প পৃষ্ঠা ৮১
- Bengali Word পুষ্প English definition [পুশ্পো] (বিশেষ্য) ১ ফুল; কুসুম। ২ স্ত্রীরজ। ৩ নেত্ররোগবিশেষ। পুষ্পক, পুষ্পরথ (বিশেষ্য) হিন্দুপুরাণে বর্ণিত আকাশচারী রথবিশেষ। পুষ্পকেতন, পুষ্পকেতু, পুষ্পধন্বা, পুষ্পধন্বন্ (বিশেষ্য) কন্দর্প; মদন। পুষ্পচাপ, পুষ্পধনু, পুষ্পধনুঃ(-ধনুস্) (বিশেষ্য) ১ কুসুমনির্মিত কন্দার্পের ধনুক। ২ কন্দর্প। পুস্পজীবী(-বিন্) পুস্পনির্যাস, পুষ্পসার (বিশেষ্য) ১ ফুলের রস বা আতর। ২ পুষ্পমধু। পুষ্পপত্র, পুষ্পপল্লব (বিশেষ্য) ১ ফুল ও পাতা। ২ ফুলের পাপড়ি। পুষ্পপাত্র (বিশেষ্য) ১ ফুল রাখার পাত্র। ২ ফুলদান। পুষ্পবতী (বিশেষণ) ১ পুষ্পে পূর্ণ সজ্জিত বা শোভিত। ২ রজঃস্বলা (কত দিনে সাধুর বনিতা পুষ্পবতী-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। পুষ্পবাণ, পুষ্পশর (বিশেষ্য) ১ পুষ্পনির্মিত কন্দর্পের তীর; কন্দর্পের কুসুম শর। ২ মদন। পুষ্পবৃষ্টি (বিশেষ্য) পুষ্পবর্ষণ; ফুল ছড়ানো। পুষ্পমঞ্জরি (বিশেষ্য) পুষ্প-মুকুল। পুষ্পমাস (বিশেষ্য) মধুমাস; বসন্তকাল। পুষ্পরজ, পুষ্পরেণু (বিশেষ্য) ফুরের রেণু বা পরাগ। পুষ্পরথ (বিশেষ্য) প্রমোদবিহারের জন্য পুষ্প দ্বারা সজ্জিত রথবিশেষ (হাঁস চলেছে আকাশ পথে, হাসছে কারা পুষ্পরথে-সত্যেন্দ্রনাথ দত্ত)। পুষ্পরস (বিশেষ্য) ১ ফুলের নির্যাস; পুষ্পসার। ২ পুষ্পমধু। পুষ্পরাগ (বিশেষ্য) পদ্মরাগ মণি; পীতবর্ণ মণিবিশেষ; পোখরাজ। পুষ্পল (বিশেষণ) পুষ্পময়; কুসুমিত (তবু সে পুষ্পল-সুফিয়া কামাল)। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্প্+অ(অচ্)}
- Bengali Word পুষ্পাঞ্জলি English definition [পুশ্পান্জোলি] (বিশেষ্য) ১ অঞ্জলি ভরা ফুল। ২ হিন্দুদের দেবার্চনাকালে মন্ত্রপাঠের সঙ্গে দেবতার উদ্দেশে প্রদত্ত অঞ্জলিপুর্ণ পুষ্প। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+অঞ্জলি; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পুষ্পাভরণ English definition [পুশ্পাভরোন্] (বিশেষ্য) পুষ্পনির্মিত গহনা। পুষ্পভরণা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ফুলের অলঙ্কারে ভূষিতা; ফুলসাজে সজ্জিতা (সে পুষ্পাভরণা কোথায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+আভরণ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পুষ্পাসব English definition [পুশ্পাশব্] (বিশেষ্য) ফুলের মধু; পুষ্পমধু (কোথা পাব পুষ্পাসব-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+আসব; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পুষ্পিকা English definition [পুশ্পিকা] (বিশেষ্য) গ্রন্থের প্রতিটি পরিচ্ছেদের সমাপ্তিসূচক উক্তি ও ভণিতা (লেখকের নাম) প্রদান। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word পুষ্পিত English definition [পুশ্পিতো] (বিশেষণ) কুসুমিত; পুষ্পযুক্ত; ফুল ধরেছে এমন (মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। পুষ্পিতা (বিশেষণ) ১ কুসুমিতা (পুষ্পিতা লতা)। ২ ঋতুবতী (পুষ্পিতা যাবত নয়, তাবত পুরুষে ভয়, রহে সয়ে তাবত কামনা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+ইত(ইতচ্)}
