প পৃষ্ঠা ৮৬
- Bengali Word পেঁচোয়া English definition ⇒ পেঁচাও
- Bengali Word পেঁজা, পিঁজা English definition [পেঁজা, পিঁজা] (বিশেষ্য) ১ তুলা বা তুলাজাতীয় দ্রব্যাদির আঁশ ধুনে বা টেনে আলাদা করা। ২ উক্ত অর্থে। ৩ যার আঁশ পৃথক করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) □ পিন্জ্>}
- Bengali Word পেঁটরা, প্যাঁটরা English definition ⇒ পেটরা
- Bengali Word পেঁদানো (অশি.) English definition প্যাঁদানো (অশি.) [প্যাঁদানো] (ক্রিয়া) গুরুতরভাবে প্রহার করা; বেদম প্রহার দেওয়া। পেঁদানি, প্যাঁদানি (বিশেষ্য) গুরুতর প্রহার। {(তৎসম বা সংস্কৃত) পিণ্ড>পেঁদ(পাছা বা নিতম্ব)+আনো}
- Bengali Word পেঁনপেঁন (মধ্যযুগীয় বাংলা) English definition [প্যাঁন্ প্যাঁন্] (বিশেষ্য) অনবরত অশ্রুপাত; ক্রমাগত ক্রন্দন (পেঁনপেঁন সারাটা দিনই-গোবিন্দদাস)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পেঁপে English definition [পেঁপে] (বিশেষ্য) এক প্রকার সুস্বাদু ফলবিশেষ। {(পর্তুগিজ) papaya}
- Bengali Word পেঁড়া English definition ⇒ পেড়া১ ও পেড়া২।
- Bengali Word পেঁয়াজ English definition ⇒ পিয়াজ
- Bengali Word পেকাটি English definition ⇒ পেঁকাটি
- Bengali Word পেকাম্বর (মধ্যযুগীয় বাংলা) English definition [পেকাম্বর্] (বিশেষ্য) পয়গম্বর (বিষ্ণু হৈলা পেকাম্বর-র্যাপ)। {(ফারসি) পয়গম্বার}
- Bengali Word পেকে English definition [পেকে] (বিশেষ্য) ১ মইয়ের ধাপ। ২ তালপাতার টুপি; টেকো। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পেখন English definition [পেখন] (ব্রজবুলি) (বিশেষ্য) দর্শন; সাক্ষাৎ (সজনি ভাল করি পেখন না ভেল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) প্রেক্ষণ>}
- Bengali Word পেখম, পাখম, প্যাখম English definition [পেখম্, পাখম্, প্যাখম্] (বিশেষ্য) ময়ূরাদি পাখির বিস্তৃত পালক বা পুচ্ছ (অনেক বলা কওয়াতে ময়ূর পাখম খুরে দেখালেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। পেখমধরা, পেখম ফুলানো (ক্রিয়া) ১ ময়ূরপুচ্ছ বিস্তার করা। ২ ময়ূরপুচ্ছের মতো মনোরম সাজসজ্জা করা। ৩ (আলঙ্কারিক) উৎফুল্ল বা আহ্লাদিত হয়ে ওঠা। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ্মন্>}
- Bengali Word পেখা English definition [পেখা] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) দেখা; দর্শন করা; নিরীক্ষণ করা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ইক্ষ্>(প্রাকৃত)পেক্খ>}
- Bengali Word পেগম্বর English definition [পেগম্বর্] (বিশেষ্য) পয়গম্বর (জপে পীর পেগম্বরে-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {(ফারসি) পয়গম্বার}
- Bengali Word পেঙ্গুইন, পেঙ্গু English definition [পেঙ্গুইন, পেঙ্গু] (বিশেষ্য) আন্টার্কটিকা মহাদেশের সামুদ্রিক পাখিবিশেষ (সেখানে পেঙ্গু পাখিরা বরফের বাসায় ডিম পাড়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) penguin}
- Bengali Word পেচক English definition ⇒ পেঁচা
- Bengali Word পেচ্ছাব English definition [পেচ্ছাব্] (বিশেষ্য) প্রস্রাব। {(তৎসম বা সংস্কৃত) প্রস্রাব>}
- Bengali Word পেছ-পা English definition ⇒ পিছ-পা
- Bengali Word পেছনো English definition ⇒ পিছানো