প পৃষ্ঠা ৮৩
- Bengali Word পূরণ English definition [পুরন্] (বিশেষ্য) ১ পরিপূর্ণ করা বা পূর্ণ হওয়া (ইচ্ছাপূরণ)। ২ সমাধান; নিরসন (সমস্যাপূরণ)। ৩ বৃদ্ধি। ৪ (গণিত.) গুণন; multiplication। ৫ পূরক; পূর্ণকারী। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+অন(ল্যুট্)}
- Bengali Word পূরন্ত English definition ⇒ পুরন্ত
- Bengali Word পূরব ১ English definition ⇒ পূর্ব
- Bengali Word পূরব ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [পুরব] (ক্রিয়া) পূর্ণ হবে (মনোরথ পূরব মোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ>}
- Bengali Word পূরবী, পুরবি English definition [পুরোবি] (বিশেষণ) ১ একটি রাগিণীর নাম (কাঁদিবে সে পূরবীতে গোধূলি বেলায়-কাজী নজরুল ইসলাম)। ২ উদাস ভাবব্যঞ্জক (পূরবী বায় হু হু করে সারা বিশ্বের বিরহ কান্না কেঁদে যাচ্ছে-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) পূর্বী>}
- Bengali Word পূরা English definition ⇒ পুরা২
- Bengali Word পূরিকা English definition ⇒ পূরী
- Bengali Word পূরিত English definition [পুরিতো] (বিশেষ্য) ১ পূর্ণ; পরিপূর্ণ; ভরতি; ভরা হয়েছে এমন। □ (বিশেষণ) গুণিত। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+ত(ক্ত)}
- Bengali Word পূরী, পূরিকা English definition [পুরি, পুরিকা] (বিশেষ্য) ডাল ইত্যাদির পুরযুক্ত খাদ্য; পুরি ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) পূর+ইন্(ইনি), +ইক+আ(টাপ), ই আগম}
- Bengali Word পূরোয়িতা (-তৃ) English definition [পুরোয়িতা] (বিশেষণ) পূরক; পরিপূর্ণকারক। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্+ণিচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word পূর্ণ English definition [পুর্নো] (বিশেষণ) ১ পরিপূর্ণ; ভরতি; ভরা (পূর্ণপাত্র)। ২ ঘাটতি নেই এমন; ভরপুর। ৩ অভাবহীন (পূর্ণ প্রাণের চাবার যাহা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অখণ্ড; সমগ্র; গোটা (পূর্ণচন্দ্র)। ৫ সফল; সিদ্ধিযুক্ত (আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া)। ৬ সম্পূর্ণ; শেষ (কাল পূর্ণ হওয়া)। ৭ সমস্ত; সকল (ত্রুটিপূর্ণ)। পূর্ণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ণকাম (বিশেষণ) সিদ্ধমনোরথ; সফলকাম; বাসনা পূর্ণ হয়েছে এমন। পূর্ণকুম্ভ (বিশেষ্য) জল ভরতি ঘট বা কলস। পূর্ণগর্ভা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আসন্নপ্রসবা; যার প্রসবকাল নিকটবর্তী হয়েছে। পূর্ণচন্দ্র (বিশেষ্য) পূর্ণশশী; পুর্ণিমার সকল কলাবিশিষ্ট চন্দ্র। পূর্ণচ্ছেদ (বিশেষ্য) যতিপাত চিহ্ন; দাঁড়ি; full stop। পূর্ণতা, পূর্ণত্ব (বিশেষ্য) ১ সম্পূর্ণতা; সমাপ্তি। ২ সফলতা। ৩ সমগ্রতা। ৪ অখণ্ডতা। পূর্ণবয়স্ক (বিশেষণ) ১ যৌবনপ্রাপ্ত; যুবক। ২ সাবালক। পূর্ণবয়স্কা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ণবিকাশ (বিশেষ্য) চরম বিকাশ; পরিপূর্ণ বিকাশ। পূর্ণব্রহ্ম (বিশেষ্য) অখণ্ড ব্রহ্ম; পরম ব্রহ্ম। পূর্নমাত্রা (বিশেষ্য) সম্পূর্ণ পরিমাণ। পূর্ণমাসী (বিশেষ্য) পূর্ণিমা। পূর্ণা (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) পঞ্চমী, দশমী, অমাবস্যা ও পূর্ণিমা-এই চারিটি তিথি। {(তৎসম বা সংস্কৃত) □ পুরি+ত(ক্ত)}
