ব পৃষ্ঠা ১৩
- Bengali Word বনাবনি, বনিবনাও, বনিবনাত, বনাবন্তি English definition [বনাবোনি, বোনিবনাও, বোনিবনাত, বোনিবোন্তি] (বিশেষ্য) মনে-মতে মিলমিশ; সদ্ভাব; বনিবনা (তাদের মধ্যে বনাবনি নেই)। {বনা+অবনা+ই; বনা+বনতি}
- Bengali Word বনাম English definition [বনাম্] (অব্যয়) ১ বিরুদ্ধে; বিরুদ্ধ পক্ষে (মোহামেডান স্পোটিং বনাম আবাহনী দল)। ২ ওরফে; alias; নামান্তর। {(ফারসি) বনাম}
- Bengali Word বনারস English definition [বনারস্] (বিশেষ্য) কাশী। বনারসি, বনারসী (বিশেষণ) বনারসীতে উৎপন্ন। □ (বিশেষ্য) ‘বনারসী’ নামক উৎকৃষ্ট শাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বারাণসী>(বর্ণবিপর্যয়ে) বনারসী}
- Bengali Word বনি ১ English definition [বোনি](বিশেষণ) সজ্জিত (আগুনে কুসুমে বনি রাই-গোবিন্দদাস)। □ (ক্রিয়াবিশেষণ) ১ সাজ করে। ২ প্রস্তুত বা তৈরি হয়ে। {(হিন্দি) বনি}
- Bengali Word বনি ২ English definition [বোনি] (বিশেষ্য) জাতি; সম্প্রদায়; বংশ (বনি ইসরাইল, বনি আদম)। {(আরবি) বনি}
- Bengali Word বনিক English definition ⇒বণিক
- Bengali Word বনিজ, বণিজ English definition [বোনিজ্] (বিশেষ্য) হাট (পুষ্পের বনিজে যেন গুঞ্জে অলিকুল-কাজী দৌলত)। বনিজার, বণিজার (বিশেষ্য) বণিক (যবে বনিজার মিলিয়া পশার বিকিকিনি করে বাটে-সৈয়দ আলাওল; চিতাওর দেশ হইতে এক বণিজার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বণিজ্>}
- Bengali Word বনিত English definition [বোনিতো] (বিশেষণ) ১ প্রার্থিত। ২ সেবিত। {(তৎসম বা সংস্কৃত) বন্+ইত(ইতচ্)}
- Bengali Word বনিতা, বণিতা English definition [বোনিতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ স্ত্রী; পত্নী (নও নারী ছিল মোহাম্মদের বণিতা-হেয়াত মাহমুদ)। ২ নারী; ভার্যা (সে জগতের বনিতাই হচ্ছে স্বর্গ-প্রাচৌ)। ৩ প্রিয়া; প্রেয়সী। {(তৎসম বা সংস্কৃত) বন (যাচ্ঞা)+ইত(ইতচ্)+আ(টাপ্)}
- Bengali Word বনিয়াদ, বুনিয়াদ, বনেদ English definition [বোনিয়াদ্, বুনিয়াদ্, বোনদ্] (বিশেষ্য) ১ ভিত্তি; মূল (তার বনেদ খুব পাকা হয়-প্রথম চৌধুরী)। ২ উৎপত্তি (যে না জানে বনেদ তোর-ঘনরাম চক্রবর্তী; এর বুনিয়াদ স্থাপিত হবে অতীত কৃষ্টি ও ঐতিহ্যের উপর-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। বনিয়াদি, বুনিয়াদি, বনেদি (বিশেষণ) ১ সুপ্রতিষ্ঠিত; স্থায়ী ভাবে স্থাপিত; বহুকাল যাবৎ প্রতিষ্ঠিত (বুনিয়াদি আদি মিস্তিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রাচীন ও সম্ভ্রান্ত; প্রাচীন ঐতিহ্যবাহী (বিখ্যাত বনিয়াদী ধনীর বংশে-রবীন্দ্রনাথ ঠাকুর; বংশ যে বনেদী তাতে সন্দেহ নেই-মবিনউদ্দীন আহমদ)। ৩ ভিত্তিরূপ (বুনিয়াদি গণতন্ত্র)। বনেদিআনা (বিশেষ্য) ভদ্রতা; সম্ভ্রান্ত লোকের আচরণ (বনেদিআনা নয়-মনোজ বসু)। বনেদিপনা (বিশেষ্য) বংশগৌরব বা বড়লোকি দেখানো (কেউ কেউ নিজেদের বনেদিপনা জাহির করে-আবু ইসহাক)। {(ফারসি) বুনিয়াদ}
- Bengali Word বনী ১ English definition [বোনি] (বিশেষ্য) বন। {(তৎসম বা সংস্কৃত) বন+ইন্(ইনি)}
- Bengali Word বনী ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বোনি] বোন; ভগিনী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>বহিনী>বনী}
- Bengali Word বনীকরণ English definition [বোনিকরোন্] (বিশেষ্য) বনে পরিণত করা; বন সৃষ্টি; afforestation। {(তৎসম বা সংস্কৃত) বন+ঈ(চ্বি)+করণ}
- Bengali Word বনেচর English definition ⇒ বন
- Bengali Word বনেট English definition [বনেট্] (বিশেষ্য) ইউরোপীয় মহিলা কর্তৃক পরিহিত এক প্রকার টুপি বা চিবুকের নিচে ফিতা দিয়ে আটকানো হয় (মা দুর্গা মুকুটের পরিবর্তে বনেট পরেনকালীপ্রসন্ন সিংহ)। বনেটি (বিশেষ্য) মশালযুক্ত লম্বালাঠি। {(ইংরেজি) Bonnet}
- Bengali Word বনেদ, বনেদি, বনেদী English definition ⇒ বনিয়াদ।
- Bengali Word বনোসা English definition [বনোশা] (বিশেষ্য) নীল রঙের ফুলবিশেষ (নার্গিস আর গুলবনোসার দেখবে যেথায় সুনীল দল-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) গুলবনোসা}
- Bengali Word বনোয়ারি, বনোয়ারী, বনয়ারি, বনয়ারী English definition [বনোয়ারি] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। □ (বিশেষণ) বনবিহারী; বনে বিচরণকারী (কত ঝাটমল, পীরু, বনোয়ারী, পরাল শিলার করবী যূথী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বনমালী>}
- Bengali Word বন্টন English definition [বনটোন্] (বিশেষ্য) বিভাজন; বাঁটা; অংশে ভাগ করে বিতরণ। বন্টক (বিশেষণ) বিভাজক; বন্টনকারী। (বিশেষ্য) বিভাজন; বিতরণ (ডালকুত্তাদের মাঝে করহ বন্টক-রবীন্দ্রনাথ ঠাকুর)। বন্টিত (বিশেষণ) বন্টন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বন্ট্+অন(ল্যুট্)}
- Bengali Word বন্টিকা English definition [বোন্টিকা] (বিশেষ্য) বঁটি। {মুণ্ডারি বইন্টি>}