- Bengali Word পুষ্পোদ্যান English definition [পুশ্পোদ্দান্] (বিশেষ্য) পুস্প-মালঞ্চ; ফুলের বাগান। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প+উদ্যান; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পুষ্যা English definition [পুশ্শা] (বিশেষ্য) (জ্যোতিষ শাস্ত্র) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পুষ্+য(ক্যপ্)+আ}
- Bengali Word পুষ্যি English definition [পুশ্শি] (বিশেষণ) ১ পালনীয়; পোষণীয়। ২ দত্তক (খোকাকে পুষ্যি নিয়ে এরা রাজগদি দিতে চাইছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) প্রতিপাল্য বা পালনীয় (বৃহৎ পুষ্যি)। {(তৎসম বা সংস্কৃত) পোষ্য>}
- Bengali Word পুসিদা English definition ⇒ পুশিদা
- Bengali Word পুস্ত English definition [পুস্তো] (বিশেষ্য) বংশ বা পুরুষ-পরম্পরা (আমির আলির ছেলে-পিলে নাতি পুতি পুস্তের পর পুস্ত তার শাস্তি ভোগ করিয়া যাইতেছে-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) পুশ্ত}
- Bengali Word পুস্তক English definition [পুস্তক্] (বিশেষ্য) গ্রন্থ; বই। পুস্তকাগার (বিশেষ্য) গ্রন্থাগার। পুস্তিকা, পুস্তী (বিশেষ্য) ক্ষুদ্র পুস্তক। পুস্তকালয় (বিশেষ্য) বইয়ের দোকান; বই বিক্রয়ের দোকান। {(তৎসম বা সংস্কৃত) □ পুস্ত্+অ(ঘঞ্)+ক(কন্)}
- Bengali Word পুস্তনি, পুস্তানি English definition [পুস্তোনি, পুস্তানি] (বিশেষ্য) পুস্তকের পুরু ও শক্ত কাগজের তৈরি অমুদ্রিত প্রথম ও শেষ পৃষ্ঠা, যার সঙ্গে বইয়ের মলাট আটকানো হয়। {(ফারসি) পুশ্ত্+(বাংলা) নি}
- Bengali Word পুস্তা, পুস্তান English definition [পুস্তা, পুস্তান্] (বিশেষ্য) ১ অবলম্বন; আশ্রয়; ঠেস। ২ সহায়। ৩ পোস্তা। ৪ পুস্তক বাঁধার সময়ে তার পিঠে আড়ভাবে যে মোটা সুতা যুক্ত করা হয়। {(ফারসি) পুশ্তাহ}
- Bengali Word পুস্তিন, পুস্তীন English definition [পুস্তিন্, পুস্তানি] (বিশেষ্য) চামড়ার জামা; চর্মনির্মিত কোট। {(ফারসি) পূস্তীন}
- Bengali Word পুহপ (ব্রজবুলি) English definition [পুহপ] (বিশেষ্য) ফুল (জনি গাঁথনি পুহপ মালা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্প>}
- Bengali Word পুৎ, পুত English definition [পুত্] (বিশেষ্য) ১ পুত্র; ছেলে; সন্তান; বেটা। ২ হিন্দু শাস্ত্রোক্ত নরকবিশেষ। পুতন্তী (বিশেষণ) পুত্রবতী। পুতী (বিশেষ্য) পৌত্রী। {(তৎসম বা সংস্কৃত) পুত্র>(প্রাকৃত)পুত্ত>}
- Bengali Word পুড়ন English definition ⇒ পোড়
- Bengali Word পুড়নি English definition ⇒ পোড়নি
- Bengali Word পুড়া, পুড়ান, পুড়ানো English definition ⇒ পোড়া