- Bengali Word পূর্ণাবয়ব English definition [পুর্নাবয়ব্] (বিশেষণ) সমস্ত অঙ্গযুক্ত। □ বি পূর্ণ বৃদ্ধিপ্রাপ্ত শরীর। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+অবয়ব}
- Bengali Word পূর্ণাহুতি English definition [পুর্নাহুতি] (বিশেষ্য) যে আহুতির দ্বারা হিন্দুদের যজ্ঞানুষ্ঠান সম্পূর্ণ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+আহুতি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূর্ণায়ু, পূর্ণায়ুঃ English definition [পুর্নায়ু, পুর্নায়ুহ্] (বিশেষণ) ১ সাধারণত মানুষ যত বৎসর পর্যন্ত জীবিত থাকে তত বৎসর পর্যন্ত জীবিত এমন। ২ দীর্ঘজীবী। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+আয়ুঃ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূর্ণিমা English definition [পুর্নিমা] (বিশেষ্য) তিথিবিশেষ, যখন চন্দ্রের সম্পূর্ণ অংশ দৃশ্য হয়। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণি+□ পূর্ণি+□ মা+অ(ক)}
- Bengali Word পূর্ণেন্দু English definition [পুর্নেন্দু] (বিশেষ্য) পূর্ণশশী; পূর্ণিমা তিথির চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+ইন্দু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূর্ণোপমা English definition [পুর্নোপমা] (বিশেষ্য) একটি অর্থালঙ্কার বা কাব্যালঙ্কার; যে উপমায় উপমান উপমেয় সাধারণ ধর্ম ও উপমাবাচক অব্যয় পদাদির উল্লেখ থাকে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+উপমা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূর্ত English definition [পুর্তো] (বিশেষ্য) জনসাধারণের কল্যাণের জন্য জলাশয়াদি খনন এবং পথঘাট ইত্যাদি নির্মাণ। পূর্তবিভাগ (বিশেষ্য) পূর্ত সম্বন্ধীয় কর্মবিভাগ। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ …+ত(ক্ত)}
- Bengali Word পূর্তি, পূর্ত্তি English definition [পুর্তি] (বিশেষ্য) পরিপূর্ণতা; সম্পূর্ণতা; ভরতি। {(তৎসম বা সংস্কৃত) □ পৃ …+তি(ক্ত)}
- Bengali Word পূর্ব, পূরব, পুব English definition [পুর্বো, পুরব, পুব্] (বিশেষ্য) ১ পূর্বদিক। ২ প্রাচীনকাল; অতীতকাল (পূর্বকথিত)। ৩ সম্মুখ; অগ্র (পূর্ববর্তী)। □ (বিশেষণ) ১ প্রথম। ২ জ্যেষ্ঠ। ৩ গত; অতীত; প্রাচীন; পূর্ববর্তী (পূর্বপুরুষ)। ৪ পূর্বদিকস্থ (পূর্ববাংলা); প্রাচ্য। পূর্বক (ক্রিয়াবিশেষণ) ১ পুরঃসর; পুর্বে সম্পন্ন করার পরে (সালামপূর্বক)। ২ সহকারে (প্রীতিপূর্বক)। পূর্বকথিত (বিশেষণ) পূর্বোক্ত; প্রথমোক্ত। পূর্বকায় (বিশেষ্য) নাভির ঊর্ধ্বভাগ; উত্তমাঙ্গ। পূর্বকাল (বিশেষ্য) প্রাচীনকাল; পুরাকাল; অতীতকাল; গত সময়। পুর্বকালীন, পূর্বকালিক (বিশেষ্য) ১ প্রাচীন বা অতীতকালের। □ (বিশেষণ) পূর্ব সময়ের (পূর্বাকালীন বিজ্ঞপ্তি)। পূর্বগামী (-মিন্) (বিশেষণ) সম্মুখে বা অগ্রে গমনকারী; অগ্রগামী; pioneer (পূর্বগামীরা শেষ প্রশ্নের জবাব দিয়ে গেছেন এমন হতেই পারে না-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। পূর্বগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্বজ (বিশেষ্য) ১ অগ্রজ; জ্যেষ্ঠ বা বড় ভাই। ২ পূর্বপুরুষ। পূর্বজন্ম (বিশেষ্য) গতজন্ম; বর্তমান জীবনের পূর্বকালীন জীবন। পূর্বজা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অগ্রজা; জ্যেষ্ঠা ভগিনী; বড় বোন। পূর্বজ্ঞান (বিশেষ্য) পূর্বকালেরপ্রাপ্ত জ্ঞান; অভিজ্ঞতা। পূর্বতন (বিশেষণ) পুর্বকালীন; পূর্বকালের; আগেকার; বিগত। পূর্বদৃষ্ট (বিশেষণ) ১ অগ্রে দৃষ্ট; পূর্বে দেখা হয়েছে এমন। ২ সংঘটিত হওয়ার পূর্বেই ধারণা করা গিয়েছে এমন। পূর্বদৃষ্টি (বিশেষ্য) দূরদর্শিতা; ভবিষ্যৎ দৃষ্টি। পূর্বপক্ষ (বিশেষ্য) ১ অভিযোগ; নালিশ। ২ অভিযোক্তা। ৩ (তর্কশাস্ত্রে) প্রশ্ন; জিজ্ঞাসা; বিচার-বিবেচনার নিমিত্ত উপস্থাপিত বিষয়। ((তুলনীয়) উত্তরপক্ষ)। পূর্বপুরুষ (বিশেষ্য) বংশের পিতৃপিতামহাদি পূর্বগামী ব্যক্তিগণ। পূর্বফল্গুনী (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) নক্ষত্রবিশেষ। পূর্ববৎ অব্য, (ক্রিয়াবিশেষণ) পূর্বের ন্যায়; আগেকার মতো। পূর্ববর্ণিত (বিশেষণ) পূর্বে বিবৃত; প্রথমে কথিত; আগে বর্ণনা করা হয়েছে এমন। পূর্ববর্তী(-তিন্) (বিশেষণ) ১ পূর্বেকার; অতীতের; সেকালের। ২ অগ্রে বা সম্মুখে স্থিত। পূর্ববর্তিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পূর্ববাদ (বিশেষ্য) প্রথম অভিযোগ বা নালিশ; প্রথম আবেদন বা প্রার্থনা। পূর্ববাদী (-দিন্) (বিশেষ্য) প্রথমে অভিযোগকারী বা আবেদনকারী; ফরিয়াদি; বাদী। পূর্বভাদ্রপদ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) নক্ষত্রবিশেষ। পূর্বমীমাংসা (বিশেষ্য) জৈমিনি মুনি রচিত দর্শনশাস্ত্র। ((তুলনীয়) উত্তরমীমাংসা)। পূর্বরঙ্গ (বিশেষ্য) ১ নাটক ইত্যাদির প্রস্তাবনা বা ভূমিকা। ২ শ্রীকৃষ্ণের প্রথম প্রেমানুরাগ (পূর্ব্বরঙ্গ রসোদ্গার মাথুর বিরহ আর হরিভক্তি যাহাতে প্রকাশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। পূর্বরাগ (বিশেষ্য) প্রথম প্রেম বা আসক্তি; নায়ক-নায়িকার পরস্পর দর্শন বা শ্রবণাদি; প্রেম সঞ্চারিত হওয়ার ফলে হৃদ্গত ভাব। পূর্বরাত্র (বিশেষ্য) রাত্রির প্রথম অংশ। পূর্বরাত্রি (বিশেষ্য) বিগত রাত্রি। পূর্বলক্ষন (বিশেষ্য) ভবিষ্যতে ঘটবে এমন বিষয়াদির অতীতকালে প্রাপ্ত সংস্কার। ২ পূর্ব জন্মার্জিত কর্মজনিত গুণ প্রবৃত্তি ও ধারণা। পূর্বসমুদ্র (বিশেষ্য) বঙ্গোপসাগর (বায়ু বহে পূর্ব সমুদ্র হতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পূর্বসূরি (বিশেষ্য) ১ পূর্ববর্তী; অগ্রগামী; অগ্রজ বিদ্বান বা কবি (আমরাও মানব বা বটে যে আমাদের অদ্বিতীয় অভিমত পূর্বসূরীদের প্রতিধ্বনি-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ সম পেশার পূর্ববর্তী গণ্য/খাত ব্যক্তিগণ (অশুদ্ধ প্রয়োগজাত, অর্থান্তরে)। {(তৎসম বা সংস্কৃত) □ পূর্ব্+ অ(অচ্)}