ব পৃষ্ঠা ১৮
- Bengali Word বরজ ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বরজ্] (বিশেষ্য) ব্রজ (তাহে অবৃরত বরজ সমাজ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) ব্রজ}
- Bengali Word বরঞ্চ English definition [বরোন্চো] (অব্যয়) বরং; তুলনায় অপেক্ষাকৃত যথার্থ বোঝাবার জন্য ব্যবহৃত (বরঞ্চ বাজে খরচ অনেক হইতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বরং+চ}
- Bengali Word বরট, বরটা English definition [বরোট্, বরোটা] (বিশেষ্য) ১ বোলতা। ২ রাজহংসী। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অট(অটন্)}
- Bengali Word বরণ English definition ⇒ বর্ণ
- Bengali Word বরণ ১ English definition ⇒ বর্ণ
- Bengali Word বরণ ২ English definition [বরোন্] (বিশেষ্য) ১ সসম্মানে নিয়োগ; সাদরে গ্রহণ; সম্মানের সাথে অভ্যর্থনা (গুরুবরণ, পতিবরণ, সভাপতিরূপে বরণ)। ২ দেবতা, বর প্রভৃতিকে নানা উপকরণে অর্চনা বা অভ্যর্থনা। ৩ মহৎ উদ্দেশ্যে কোনো কষ্ট স্বেচ্ছায় স্বীকার বা ভোগ (কারাবরণ)। ৪ প্রার্থনা। ৫ মনোনয়ন; নির্বাচন। বরণডালা (বিশেষ্য) বরণের উপকরণে সজ্জিত ডালা। বরণীয় (বিশেষ্য) ১ বরণের উপযুক্ত; বরণযোগ্য (গৃহহীন সন্ন্যাসীর ত্যাগ যতই মোহনীয় হউক না কেন বরণীয় নয়-এয়াকুব আলী চৌধুরী)। ২ যাচ্ঞার যোগ্য; প্রার্থনীয়। বরণীয়া( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অন(ল্যুট্)}
- Bengali Word বরণ্ড English definition [বরন্ডো] (বিশেষ্য) ১ বারান্দা। ২ কোড়া। ৩ ব্রণ। বরণ্ডারি (বিশেষ্য) সারিকা। বরণ্ডক (বিশেষ্য) গোল। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+অণ্ড}
- Bengali Word বরত (মধ্যযুগীয় বাংলা) English definition [বরত] (বিশেষ্য) ব্রত (বার বরত নহি ছিল রিমি জে তপসী-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ব্রত>(স্বরভক্তির ফলে) বরত}
- Bengali Word বরতন, বর্তন English definition [বর্তন্] (বিশেষণ) থালা; পাত্র; বাসন; প্লেট (হাত মুখ মুছিয়া বরতনেরর ঢাকনি উঠাইলেন-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) বরতন}
- Bengali Word বরতরফ English definition [বর্তরোফ্] (বিশেষণ) পাদচ্যুত; বরখাস্ত। বরতরফি (বিশেষ্য) কর্মচ্যুতি। {(ফারসি) বর্তরফ}
- Bengali Word বরদ, বরদা English definition ⇒ বর
- Bengali Word বরদার English definition [বর্দার্] (বিশেষ্য) ১ বাহক; বহনকারী (আসাবরদার)। ২ পালক; হুকুম তামিলকারী; ভৃত্য; চাকর (হুকুম-বরদার)। {(ফারসি) বরদার>}
- Bengali Word বরদাস্ত, বরদাশ্ত English definition [বর্দাস্ত্] (বিশেষ্য) ১ সহ্যকরণ (একদিনে এত হাঙ্গামা গোলযোগ বরদাস্ত করবেন কি করে-মীর মশাররফ হোসেন)। ২ সহ্য (জাম্বুবানের আর বরদাস্ত হইল না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সহিষ্ণুতা। বরদাস্ত করা (ক্রিয়া) সহ্য করা (সেপাইয়ারা এ বেয়াদবী বরদাশ্ত করিলেন না-মাহবুব-উল-আলম)। {(ফারসি) বরদাশ্ত}
- Bengali Word বরনারী English definition [বরোনারি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ শ্রেষ্ঠা রমণী। ২ অতি সুন্দরী নারী। {(তৎসম বা সংস্কৃত) বর+নারী}
- Bengali Word বরনাহ (ব্রজবুলি) English definition [বরোনাহো] (বিশেষ্য) সুন্দর নাগর (কত কত অনুনয় করু বরনাহ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বর+নাথ>নাহ; অথবা নাগর<নাগ<নাহ}
- Bengali Word বরন্তী English definition ⇒ বর
- Bengali Word বরপুত্র, বরপ্রদ English definition ⇒ বর
- Bengali Word বরফ English definition [বরোফ্] (বিশেষ্য) ১ তুষার। ২ জমাট-বাঁধা হিমশীতল পানির খণ্ড। {(ফারসি) বর্ফ}
- Bengali Word বরফট্টাই, বারফট্টাই English definition [বর্ফট্টাই, বার্ফট্টাই] (বিশেষ্য) বড়াই; মিথ্যা বা বৃথা অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) বহবাস্ফোট>}
- Bengali Word বরফি English definition [বোর্ফি] (বিশেষ্য) ছানা, ক্ষীর ইত্যাদি দ্বারা প্রস্তুত চতুষ্কোণ মিঠাই। {(হিন্দি) বর্ফী}