ব পৃষ্ঠা ৩৫
- Bengali Word বাঁচন English definition [বাঁচোন্] (বিশেষ্য) ১ প্রাণে বাঁচা; রক্ষা পাওয়া (বড় বাঁচন বেঁচে গেছি)। ২ জীবন লাভ; পুনর্জীবন প্রাপ্তি। ৩ নিষ্কৃতি বা মুক্তিলাভ; রেহাই পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্>(বাংলা) √বাঁচ্+অন}
- Bengali Word বাঁচা English definition [বাঁচা] (ক্রিয়া) ১ জীবিত থাকা; প্রাণধারণ করা (বেঁচে আছি কোন মতে)। । ২ রক্ষা পাওয়া; নিষ্কৃতি বা পরিত্রাণ পাওয়া। ৩ উদ্বৃত্ত বা বাড়তি হওয়া (এক পয়সাও বাঁচে না)। ৪ না হওয়া বা ঘটা (খরচ বেঁচে গেছে)। ৫ বজায় থাকা; রক্ষিত হওয়া (মান বাঁচা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। বাঁচানো (ক্রিয়া) ১ জীবন দান করা; পুনজীবিত করা (এই খাবারটুকু দিয়ে তুমি আমাকে বাঁচিয়েছ)। ২ রক্ষা করা; বিপদ থেকে পরিত্রাণ বা নিষ্কৃতি দান করা (ঐ ভণ্ডটাকে তুমি মিথ্যে সাক্ষ্য দিয়ে বাঁচাতে গেলে কেন?)। ৩ উদ্বৃত্ত বা জমা করা (কত টাকা বাঁচিয়েছ?)। ৪ বজায় রাখা; রক্ষা করা (আমার চাকরিটা বুঝি আর বাঁচানো যায় না)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। বাঁচার মতো বাঁচা (ক্রিয়া) যোগ্য জীবন ধারণ করা। বাঁচোয়া (বিশেষ্য) জীবনরক্ষা; রেহাই; নিস্তার; পরিত্রাণ (আমি যে তখন…আর্টিকেলড ক্লাক ছিলুম না, সেটা আমার বাঁচোয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। বেঁচে বত্তে থাকা (ক্রিয়া) কোনো রকমে অতি সাধারণভাবে বেঁচে থাকা।{(তৎসম বা সংস্কৃত) √বঞ্চ্>(বাংলা) √বাঁচ্+আ}
- Bengali Word বাঁজা, বাঁঝা English definition [বাঁজা, বাঁঝা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ বন্ধ্যা; সন্তান হয় না এমন (বাঁজায় জানে ছেলের বেদনা-কাজী নজরুল ইসলাম)। ২ ফল ধরে না এমন গাছ। {(তৎসম বা সংস্কৃত) বন্ধ্যা>}
- Bengali Word বাঁট ১ English definition [বাঁট্] (বিশেষ্য) ছুরি তরবারি প্রভৃতির হাতল; ধারণদণ্ড (ছুরির বাঁট, ছাতার বাঁট)। {(তৎসম বা সংস্কৃত) বন্ট>; (তুলনীয়) (হিন্দি) Butt}
- Bengali Word বাঁট ২ English definition [বাঁট্] (বিশেষ্য) গো-মহিষাদির বা পশুর স্তনের বোঁটা। {(তৎসম বা সংস্কৃত) বন্ট>}
- Bengali Word বাঁটওয়ারা English definition ⇒ বাটোয়ারা
- Bengali Word বাঁটন English definition [বাঁটোন্] (বিশেষ্য) বন্টন; ভাগ; ভাগ করে বিতরণ। {(তৎসম বা সংস্কৃত) বন্টন>}
- Bengali Word বাঁটা English definition [বাঁটা] (ক্রিয়া) বন্টন করা; ভাগ করা; ভাগ করে বিতরণ করা। বাঁটানো (ক্রিয়া) বন্টন করানো। বাঁটাবাঁটি (বিশেষ্য) পরস্পরের মধ্যে বন্টন; ভাগাভাগি (কোরবানির মাংস বাঁটাবাঁটির কাজ শেষ হয়ে গেছে)। {(তৎসম বা সংস্কৃত) বন্ট>}
