ব পৃষ্ঠা ২২
- Bengali Word বর্গীয়, বর্গ্য English definition ⇒ বর্গ
- Bengali Word বর্চঃ English definition [বর্চোহ্] (বিশেষ্য) ১ তেজ; দীপ্তি। ২ কান্তি; সৌন্দর্য। ৩ মল; পায়খানা; বিষ্ঠা। বর্চঃ কুটির (বিশেষ্য) পায়খানা; ময়লা ত্যাগ করার স্থান। {(তৎসম বা সংস্কৃত) √বর্চ+অস্(অসুন্)}
- Bengali Word বর্চা English definition [বর্চা] (বিশেষ্য) বল্লম; বেঁধনাস্ত্রবিশেষ; বর্শা (বন্দুক নাই বর্চ্চা নাই কেবল খড়্গ ও তীর লইয়া অকুতোভয়ে শার্দ্দূলের প্রতি ধাবমান হইল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বর্চঃ>}
- Bengali Word বর্জক English definition [বর্জোক্] (বিশেষণ) বর্জনকারী। {(তৎসম বা সংস্কৃত) √বৃজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বর্জন English definition [বর্জোন্] (বিশেষ্য) ত্যাগ; পরিহার। বর্জনীয়, বর্জ্য বিন ত্যাজ্য; ত্যাগযোগ্য; বর্জনের উপযুক্ত। বর্জনীয়া( স্ত্রীলিঙ্গ) । বর্জয়িতা (বিশেষণ) বর্জনকারী; ত্যক্তা। বর্জিত (বিশেষণ) ১ পরিত্যক্ত; বর্জন করা হয়েছে এমন (ইংরেজ বর্জিত দেশ)। ২ বিরহিত; শূন্য; বিহীন (সুখ বর্জিত)। {(তৎসম বা সংস্কৃত) √বৃজ্+অন(ল্যুট্)}
- Bengali Word বর্জাইস English definition [বর্জাইশ্] (বিশেষ্য) ছাপার ক্ষুদ্র অক্ষর বা টাইপ। (বর্জাইসে ছাপা অভিধান)। {(ইংরেজি) Bourgeois}
- Bengali Word বর্জিত English definition ⇒ বর্জন
- Bengali Word বর্ডার English definition [বর্ডার্] (বিশেষ্য) ১ পাড়; বস্ত্র ইত্যাদির প্রান্ত (নীহারনেটের কুয়াশা-মশারি…ওকি বর্ডার তারি?-কাজী নজরুল ইসলাম)। ২ প্রান্তদেশ (বাংলাদেশের বর্ডার)। {(ইংরেজি) Border}
- Bengali Word বর্ণ, বরন, বরণ English definition [বর্নো, বরোন্, বরোন্] (বিশেষ্য) ১ রং (কৃষ্ণবর্ণ)। ২ অক্ষর (স্বরবর্ণ)। ৩ জাতি (শূদ্রবর্ণ)। ৪ (জ্যোশা) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। ৪ (জ্যোশা) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। বর্ণগুরু (বিশেষ্য) ব্রাহ্মণ। বর্ণচোরা (বিশেষণ) ১ পাকলেও বর্ণের পরিবর্তন হয় না এমন (বর্ণচোরা আম)। ২ (আলঙ্কারিক) বাইরে দেখে ভিতরে বোঝা অসম্ভব এমন। ৩ (আলঙ্কারিক) নিজের আসল পরিচয় গোপন করে এমন। বর্ণেচোরা আম (বিশেষ্য) ১ যে আম পাকলেও কাঁচার মতো দেখা যায়; রং দেখে কাঁচা টক মনে হলেও প্রকৃতপক্ষে পাকা ও মিষ্ট আম (তেলাকুচো ফল বর্ণচোরা আম রঙ দিয়ে রসের অপদার্থতা লুকিয়ে চললো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) বাইরের চালচলন ও আকার দেখে যাকে চেনা যায় না; ছদ্মবেশী। বর্ণজ্ঞান (বিশেষ্য) অক্ষর পরিচয়। বর্ণজ্ঞানহীন (বিশেষণ) অক্ষরের সঙ্গে পরিচয় নেই এমন; নিরক্ষর। বর্ণজ্যেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ (বিশেষ্য) ব্রাহ্মণ। বর্ণজ্যেষ্ঠা, বর্ণশ্রেষ্ঠা( স্ত্রীলিঙ্গ) । বর্ণদাসী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) গণিকা। বর্ণদ্বিজ, বর্ণব্রাহ্মণ (বিশেষ্য) যে ব্রাহ্মণ নিম্নবর্ণের হিন্দুদের পৌরোহিত্য করে (গুজরাট এক পাশে গ্রহ বিপ্রগণ বৈসে বর্ণদ্বিগজগণ মঠপতি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বর্ণধর্ম (বিশেষ্য) হিন্দুমতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র জাতির জন্য নির্ধারিত ধর্মকর্ম। বর্ণপাত্র (বিশেষ্য) রং রাখার আধার (বর্ত্তিকা ও বর্ণপাত্র লইয়া আইস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বর্ণবিশ্লেষণ (বিশেষ্য) শব্দের বর্ণগুলোকে পৃথকভাবে