প পৃষ্ঠা ৮৭
- Bengali Word পেছু English definition ⇒ পাছু
- Bengali Word পেজ English definition [পেজ্] (বিশেষ্য) বইয়ের পৃষ্ঠা। {(ইংরেজি) page}
- Bengali Word পেজমি, পেজোমি, পেজমো English definition [পেজোমি, পেজোমি, পেজোমো] (বিশেষ্য) পাজির মতো ব্যবহার; নষ্টামি; দুর্বৃত্ততা। {(ফারসি) পাজি+(বাংলা) আমি}
- Bengali Word পেজি English definition [পেজি] (বিশেষণ) পৃষ্ঠাযুক্ত (আটপেজি কর্মা, ষোলোপেজি ফর্মা)। {(ইংরেজি) page+(বাংলা) ই}
- Bengali Word পেট ১ English definition [পেট্] (বিশেষ্য) ১ ফুসফুস ও হৃৎপিণ্ডের নিম্নস্থ অঙ্গ; উদর; জঠর। ২ গর্ভ (পেটে ধরা, পেট হওয়া)। ৩ পাকস্থলী (জলটুকুও পেটে থাকছে না)। ৪ মন (পেটের কথা)। ৫ উদরান্ন (পেট চালানো দায়)। পেটআঁটা (ক্রিয়া) কোষ্ঠকাঠিন্য হওয়া। পেট কামাড়ানো (ক্রিয়া) ১ পেট যন্ত্রণা হওয়া। ২ বাহ্যের বেগ হওয়া। ৩ (আলঙ্কারিক) গোপনীয় কিছু প্রকাশ করার জন্য ব্যস্ত হওয়া। পেট খসা (ক্রিয়া) গর্ভচ্যুত হওয়া; গর্ভপাত হওয়া। পেট নামা, পেট নামানো (ক্রিয়া) উদরাময় হওয়া; পাতলা দাস্ত হওয়া। পেটপোড়া (বিশেষ্য) গর্ভনিরোধক কবিরাজি ঔষধ। পেটফাঁপা (ক্রিয়া) পেটে বায়ু হওয়া। পেট ফুলা (ক্রিয়া) অত্যধিক আহারে পেট স্ফীত হওয়া। পেট ফুলে কোলা ব্যাঙ (ক্রিয়া) পেট ফুলে বড় জালার মতো হওয়া (টাকায় পেট ফুলিয়া কোলা-এয়াকুব আলী চৌধুরী)। পেট ভরা (ক্রিয়া) আহার দ্বারা ক্ষুধা দূর হওয়া। পেট ভাতা, পেটে ভাতে (বিশেষ্য) মজুরি বাবত কেবল পেট ভরবার মতো অন্ন লাভ। □ (ক্রিয়াবিশেষণ) কেবল খেতে পেয়ে বা খেতে দিয়ে বিনা বেতনে (পেটভাতা খাটানো)। পেটমরা (বিশেষণ) বেশি খেতে পারে না এমন। পেটমোটা (বিশেষণ) ভুঁড়িযুক্ত (পেটমোটা লোক)। পেটরোগা (বিশেষণ) উদরাময় রোগগ্রস্ত; দুর্বল হজমবিশিষ্ট। পেটসর্বস্ব (বিশেষণ) ভোজনবিলাসী; পেটুক। পেট হওয়া (ক্রিয়া) গর্ভ সঞ্চার হওয়া; অন্তঃসত্ত্বা হওয়া। পেটে আসা (ক্রিয়া) গর্ভে জন্ম নেওয়া (তুই আমার পেটে কেন এসেছিলি)। পেটে খিদে মুখে লাজ-মনে প্রবল বাসনা থাকলেও লজ্জাবশত প্রকাশ করতে না পারা। পেটে খেলে পিঠে সয়-লাভ হলে কষ্ট সহ্য করা যায়। পেটে তলানো (ক্রিয়া) হজম হওয়া। পেটে থাকা (ক্রিয়া) ১ হজম হওয়া। ২ মনে গোপন থাকা (এত সুসংবাদ তোমার পেটে ছিল-দীনবন্ধু মিত্র)। পেটে ধরা (ক্রিয়া) গর্ভে ধারণ করা। পেটে পেটে (ক্রিয়াবিশেষণ) গোপনে। পেটে বোমা মারলেও কিছু বের না হওয়া (বিশেষ্য) পেটে কোনো বিদ্যা না থাকা। পেটের কথা (বিশেষ্য) অন্তরের কথা; মনের গোপন খবর। পেটের জ্বালা, পেটের দায়-ক্ষুধার তাড়না; বুভুক্ষার পীড়ন। পেটের ভাত চাল হওয়া-অত্যন্ত দুর্ভাবনাযুক্ত বা ভীত হওয়া। পেটের ভিতর হাত পা সেঁধে যাওয়া/হাত পা সেঁধুনো-কিংকর্তব্যবিমূঢ় হওয়া; অতি ভয়ে বা লজ্জায় জড়সড়। পেটের শত্রু (বিশেষ্য) যে সন্তান জননীর দুঃখের কারণ। পেটে সওয়া (ক্রিয়া) হজম করতে সক্ষম হওয়া; ভক্ষিত দ্রব্যাদি উদরে সহ্য হওয়া (কুকুরের পেটে ঘি সয় না)। খালিপেট (বিশেষ্য) অনাহারে শূন্য উদর; ক্ষুধার্ত অবস্থা। তলপেট (বিশেষ্য) নাভির নিম্নস্থ উদরাংশ; নাভি ও মূত্রাশয়ের মধ্যবর্তী দেহাংশ। নাদাপেট জালার মতো স্ফীত উদর বা ভুঁড়ি। ভরাপেট (বিশেষ্য) আহারপুষ্ট উদর। {(তৎসম বা সংস্কৃত) □ পিট্+অ(ঘঞ্)}