- Bengali Word বাঁটা ২ English definition ⇒ বাটা
- Bengali Word বাঁটুল English definition ⇒ বাটুল
- Bengali Word বাঁটোয়ারা English definition ⇒ বাটোয়ারা
- Bengali Word বাঁদর, বানর, বান্দর English definition [বাঁদোর্, বানোর্, বান্দোর্] (বিশেষ্য) মর্কট; কপি; শাখমৃগ; এক প্রকার জন্তু। বাঁদরী, বানরী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বাঁদর নাচ (বিশেষ্য) বাঁদরের নাচের মতো উৎকট নাচ; নাজেহাল অবস্থা; দুর্ভোগ (বিশ্বসংসার আমাকে বাঁদর নাচ না নাচিয়ে ছাড়বে না-সৈয়দ মুজতবা আলী)। বাঁদরমুখো (বিশেষণ) বাঁদরের মতো বিশ্রী মুখবিশিষ্ট। বাঁদরামি, বাঁদরামো (বিশেষ্য) শয়তানি; বানরপ্রকৃতি সুলভ আচরণ; বানরের মতো বিকট দুষ্টামি (অনেকে একে ফাজলামী বা বাঁদরামী বলেও অভিহিত করতে পারেন-কাজী নজরুল ইসলাম)। রাঁদরে (বিশেষণ) বানর সুলভ আচরণ; উৎকট দুষ্টামিযুক্ত (প্রকৃত বাঁদুরে হাঙ্গামে বাজারে নানারকম গান উঠলোকালীপ্রসন্ন সিংহ)। বাঁদুরে বুদ্ধি (বিশেষণ) বানরের মতো দুষ্টামি বুদ্ধি (বাঁদুরে বুদ্ধি খুব আছে)। {(তৎসম বা সংস্কৃত) বানর>}
- Bengali Word বাঁদি English definition [বাঁদি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ক্রতদাসী; দাসী; ঝি; চাকরানি (বাঁদি বলে ফতনা বিবি ফুপায় লেখে বাঘা-ঘনরাম চক্রবর্তী)। বান্দা (বিশেষ্য) পু.। {(ফারসি) বান্দী}
- Bengali Word বাঁদিপোতা, বাঁদীপোতা English definition [বাঁদিপোতা] (বিশেষ্য) বিভিন্ন রঙের ডোরাকাটা একপ্রকার বস্ত্র। {(হিন্দি) বান্দিপোতা}
- Bengali Word বাঁধ English definition [বাঁধ] (বিশেষ্য) ১ বাধা; প্রতিবন্ধক; ব্যাঘাত। ২ জলের প্রবাহ রোধ করার জন্য আল বা প্রাচীন; ভেড়ি; dam। (বাঁধ ভেঙে দাও, বাঁধ বেঙে দাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আটক (তার কোন বাঁধ নেই)। ৪ বন্ধন; আঁটসাঁট ভাব (নিছক শিল্পক্রিয়া থেকেই ঠিকঠাক ছন্দ সুর ছাদ-বাঁধ সমস্তই বেরিয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধ>}
- Bengali Word বাঁধন English definition [বাঁধোন্] (বিশেষ্য) ১ বন্ধন; অবরোধ; আটক (আজ যেন বাঁধন কাটা পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাঁধুনি; সুশৃঙ্খল বিন্যাস (কথায় বাঁধন, গল্পের বাঁধন, লেখার বাঁধন)। বাঁধন ছাড়া (ক্রিয়া) বন্ধন ছিন্ন করা; মুক্ত হওয়া। বাঁধন ছাড়া (বিশেষণ) বন্ধন নেই এমন; বন্ধনহীন (আমি যে সেই বৈশাখী মেঘ বাঁধনছাড়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাঁধন ছেঁড়া (ক্রিয়া) বন্ধন ছিন্ন করা। বাঁধনছেঁড়া (বিশেষণ) বন্ধন ছিন্ন হয়েছে এমন (কাঁদন-ভরা বাঁধন-ছেঁড়া হাওয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাঁধনদার (বিশেষ্য) যে গান বাঁধে বা রচনা করে। বাঁধন হারা বিণ। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>}
