প পৃষ্ঠা ৮৪
- Bengali Word পূর্বাচল, পূর্বাদ্রি English definition [পুর্বাচল্, পূর্বাদ্দ্রি] (বিশেষ্য) উদয়গিরি; উদয়াচল; পূর্বদিকের পর্বত। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অচল, অদ্রি}
- Bengali Word পূর্বাপর English definition [পুর্বাপর্] (বিশেষণ) ১ আনুপূর্বিক; প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া (পুর্বাপর বৃত্তান্ত)। ২ পূর্ব ও পশ্চিম। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অপর; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word পূর্বাপেক্ষা English definition [পুর্বাপেক্খা] (অব্যয়) আগের চেয়ে উৎকর্ষাপকর্ষবোধক; আগেকার চেয়ে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অপেক্ষা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পূর্বাবধি English definition [পুর্বাবোধি] (অব্যয়) আগে থেকে; পূর্ব থেকে। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অবধি}
- Bengali Word পূর্বাভাষ English definition [পুর্বাভাশ্] (বিশেষ্য) ১ ভবিষ্যৎ বিষয় বা ঘটনাবলির চিহ্ন; পূর্বলক্ষন; সূচনা; আরম্ভ। ২ ভূমিকা; মুখবন্ধ সূচনা। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+আভাষ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পূর্বাভাস English definition [পুর্বাভাশ্] (বিশেষ্য) ১ আভাস। ২ ভাবী ঘটনার সংকেত বা ইঙ্গিত। ৩ ভবিষ্যৎ বিষয়। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+আভাস}
- Bengali Word পূর্বাশা, পূর্ব্বাশা English definition [পুর্বাশা] (বিশেষ্য) পূর্বদিক। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+আশা}
- Bengali Word পূর্বাষাঢ়া English definition [পুর্বাশাড়া] (জ্যোতির্বিজ্ঞান) (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+আষাঢ়া}
- Bengali Word পূর্বাহ্ন English definition [পুর্বান্হো] (বিশেষ্য) দিবসের প্রথম ভাগ; প্রভাতবেলা। পূর্বাহ্ণিক (বিশেষণ) দিনের প্রথমভাবে করণীয়; পূর্বাহ্নে করা উচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অহ্ন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word পূর্বিতা English definition [পুর্বিতা] (বিশেষ্য) অগ্রে বিবেচিত হবার উপযুক্ততা; পূর্বে গণ্য হওয়ার যোগ্যতা। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+ইত(ইতচ্)+আ(টাপ্)}
- Bengali Word পূর্বোক্ত English definition [পুর্বোক্তো] (বিশেষণ) পূর্বোল্লিখিত; আগে বলা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পুর্ব+উক্ত; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word পূলি, পূলিকা English definition [পুলি, পুলিকা] (বিশেষ্য) পিঠাপুলি। {(তৎসম বা সংস্কৃত) □ পূল্>}
- Bengali Word পূষণ English definition [পুশন্] (বিশেষ্য) সূর্য; আদিত্য। {(তৎসম বা সংস্কৃত) পূষন্(পূষা)> (সম্বোধন (একবচন)}
- Bengali Word পূষা English definition [পুশা] (বিশেষ্য) সূর্য; তপন (প্রভাত প্রসন্ন আশা প্রকাশ পাইলে পূষা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) □ পূষ্+অন্(কনিন্, কন্); পূষন্ (১মা (একবচন))}
- Bengali Word পৃক্কা English definition [পৃক্কা] (বিশেষ্য) পিড়িংশাক। {(তৎসম বা সংস্কৃত) পৃক্কা}
- Bengali Word পৃক্ত English definition [পৃক্তো] (বিশেষণ) সিক্ত; ভেজা; সম্পৃক্ত (চরণ অলক্ত লুক্ত পৃক্ত রেণুদলে-হেম)। ২ মিশ্রিত। ৩ সম্পর্কিত; সম্বন্ধীয়। পৃক্তি (বিশেষ্য) ১ সংলগ্নতা সম্পর্কে সংযোগ। (তুলনীয়) সম্পৃক্ত। {(তৎসম বা সংস্কৃত) □ পৃচ্+ত(ক্ত)}
- Bengali Word পৃচ্ছা English definition [পৃচ্ছা] (বিশেষ্য) প্রশ্ন; জিজ্ঞাসা। {(তৎসম বা সংস্কৃত) প্রচ্ছ্+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word পৃথক English definition [পৃথক্] অব্য, (বিশেষণ) ১ তফাত; ফারাক। ২ স্বতন্ত্র; ভিন্ন; আলাদা; অন্য। পৃথক্করণ, পৃথকীকরণ (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষ্য) স্বতন্ত্রকরণ; ভিন্নকরণ। পৃথক্কৃত, পৃথকীকৃত (অশুদ্ধ কিন্তু প্রচলিত) (বিশেষণ) স্বতন্ত্রীকৃত; আলাদাকৃত। {(তৎসম বা সংস্কৃত) □ পৃথ্+অক(ণ্বুল্)}
- Bengali Word পৃথগন্ন English definition [পৃথগন্নো] (বিশেষ্য), (বিশেষণ) এক বাড়িতে বাস করেও পরিবারের কোনো সদস্য যখন খাওয়া-পরার আলাদা ব্যবস্থা করে তাকে পৃথগন্ন বলে; যে একান্নবর্তী নয়। {(তৎসম বা সংস্কৃত) পৃথক+অন্ন}
- Bengali Word পৃথগ্বিধ, পৃথগ্বিধ English definition [পৃথগ্বিধো] (বিশেষণ) ১ অন্যবিধ; স্বতন্ত্র প্রকার। ২ বিভিন্ন প্রকার। {(তৎসম বা সংস্কৃত) পৃথক+বিধ}