ব পৃষ্ঠা ১৯
- Bengali Word বরবটি English definition [বর্বোটি] (বিশেষ্য) শিমজাতীয় কলাই বিশেষ; মহামাষ। {(তৎসম বা সংস্কৃত) বর্বটী>}
- Bengali Word বরবর্ণিনী English definition ⇒ বর
- Bengali Word বরবাদ্ English definition [বর্বাদ্] (বিশেষণ) ১ নষ্ট; বিধ্বস্ত; উৎপন্ন (তেরি ঘর কিয়া বরবাদ পয়মাল-কাজী নজরুল ইসলাম)। ২ বিকল; নিরর্থক (আজিও ফুলবাসরে শিরাজীর জলসা বরবাদ হবে নাকি?-কাজী নজরুল ইসলাম)। ৩ অতিবাহিত; অব্যয়িত (আজিও পাথর কাটিয়া করেছি জিন্দেগী বরবাদ-নিই)। {(ফারসি) বরবাদ}
- Bengali Word বরমাল্য, বরযাত্রা, বরযাত্রী, বরযুবতী, বরয়িতা, বরয়িত্রী, বররামা English definition ⇒ বর
- Bengali Word বরশা English definition ⇒ বর্শা
- Bengali Word বরশী English definition ⇒ বড়শি
- Bengali Word বরষ English definition ⇒ বর্ষ
- Bengali Word বরষণ, বরষন English definition ⇒ বর্ষণ
- Bengali Word বরষা English definition ⇒ বর্ষা
- Bengali Word বরষাত English definition [বরশাত্] (বিশেষ্য) বৃষ্টিধারা (হৃদয়ে যখন ঘনায়ে শাঙন চোখে নামে বরষাত-কাজী নজরুল ইসলাম)। বরষাতি, বর্ষাতি (বিশেষ্য) ১ ছাতা। ২ বৃষ্টির জল নিরোধক আলখাল্লা জাতীয় কোট; রেন-কোট। ৩ বর্ষাকালীন ফসল; বর্ষাকালে উৎটন্ন শস্যাদি ও ফলমূল। {(তৎসম বা সংস্কৃত) বর্ষা>}
- Bengali Word বরসরোজিনী English definition [বরোসরোজিনি] (বিশেষ্য) মনোহর পদ্ম (বরসরোজিনী ধনী তুমি হে তার স্বজনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বর+সরোজিনী}
- Bengali Word বরহ English definition [বরহ্] (ক্রিয়া) বরণ কর (স্বরূপ আমাকে যদি মনে নাহি লয় আর তিনজন আছে বরং নিশ্চয়-হেয়াত মাহমুদ)। {(তৎসম বা সংস্কৃত) বর, বরণ>}
- Bengali Word বরহক English definition [বরহক্] (বিশেষ্য) সত্য (এয়ছাই ছুরত দিল খোদার বরহক-সৈয়দ হামজা)। {(ফারসি) বর+(আরবি) হক}
- Bengali Word বরা ১ English definition [বরা] (ক্রিয়া) বরণ করা; বিবাহ করা। {(তৎসম বা সংস্কৃত) √বৃ>}
- Bengali Word বরা ২ English definition [বরা] (বিশেষ্য) বরাহ; শূকর (ধরণী লোকায়ে কান্দে মহা আর্ত্ত বরা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বরাহ>}
- Bengali Word বরা ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [বরা] (ক্রিয়া) বর্ষণ করা (যদি বরে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ-খনার বচন)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্>}
- Bengali Word বরাঅ English definition ⇒ বরাহ
- Bengali Word বরাই English definition [বরাই] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বড়-মা (এই লিখন দিস তোর বরাইর বরাবর-মানিক রাজার গান)। {বড়+আই (<(তৎসম বা সংস্কৃত) আর্যিকা)}
- Bengali Word বরাক English definition [বরাক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ নীচ ব্যক্তি; জঘন্য মনোভাবাপন্ন (আমাকে ধরিতে পারে কেমন বরাক-সৈয়দ আলাওল)। ২ তাম্বুল বিক্রেতা (পসরা ছুঁইতে করহ সাধ বরাকের দানী সোনায় সাধ-জ্ঞান)। □ (বিশেষণ) ১ শোচনীয়। ২ নিরপরাধ। বরাকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ হতভাগিনী; দীনা। ২ নিরাপরাধা। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+আক(ষাকন্)}
- Bengali Word বরাখুরে English definition [বরাখুরে] (বিশেষণ) ১ বরাহের ক্ষুরের ন্যায় যার পায়ের গড়ন। ২ কু-লক্ষণাক্রান্ত (দু এক গণ্ড মূর্খ-বরাখুরে ভদ্রসন্তান মাইনে করা নিযুক্ত হয়েছেকালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) বরাহ+(বাংলা) খুরিয়া}