ব পৃষ্ঠা ২০
- Bengali Word বরাঙ্গ English definition [বরাঙ্গো] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ অবয়ব; সুন্দর দেহ (উলঙ্গ বরাঙ্গ যথা মানসের জলে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মস্তক। ৩ উপস্থ; গুহ্যদেশ। □ (বিশেষণ) উত্তমাঙ্গবিশিষ্ট। বরাঙ্গী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বর+অঙ্গ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বরাঙ্গনা English definition [বরাঙ্গনা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) সুন্দরী বা শ্রেষ্ঠ রমণী; উত্তম স্ত্রী (ললনাকুল ললামভূতা এই ত্রিলোকমোহিনী বরাঙ্গনাকে সৃষ্টি করিয়াছেন-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) বর+অঙ্গনা}
- Bengali Word বরাট English definition [বরাট্] (বিশেষ্য) ১ অকিঞ্চিৎকর ক্ষুদ্র বা অধম ব্যক্তি (কোন বা বরাট আমি হই অল্পমতি-কাশীরাম দাস)। ২ বৈদ্যজাতির উপাধিবিশেষ। বরাটক (বিশেষণ) ১ অকিঞ্চিৎকর;ক্ষুদ্র; তুচ্ছ। ২ কড়ি। বরাটিয়া (বিশেষণ) অকিঞ্চিৎকর; ক্ষুদ্র; তুচ্ছ (বরাটিয়া চেঙ্গা মুখা আমার ভক্ষণ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বর+√অট্+অ(অণ্)}
- Bengali Word বরাত ১ (মধ্যযুগীয় বাংলা) English definition [বরাত্] (বিশেষ্য) বরযাত্রীদল; বিবাহের মিছিল। ২ দায়িত্ব; কার্যভার; বরাতি দায়িত্ব প্রদায়ক; প্রতিনিধিত্ব দাতা। বরাতি১, বরাতী (বিশেষ্য) বরযাত্রী। {(তৎসম বা সংস্কৃত) বরযাত্র>(হিন্দি) বরাত>}
- Bengali Word বরাত ২ English definition [বরাত্] (বিশেষ্য) ১ কপাল; ভাগ্য; অদৃষ্ট (বদনসিবের বরাত খারাব-কাজী নজরুল ইসলাম)। ২ কর্মভার; দায়িত্ব; অন্যের উপর দায়িত্ব অর্পণ; উৎস; আকর; তথ্যের উৎস/পঞ্জি (অন্য কাহাকেও বরাত দিয়া সে বাড়ী যাইবার পথ দেখিবে-কাজী আবদুল ওদুদ)। ৩ প্রয়োজন (কাছের বরাতে এসেছি তোমার কাছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। বরাতগুণে (ক্রিয়াবিশেষণ) ভাগ্যবলে; কপালের জোরে। বরাতিয়া, বরাতে (বিশেষণ) ভাগ্যবান; ভাগ্য ভালো এমন। বরাতি২ (বিশেষ্য) যাকে দায়িত্ব দেওয়া হয়েছে; প্রতিনিধিত্ব দানকারী (আয় হবি কে বরাতী-কাজী নজরুল ইসলাম)। (বিশেষণ) ১ ভার বা দায়িত্ব অপরকে দেওয়া হয়েছে এমন। ২ প্রয়োজনীয়। {(আরবি) বরাত}
- Bengali Word বরাত ৩ English definition [বরাত্] (বিশেষ্য) নিকট; সম্মুখ (ধইর্যা নেয় কাজীর বরাতে-ময়মনসিংহ গীতিকা)। {(ফারসি) বরাবর>}
- Bengali Word বরাতি, বরাতী ৩ English definition [বরাতি] (বিশেষ্য) সংবাদবাহক; দূত। {(আরবি) বরআরর্দ+বা.ই}
- Bengali Word বরাতী ১ English definition ⇒ বরাত১
- Bengali Word বরাতী ২ English definition ⇒ বরাত২
- Bengali Word বরাদ্দ English definition [বরাদ্দো] (বিশেষণ) ১ নির্ধারিত; নির্দিষ্ট (সেখানে বরাদ্দ টাকার চেয়ে তাহার বেশী দরকার হইয়াই পড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষ্য) ১ নির্ধারিত পরিমাণ অর্থ (রামপ্রসাদ বাবুর মার সপিণ্ডিকরণের বড় ধূম। এক লক্ষ টাকা বরাদ্দকালীপ্রসন্ন সিংহ; তুমি নিশ্চয়ই বেশি সময় বরাদ্দ করিতে চাহিবে-খানবাহাদুর আবদুল হাকিম)। ২ নির্ধারণ বা নির্ধারিত অবস্থা (যদি একটা বাগদা চিংড়ি বরাদ্দ করে দেওয়া যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) বরআরর্দ}
