ব পৃষ্ঠা ২১
- Bengali Word বরিখনিয়া (ব্রজবুলি) English definition [বোরিখোনিয়া] (ক্রিয়া) বর্ষণ করে (মেহ সঘনে বরিখনিয়া-বলরাম)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরিখন্তিয়া (ব্রজবুলি) English definition [বোরিখোন্তিয়া] (ক্রিয়া) বর্ষণ করে (ভুবন ভরি বরিখন্তিয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরিখব (ব্রজবুলি) English definition [বোরিখব] (ক্রিয়া) বর্ষণ করবে (শশধর বরিখব আগি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরিখা (ব্রজবুলি) English definition [বোরিখা] (বিশেষ্য) বর্ষা। □ (ক্রিয়া) বর্ষণ করা। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরিষ ১, বরিষা ১ English definition [বোরিশ, বোরিশা] (বিশেষ্য) ১ বর্ষ; বৎসর (বরিষ বরিষ সময় গোয়ায়ঁলু-বিদ্যাপতি)।
- Bengali Word বরিষ ২, বরিষা ২ English definition [বোরিশ, বোরিশা] ২ বর্ষাকাল। □ (ক্রিয়া) বর্ষণ করা (বরিষ ধরা মাঝে শান্তির বারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরিষণ English definition ⇒বর্ষণ
- Bengali Word বরিষা English definition ⇒বরিষ১ ও বরিষা২
- Bengali Word বরিষ্ঠ English definition [বোরিশ্ঠো] (বিশেষণ) সর্বশ্রেষ্ঠ; প্রধানত; সর্বাগ্রে বরণীয়। বরিষ্ঠা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) উরু(=বর)+ইষ্ঠ(ইষ্ঠন্)}
- Bengali Word বরিয়াতী, বারিয়াতি (মধ্যযুগীয় বাংলা) English definition [বোরিয়াতি, বারিয়াতি] (বিশেষ্য) বরযাত্রী; বরাতি (আমরা বরিয়াতী-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) বরযাত্রী>}
- Bengali Word বরুজীবী English definition [বারুজিবি] (বিশেষ্য) বারুই; পান উৎপাদক ও বিক্রেতা হিন্দু সম্প্রদায়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বারু+জীব+ইন্(ইনি)}
- Bengali Word বরুণ English definition [বোরুন্] (বিশেষ্য) সমুদ্রের অধিপতি; জলের দেবতা; প্রচেতাঃ। বরুণানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বরুণের পত্নী। বরুণালয় (বিশেষ্য) সমুদ্র। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+উন(উনন্)}
- Bengali Word বরুয়া English definition ⇒ বড়ুয়া১
- Bengali Word বরেণ্য English definition [বরেন্নো] (বিশেষণ) ১ বরণীয়; মান্য। ২ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট। ৩ প্রার্থনীয়; অভীষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বৃ+এণ্য}
- Bengali Word বরেন্দ্র, বরেন্দ্রভূমি English definition [বরেন্দ্রো, বরেন্দ্রো ভূমি] (বিশেষ্য) প্রাচীন গৌড় নামক অঞ্চল; উত্তরবঙ্গ; বর্তমান রাজশাহী অঞ্চল। ২ প্রধান রাজ্য; শ্রেষ্ঠতম। {(তৎসম বা সংস্কৃত) বর+ইন্দ্র, +ভূমি}
- Bengali Word বরোন্মুখ English definition [বরোন্মুখ] (বিশেষণ) বরদানে উদ্যত (বরোন্মুখ হইলেন শ্রীগৌরসুন্দর-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) বর+উন্মুখ}
- Bengali Word বর্গ English definition [বর্গো] (বিশেষ্য) ১ জাতি; দল (প্রাণিবর্গ)। ২ সমূহ; গণ (আত্মীয়বর্গ)। ৩ (ব্যাকরণ) স্পর্শবর্ণের পাঁচটি শ্রেণির প্রত্যেকটি (ক চ ট ত প বর্গ)। ৪ (গণিত,) একই রাশি দুই বার গুণ করার ফল (বর্গফল)। ৫ গ্রন্থের পরিচ্ছেদ। ৬ বর্জন। ৭ ধর্মশাস্ত্রস্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বর্গক্ষেত্র (বিশেষ্য) যে চতুষ্কোণ ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। বর্গমূল (বিশেষ্য) (গণিত.) যে রাশি নিজ দ্বারা গুণিত হয়ে একটি নির্দিষ্ট রাশি উৎপন্ন করে। বর্গীয় (বিশেষণ) বর্গসংক্রান্ত। বর্গীয় বর্ণ (বিশেষ্য) (ব্যাকরণ) স্পর্শবর্ণ; ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word বর্গা ১, বরগা ২ English definition [বর্গা] ছাদের নীচে কাঠ বা লোহার বরগা বা দণ্ড যা তীরের উপরে থেকে ছাদের ভার রক্ষা করে। {পর্তুগিজ Verga>; (তুলনীয়) (হিন্দি) বরগা}
- Bengali Word বর্গা ২, বরগা ২ English definition [বর্গা] (বিশেষ্য) ভাগে ফসল উৎপাদনের জমি; ঐরূপ জমির বন্দোবস্ত; যে ব্যবস্থায় জমির মালিক ফসলের নির্দিষ্ট ভাগ পেয়ে চাষিকে জমি চাষ করতে দেয় (জমি বর্গা বা আধি দিয়া যে শস্যাদি প্রাপ্ত হন-নর)। বর্গাদার, বর্গাইত (বিশেষ্য) যে ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে; ভাগচাষি। বর্গা দেওয়া (ক্রিয়া) ফসলের অর্ধেক ভাগ পেয়ে জমির মালিক কর্তৃক চাষিকে জমি চাষ করতে দেওয়া। বর্গাভাগ (বিশেষ্য) অর্ধেক ভাগের চুক্তিতে প্রদত্ত জমির ফসলের অংশ (সে লালুকে জমির বর্গাভাগ দেখিয়ে শুনিয়া বর্গা ভাগ আনিয়া দিতে বলিল-কাজী আবদুল ওদুদ)। বর্গি১ (বিশেষ্য) জমির মালিকপক্ষ। {(তুলনীয়) ও. বঁরগা}
- Bengali Word বর্গি ২, বর্গী English definition [বোর্গি] (বিশেষ্য) ১ লুন্ঠনপ্রিয় মহারাষ্ট্রীয় সৈন্যদল (এই পরম স্বর্গকে লুন্ঠন করিতে না পারিলে আমাদের বর্গী বা লুঠেরা নামটাই বৃথা-ইসমাইল হোসেন শিরাজী)। ২ জমির মালিকপক্ষ। বর্গিরাজ (বিশেষ্য) শিবাজি (স্বপ্ন দেখি বর্গিরাজ হইল ক্রোধিত-ভারতচন্দ্র রায়গুণাকর)। বর্গির হাঙ্গামা (বিশেষ্য) মারাঠা লুন্ঠনকারী সৈন্যদের দ্বারা তৎকালীন বঙ্গে যে ব্যাপক লুঠতরাজ হয় সেই গোলযোগ। ভিন্ন রাজ্যের রাজস্বে চৌথ নামে ভাগ বসায় বলেই মারাঠা সৈন্যবাহিনীর দস্যুরা বর্গি (বর্গা আদায়কারী) নামে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) বর্গ+ই, ঈ}