াপিড়ি করল-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) পীড়ন>পিড়া+অনু. পিড়ি)}
- Bengali Word পিড়ালি English definition [পিড়ালি] (বিশেষ্য) ঘরের মেঝের ধার; ঘরের বেড়ার বাইরে উঁচু অংশ (ঘরের চার ধারের পিড়ালিতে সবুজ শ্যাওলা জমেছে-শামসুল হক)। {পিড়া+আলি}
- Bengali Word পিড়ি, পিড়ে English definition ⇒ পিঁড়ি