প পৃষ্ঠা ৭২
- Bengali Word পিড়িং, পিড়িং পিড়িং English definition [পিড়িঙ্, পিড়িঙ্, পিড়িঙ্] (অব্যয়) তারযুক্ত বাদ্যযন্ত্র বা তা থেকে উদ্ভুত মধুর ধ্বনি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পিয়ন, পিওন English definition [পিয়োন্] (বিশেষ্য) ১ পত্র বিলিকারী ব্যক্তি (ডাকপিয়ন)। ২ আরদালি (অফিসের পিয়ন)। ৩ বেয়ারা। ৪ পেয়াদা। পিয়নি, পিওনি (বিশেষ্য) পিয়নগিরি; পিয়নের কাজ। {(ইংরেজি) peon}
- Bengali Word পিয়লি English definition ⇒ পিউলি
- Bengali Word পিয়া ১ (পদ্যে ব্যবহৃত) English definition [পিয়া] (বিশেষ্য) প্রিয়া; প্রিয়তমা। {(তৎসম বা সংস্কৃত) প্রিয়া>}
- Bengali Word পিয়া ২ English definition [পিয়া] (ক্রিয়া) পান করা। {(তৎসম বা সংস্কৃত) □ পা>}
- Bengali Word পিয়াইয়া English definition [পিয়া] (পদ্যে ব্যবহৃত) (অসমাপিকা ক্রিয়া) পান করিয়ে (পিয়াইয়া শত বিন্দু নয়নের জলে-সুফিয়া কামাল)। {□ পা>}
- Bengali Word পিয়াজ, পেয়াজ, পিঁয়াজ, পেঁয়াজ English definition [পিয়াজ্, পিয়াজ্, পিঁয়াজ্, পেঁয়াজ্] (বিশেষ্য) মসলা হিসেবে ব্যবহৃত কন্দবিশেষ। পলাণ্ডু। পিয়াজি, পেয়াজি, পিয়াজু (বিশেষ্য) পিয়াজ দিয়ে প্রস্তুত এক প্রকার ডালের বড়া। □ (বিশেষণ) পিয়াজের রংবিশিষ্ট; ফিকা বেগুনি। {(ফারসি) পিয়াজ}
- Bengali Word পিয়াদা, পেয়াদা English definition [পিয়াদা, পেয়াদা] (বিশেষ্য) ১ পত্রবাহক; সংবাদবাহক; দূত। ২ পাইক। ৩ চাপরাশি। {(ফারসি) পিয়াদাহ্}
- Bengali Word পিয়ানো ১, পিয়ান, পিওনো English definition [পিয়ানো, পিয়ানো, পিয়োনো] (ক্রিয়া) পান করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) □ পা>}
- Bengali Word পিয়ানো ২ English definition [পিয়ানো] (বিশেষ্য) হারমোনিয়াম জাতীয় বৃহৎ বাদ্যযন্ত্র (পিয়ানো বাজাতে পারি ইংরেজী প্রথায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) piano}
- Bengali Word পিয়ার ১, পিয়ারা, পিয়ারী English definition ⇒ পেয়ার২
- Bengali Word পিয়ার ২, পীয়ার English definition [পিয়ার্] (বিশেষ্য) জেটি; উত্তরণমঞ্চ (পানির মধ্যে প্রায় কোয়ার্টার মাইল লম্বা পিয়ার গড়ে তোলা হয়েছে-হাই)। {(ইংরেজি) pier}
- Bengali Word পিয়াল English definition [পিয়াল্] (বিশেষ্য) একজাতীয় বৃক্ষ বা তার ফল (মেখে পিয়াল ফুলের রেণু-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্রিয়াল>}
- Bengali Word পিয়ালা, পেয়ালা English definition [পিয়ালা, পেয়ালা] (বিশেষ্য) পানপাত্র; বাটি কাপ; cup। {(ফারসি) পিয়ালাহ্}
- Bengali Word পিয়াস, পিয়াসা, পিয়াসী, পিয়াসু English definition ⇒ পিপাসা
- Bengali Word পীচ English definition ⇒ পিচ
- Bengali Word পীঠ English definition [পিঠ্] (বিশেষ্য) ১ বসার কাষ্ঠাসনবিশেষ; পিঁড়া; পিঁড়ি। ২ বেদি। ৩ হিন্দুদের দেবাসন বা অধিষ্ঠান ভূমি; তীর্থক্ষেত্র। ৪ হিন্দুপুরাণ মতে সতীর মৃতদেহের খণ্ডিত অংশ যেসব স্থানে পড়েছিল। □ (বিশেষণ) প্রতিষ্ঠান (বিদ্যাপীঠ)। পীঠস্থান (বিশেষ্য) সতীর মৃত অঙ্গপতন স্থান; প্রাচীন দেবালয় (যতীনের মনে নারী দেবতার একটি পীঠস্থান ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) □ পিঠ্+অ(ক)}
- Bengali Word পীঠিকা English definition [পিঠিকা] (বিশেষ্য) ১ পীঠস্থান। ২ পিঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) পীঠক+আ(টাপ্)}
- Bengali Word পীড্যমান English definition [পিড্ডোমান্] (বিশেষণ) পীড়িত হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পীড়্+মান(শানচ্)}
- Bengali Word পীত ১ English definition [পিতো] (বিশেষ্য) হরিদ্রাবর্ণ; হলুদ রং। □ (বিশেষণ) ১ হলদে; হরিদ্রাবর্ণযুক্ত; পিঙ্গল (একটা পীত গোলাবের পাপড়ি নখ দিয়ে টুঙতে টুঙতে অভিভূতের মত কি বেল উঠল-কাজী নজরুল ইসলাম)। ২ পান করা হয়েছে এমন। পীত-পাণ্ডু (বিশেষণ) পিঙ্গল ও ফ্যাকাশে (শেষ রাতের দিকে চাঁদ উঠতো পীত-পাণ্ডু-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। পীতবাস, পীতাম্বর (বিশেষ্য) ১ হলদে রঙের কাপড়। ২ পীত বস্ত্রধারী কৃষ্ণ। □ (বিশেষণ) হলদে রঙের কাপড় পরে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পা+ত(ক্ত)}