- Bengali Word পেট ২, পেটক, পেটিকা, পেটী English definition [পেট্, পেটক্, পেটিকা, পেটি] (বিশেষ্য) পেটরা; ঝাঁপি (শিশুকে সহস্র সুবর্ণ সহিত পেটকের মধ্যগত করিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পিট্+অ(ঘঞ্)}
- Bengali Word পেটা ১, পিটা English definition [পেটা, পিটা] (ক্রিয়া) ১ প্রহার করা; আঘাত করা (জুতাপেটা করা)। ২ আঘাত করে বাজানো (ঢোল পেটা)। □ (বিশেষ্য) ১ উক্ত সকল অর্থে। ২ পুনঃপুন আঘাত দ্বারা পাত করা হয়েছে এমন; পিষ্ট (পেটা লোহা)। □ (বিশেষণ) ১ পিটিয়ে বাজানো হয় এমন (পেটা ঘড়ি)। ২ শক্ত ও সুঠাম (পেটা শরীর)। পেটাই (বিশেষ্য) পেটার কাজ (লোহা পেটাই করা)। পেটানো, পিটুনি (বিশেষ্য) ১ প্রহার। ২ আঘাত। □ (ক্রিয়া) পেটা; আঘাত দেওয়া। ২ প্রহার করা; মারা। ৩ পরের দ্বারা আঘাত বা প্রহার করানো। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {□ পিট্+আ}
- Bengali Word পেটা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [পেটা] (বিশেষ্য) ১ পরামর্শ। ২ সকাতর প্রার্থনা (কন্যার পেটা-মানিক রাজার গান)। {□ পিট্+আ}
- Bengali Word পেটাই, পেটাও English definition [পেটাই, পেটাও] (বিশেষ্য) পিটন; পিট্টি; প্রহার। {□ পিট্>}
- Bengali Word পেটাও English definition ⇒ পেটোয়া
- Bengali Word পেটাঙ্গি English definition [পেটাঙ্গি] (বিশেষ্য) হাতাহীন আংরাখা জামা (জহর কোট জাতীয়) (পেটাঙ্গি গায় করে দণ্ডবৎ নমস্কার-কৃষ্ণদাস কবিরাজ)। {পেট+অঙ্গ+ই}
- Bengali Word পেটারি, পিটারি English definition [পেটারি, পিটারি] (বিশেষ্য) ১ বাঁশ, বেত প্রভৃতি দ্বারা তৈরি বাক্সবিশেষ (নিবন্ধ বন্ধনে শুকবর বন্দী হৈল, পাখাশূন্য করিয়া পেটারি মাঝে থুইল-সৈয়দ আলাওল)। ২ ঝাঁপি; তোরঙ্গ; পেটরা। {(তৎসম বা সংস্কৃত) পেটক>}
- Bengali Word পেটি, পেটী ১ English definition [পেটি] (বিশেষ্য) ১ মাছের পেটের অংশ (দেখি চিতলের পেটা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ২ কোমরবন্ধ; উদরবন্ধনী; belt। {পেট+ই}
- Bengali Word পেটিকা, পেটী ২ English definition ⇒ পেট২
- Bengali Word পেটিকোট English definition [পেটিকোট্] (বিশেষ্য) সায়া। {(ইংরেজি) petty+coat}
- Bengali Word পেটুক English definition [পেটুক্] (বিশেষণ) ঔদরিক; উদরপরায়ণ; বেশি খায় এমন; ভোজন+বিলাসী। {পেট+উক}
- Bengali Word পেটেন্ট English definition [পেটেন্ট্] (বিশেষ্য) ১ সরকার থেকে প্রাপ্ত সনদ বা আদেশপত্রের দ্বারা প্রস্তুত বা বিক্রয়ের একচেটিয়া অধিকার। ২ সরকারি সনদের বলে সংরক্ষিত হয়েছে যে স্বত্ব। ৩ একঘেয়ে; বৈচিত্রশূন্য (পেটেন্ট রসিকতা)। {(ইংরেজি) patent}
- Bengali Word পেটেল English definition [পেটেল্] (বিশেষ্য) গ্রামের মোড়ল। {(হিন্দি) পেটেল}
- Bengali Word পেটো ১ English definition [পেটো] (বিশেষণ) ১ পাটজাত; পাটনির্মিত। ২ পাটসংক্রান্ত। {পাট+উয়া=পাটুয়া>পেটো}
- Bengali Word পেটো ২ English definition [পেটো] (বিশেষ্য) ১ কলাগাছের বাকলা বা খোলা। ২ কপালের উপর পাতার ন্যায় কেশবিন্যাস (পেটো পাড়া)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}