প পৃষ্ঠা ৮০
- Bengali Word পুরোযায়ী (-য়িন্) English definition [পুরোজায়ি] (বিশেষণ) প্রবর্তক; অগ্রগামী; pioneer (পুরোযায়ী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+যায়ী}
- Bengali Word পুরোহিত, পুরুত, পুরুৎ English definition [পুরোহিত্, পুরুত্, পুরুৎ] (বিশেষ্য) ১ হিন্দু সমাজে গৃহস্থের কল্যাণের জন্য যে যাজক দেবার্চনাদি করেন; যজনকর্তা; ঋত্বিক। ২ কোনো কাজ বা অনুষ্ঠানের মুখ্য ব্যক্তি; সভাপতি (তাঁর পৌরোহিত্যে সভার কাজ সুসম্পন্ন হয়)। {(তৎসম বা সংস্কৃত) পুরস্+হিত}
- Bengali Word পুর্ণানন্দ English definition [পুর্নানন্দো] (বিশেষ্য) ১ পরিপূর্ণ বা সম্পূর্ণ আনন্দ; অত্যধিক হর্ষ। ২ আনন্দময় পরমেশ্বর। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণ+আনন্দ}
- Bengali Word পুর্বাধিকার English definition [পুর্বাধিকার্] (বিশেষ্য) ১ প্রথম অধিকার; পূর্বে প্রাপ্ত অধিকার। ২ আগেকার স্বত্ব। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অধিকার}
- Bengali Word পুর্বোদ্ধ্ত English definition [পুর্বোদ্ধৃতো] (বিশেষণ) পূর্বে উদ্ধৃত; অগ্রে উল্লিখিত। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+উদ্ধৃত; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পুল, পোল English definition [পুল্, পোল্] (বিশেষ্য) সেতু; সাঁকো; bridge। {(ফারসি) পুল}
- Bengali Word পুলক English definition [পুলক্] (বিশেষ্য) ১ রোমঞ্চ; শিহরণ; কম্পন (ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আনন্দ; হর্ষ (ধরণীর সর্বাঙ্গের পুলক প্রবাহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। পুলকিত (বিশেষণ) ১ রোমঞ্চিত। ২ আনন্দিত; উল্লাসিত; হর্ষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) □ পুল্+অ(ক)+ক(কন্)}
- Bengali Word পুলটিস English definition [পুল্টিশ্] (বিশেষ্য) ক্ষত বা ব্রণাদিতে লাগাবার উষ্ণ মলম; গরম প্রলেপ (একটু গুড় মিশাইয়া পুলটিসের মত একটা দ্রব্য তৈয়ারী করিয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) poultice}
- Bengali Word পুলি ১, পুলী English definition [পুলি] (বিশেষ্য) এক প্রকার পিঠা (ক্ষীরপুলি, চন্দ্রপুলি)। {(তৎসম বা সংস্কৃত) পোলিকা>}
- Bengali Word পুলি ২ English definition [পুলি] (বিশেষ্য) আন্দামান দ্বীপপুঞ্জের ব্লেয়ার নগর, যেখানে ইংরেজ আমলে অপরাধীকে নির্বাসন-দণ্ডে পাঠানো হতো। পুলিপোলাও (বিশেষ্য) নির্বাসন-দণ্ড; দ্বীপান্তর (তার পুলিপোলাও হয়েছে)। {(ইংরেজি) port Blair}
- Bengali Word পুলিন English definition [পুলিন্] (বিশেষ্য) ১ নদী; সাগর। ২ সৈকত; তট; চরা (যমুনা পুলিন)। {(তৎসম বা সংস্কৃত) □ পুল্+ইন(ইনন্)}
- Bengali Word পুলিন্দ English definition [পুলিন্দো] (বিশেষ্য) ম্লেচ্ছ জাতিবিশেষ (পুলিন্দ কিরাত কোল হাটেতে বাজায় ঢোল-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পুল্+ইন্দ(কিন্দচ্)}
- Bengali Word পুলিন্দা English definition [পুলিন্দা] (বিশেষ্য) পুঁটলি; গাঁঠরি; মোট; বাণ্ডিল (হোটেলের পোর্টার আমাকে একটি ছোট পুলিন্দা দিল-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) পুলবন্দাহ; (তৎসম বা সংস্কৃত) □ পুল্>}
- Bengali Word পুলিশ, পুলিস English definition [পুলিশ্] (বিশেষ্য) শান্তিরক্ষা বিভাগের কর্মচারী; অপরাধীকে ধরা বা অপরাধ নিবারণের জন্য নিয়োজিত সরকারি বিভাগ; কোতোয়াল। চোরের মন পুলিশ, পুলিশ-পুলিশের ভয়ে চোরের মন সর্বদা আতঙ্কিত। পুলিশ স্টেশন (বিশেষ্য) থানা। পুলিশ ইনস্পেক্টর (বিশেষ্য) পুলিশের পদস্থ ব্যক্তি; কোতোয়াল; police inspector। পুলিশ কনস্টেবল (বিশেষ্য) পুলিশের নিম্নপদস্থ কর্মচারী; সিপাই; police constable। পুলিশ কমিশনার (বিশেষ্য) পুলিশের বড় কর্তা বা প্রধান কর্মকর্তা; police commissiner। পুলিশ সুপারিনটেনডেণ্ড (বিশেষ্য) জেলার পুলিশের প্রধান কর্মকর্তা; S.P.; superintendent of police। {(ইংরেজি) police}
- Bengali Word পুলী English definition ⇒ পুলি১
- Bengali Word পুশিদা, পুশীদা English definition [পুশিদা] (বিশেষণ) গোপন; লুকানো; অন্তরালবর্তী; গুপ্ত। পর্দাপুশিদা (ক্রিয়া) পর্দানশিনতা। {(ফারসি) পুর্শীদাহ}
- Bengali Word পুষ্কর English definition [পুশ্কর্] (বিশেষ্য) ১ পদ্ম; কমল। ২ পদ্মকোষ। ৩ পানি (কতকাল পান কৈল কেবল পুষ্কর-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। ৪ মেঘের নাম (আবর্ত্ত পুষ্কর মেঘ ডাকিতে ডাকিতে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৫ আজমিরের নিকটবর্তী হ্রদ যা একটি হিন্দু তীর্থ। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+কর(করন্)}
- Bengali Word পুষ্করিণী English definition [পুশ্কোরিনি] (বিশেষ্য) পুকুর; দিঘি; সরোবর। {(তৎসম বা সংস্কৃত) পুষ্কর+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পুষ্ট English definition [পুশ্টো] (বিশেষ্য) ১ পোষিত; প্রতিপালিত (পরপুষ্ট)। ২ বর্ধিত। ৩ নধর; স্থূল। ৪ পাকা; সুপক্ব। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+ত(ক্ত)}
- Bengali Word পুষ্টি English definition [পুশ্টি] (বিশেষ্য) ১ পোষণ; পালন; প্রতিপালন; বর্ধন। ২ বৃদ্ধি; বাড়। ৩ স্থূলতা; মোটাসোটার ভাব। ৪ পরিণতি। পুষ্টিকর (বিশেষণ) পুষ্টি দান করে এমন। {(তৎসম বা সংস্কৃত) □ পুষ্+তি(ক্তি)}