- Bengali Word বরানুগমন English definition [বরানুগমোন্] (বিশেষ্য) বিবাহের বরের সাথে কনের গৃহে গমন। বরানুগামী বিণ। {(তৎসম বা সংস্কৃত) বর+অনুগমন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বরাবর English definition [বরাবর্] ক্রিবিণি ১ সকল সময়ে; প্রতিবারে; চিরদিন; সর্বদা (সে বরাবর আমার সঙ্গে আছে)। ২ সোজা; একটানা (বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নিকটে; দিকে; সম্মুখে (যদি বা গোহারি কংস বরাবর-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) সমান; তুল্য (বিষ আর অমৃত বরাবর)। বরাবরি (অব্যয়) ১ সন্নিধানে; নিকটে (নারদ কহিল আমি দৈত্য বরাবরি-কারা)। ২ সম্মুখে; আগে। □ (বিশেষ্য) প্রতিযোগিতা; প্রতিদ্বন্দ্বিতা। বরাবরি করা (ক্রিয়া) প্রতিযোগিতা করা; প্রতিদ্বন্দ্বিতা করা (কার সাধ্য পৃথিবীতে তাহার অগ্রভাগে ডাণ্ডাইয়া বরাবরি করিতে-রাম)। বরাবরেষু (ক্রিয়াবিশেষণ) সমীপে; উদ্দেশ্যে; নিকটে-বাংলা পত্রলিখনে ব্যবহৃত। {(ফারসি) বরাবর}
- Bengali Word বরাবরেষু (ক্রিয়াবিশেষণ) English definition [বরাবরেশু] সমীপে; উদ্দেশে; নিকটে-বাংলা পত্রলিখনে ব্যবহৃত। {(ফারসি) বরাবর+(তৎসম বা সংস্কৃত) এষু(৭মীর বহুবচন)}
- Bengali Word বরাভরণ English definition [বরাভরোন্] (বিশেষ্য) বিবাহে বরকে প্রদত্ত যৌতুকাদি। {(তৎসম বা সংস্কৃত) বর+আভরণ}
- Bengali Word বরাভয় English definition [বরাভয়্] (বিশেষ্য) ১ আশীর্বাদসহ আশ্বাস বা অভয় দান। ২ আশীর্বাদ ও আশ্বাসসূচক করভঙ্গি বা মুদ্রা। {(তৎসম বা সংস্কৃত) বর+অভয়}
- Bengali Word বরামদ, বরামোদ English definition [বরামোদ্] (বিশেষ্য) অতিরিক্ত অনুনয়-বিনয়; সাধ্য-সাধনা; খোসামোদ (তোশামোদ, বরামোদ জানে না-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বর+আমদ}
- Bengali Word বরারোহা English definition [বরারোহা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে নারীর নিতন্ব সুডৌল ও প্রশস্ত; সুমধ্যামা; নিতন্বিনী; সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) বর+আরোহা}
- Bengali Word বরাসন English definition [বরাশোন্] (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ সুন্দর বা সম্মানজনক আসন (নাট মন্দিরে বরাসন সাজানোর ভার পড়িল তাহার উপর-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বিবাহের মজলিসে বরের জন্য নির্দিষ্ট আসন। {(তৎসম বা সংস্কৃত) বর+আসন}
- Bengali Word বরাহ, বরাঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [বরাহো, বরাঅ] (বিশেষ্য) ১ শূকর (বরাঅ-বলৌকা আর কুরঙ্গ শার্দুল-দৌলত উজির বাহরাম খান)। ২ পুরাণ মতে বিষ্ণুর তৃতীয় অবতার। {(তৎসম বা সংস্কৃত) বর+আ+√হন্+অ(ড),>}
- Bengali Word বরিখ (ব্রজবুলি) English definition [বোরিখ] (বিশেষ্য) বৎসর; বছর; (দিনে মাসেক বরিখে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ>(স্বরাগমে)বরিষ>বরিখ((ব্রজবুলি))}