দেখানো। বর্ণমালা (বিশেষ্য) ভাষার প্রযুক্ত বর্ণসমূহ; alphabet। বর্ণসংকর (বিশেষণ) ১ ভিন্ন বর্ণ বা জাতির মাতাপিতা থেকে উৎপন্ন। ২ দো-আঁশলা। বর্ণসংকরতা, বর্ণসংকরত্ব, বর্ণসাংকর্ষ বি। বর্ণহীন (বিশেষণ) বিবর্ণ; রংশূন্য। বর্ণাঢ্য (বিশেষণ) ১ বর্ণে সমৃদ্ধ (বাকী কত আরো লাল নীল বর্ণাঢ্য সভ্যতা-সানাউল হক)। ২ জমকালো (বর্ণাঢ্য অনুষ্ঠান)। বর্ণানুক্রম (বিশেষণ) বর্ণ পরম্পরাগত। বর্ণানুক্রমিক বর্ণমালার পরম্পরা অনুসারে; alphabetical order। বর্ণান্ধ (বিশেষণ) রঙের পার্থক্য চিনতে পারে না এমন। বর্ণাশ্রম (বিশেষ্য) (হিন্দুদের) ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র-এই চার বর্ণের শ্রেণিবিন্যাস। বর্ণাশ্রম ধর্ম (বিশেষ্য) ব্রহ্মচর্য. গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস-এ চার আশ্রমে পালনীয় নিয়ম। [(তৎসম বা সংস্কৃত) √বর্ণ্+অ(অচ্)}
- Bengali Word বর্ণন English definition ⇒ বর্ণনা
- Bengali Word বর্ণনা, বর্ণন English definition [বর্নোনা, বর্নন্] (বিশেষ্য) ১ বিবরণ; বিবৃতি। ২ ব্যাখ্যা (রূপ ও গুণ সবিস্তারে বর্ণনা করিয়াচে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ গুণ ও দোষ-কথন। ৪ রং লাগানো। ৫ বিন্যাস। বর্ণনাকুশল (বিশেষণ) বর্ণনা করতে নিপুণ বা দক্ষ। বর্ণনাতীত (বিশেষণ) ১ বর্ণনার দ্বারা বোঝানো যায় না এমন। ২ অনির্বচনীয়। বর্ণনাপত্র (বিশেষ্য) লিখিত বক্তব্য বা জবাব-সংবলিত দলিল বা কাগজপত্র; written statement। বর্ণনীয় (বিশেষণ) ১ বর্ণনার উপযুক্ত; বর্ণনা করা যায় এমন (তবে বর্ণনীয়ব্যক্তির দোষ গুণ উভয়েরই সবিস্তার বর্ণনা করিতে হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বর্ণনা করতে হবে এমন। অবর্ণনীয় বিপরীতার্থক শব্দ বর্ণনা করা যায় না এমন। বর্ণিত (বিশেষণ) ১ বিবৃত; বর্ণনা করা হয়েছে এমন। ২ রঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) √বর্ণ্+অন(ল্যুট্)+আ(টাপ্), √বর্ণ্+অন(ল্যুট্)}
- Bengali Word বর্ণপাত্র, বর্ণবিশ্লেষণ, বর্ণমালা, বর্ণসংকার, বর্ণহীন English definition ⇒ বর্ণ
- Bengali Word বর্ণানুক্রম, বর্ণানুক্রমিক, বর্ণাদ্ধ English definition ⇒ বর্ণ
- Bengali Word বর্ণালি, বর্ণালী English definition [বর্নালি] (বিশেষ্য) ১ তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মি নির্গত হলে রংধনু ন্যায় নানা রঙের যে সমাবেশ দেখা যায়; spectrum (সাজাও বর্ণালী পণ্যে আমার অম্বর-সানাউল হক)। □ (বিশেষণ) বহুবর্ণময়; জাঁকালো (বর্ণালি অনুষ্ঠান)। {(তৎসম বা সংস্কৃত) বর্ণ+(বাংলা) আলি/আলী}
- Bengali Word বর্ণাশ্রম, বর্ণাশ্রমধর্ম English definition ⇒ বর্ণ
- Bengali Word বর্ণিক English definition [বোর্নিক্] (বিশেষ্য) চিত্রকর; বর্ণশিল্পী (এই টুকু জ্ঞান নিয়ে বর্ণিকের কাজ চলে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বর্ণ্+ইক}
- Bengali Word বর্ণিকা English definition [বোর্নিকা] (বিশেষ্য) পেনসিল; খড়ি। {(তৎসম বা সংস্কৃত) √বর্ণ+ইক+আ(টাপ্)}
- Bengali Word বর্ণিত English definition ⇒ বর্ণনা
- Bengali Word বর্ণিনী English definition [বোর্নিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ সুন্দরী নারী; রমণী (বরবর্ণিনী)। ২ লেখিকা। ৩ চিত্রকরী। {(তৎসম বা সংস্কৃত) বর্ণ+ইন্(ণিনি)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বর্ণী English definition [বোর্নি] (বিশেষ্য) ১ ব্রহ্মচারী। ২ চিত্রকর। ৩ লেখক। {(তৎসম বা সংস্কৃত) বর্ণ+ইন(ণিনি)}