- Bengali Word বাঁধনি, বাঁধনি English definition [বাঁধোনি, বাঁধুনি] (বিশেষ্য) ১ বন্ধন; বাঁধাছাঁদা; গ্রন্থি (নিজ হাতে বাঁধা বাঁধনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শৃঙ্খল; সংহতি (কাজের বাঁধনি)। ৩ শৃঙ্খলাপূর্ণ বিন্যাস; সুসরঙ্গত সৌষ্ঠব (অনেক কবিতাও ও দেখি যার বাঁধুনি চমৎকৃত করে কিন্তু মন টানে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধনী}
- Bengali Word বাঁধা ১ English definition [বাঁধা] (বিশেষ্য) বন্ধন; ঋণের জামিন হিসাবে যা গচ্ছিত রাখা হয় (জমি বাঁধা দিয়ে তবে টাকা পেলাম)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধ>}
- Bengali Word বাঁধা ২ English definition [বাঁধা] (ক্রিয়া) ১ বন্ধন করা; গিরা দেওয়া (জিনিসপত্র দড়ি দিয়ে বাঁধা)। ২ রচনা করা; ছন্দোবদ্ধ করা (গান বাঁধা)। □ (বিশেষণ) ১ বন্ধ; আটক। ২ বরাদ্দ; নির্ধারিত। ৩ নির্মাণ করা (বেড়া বাঁধা)। ৪ বন্দী করা; রোধ করা; থামানো (ট্রাম বাঁধা, নৌকা বাঁধা)। ৫ ঠিকঠাক করা (পাগড়ি বাঁধা, সেতার বাঁধা, তবলা বাঁধা)। ৬ দৃঢ় করা (বুক বাঁধা, গোড়া বাঁধা)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) ১ বন্ধ; বাঁধা; আটক (বাঁধা সংসারের ঘানিতে, বাঁধা খুটায়)। ২ বরাদ্দ; নির্ধারিত (বাঁধা মাইনে)। ৩ বদলানো যায় না এমন; অপরিবর্তনীয় (বাঁধা নিয়ম)। ৪ ইট সিমেন্ট প্রভৃতি দ্বারা পাকা করা (বাঁধা রাস্তা; বাঁধা ঘাট)। বাঁধাই (বিশেষ্য) ১ বাঁধার কাজ (বই বাঁধাই)। ২ বাঁধার পারিশ্রমিক (বাঁধাই বাবত দশ টাকা দিচ্ছি)। □ (বিশেষণ) মজুদ; জমা; সঞ্চিত (গোলা ভর্তি ধান বাঁধাই আছে মোড়লের)। বাঁধা কপি (বিশেষ্য) সবজি বিশেষ; স্ফীতপত্র আহার্য কপিবিশেষ; Brassica oleracea। বাঁধাগৎ, বাঁধাবাঁধি (বিশেষ্য) ১ অপরিবর্তনীয় নিয়ম। ২ নির্দিষ্ট কথা বা সুর। বাঁধাছাঁদা (বিশেষ্য) শৃঙ্খলাবদ্ধভাবে বা গুছাইয়া বাঁধা। বাঁধা ধরা (বিশেষণ) ১ পূর্ব থেকে নির্ধারিত আছে এমন। ২ নূতনত্ববর্জিত। বাঁধানো (ক্রিয়া) ১ তৈরি বা নির্মাণ করানো; পাকা করানো (রফিকের আম্মার কবর বাঁধানো হয়েছে)। ২ লাগানো বা আবদ্ধ করা (ছবি বাঁধানো)। ৩ মোড়া; শেভিত করা (হীরা দিয়ে বাঁধানো)। ৪ সুসম্বন্ধ করা (বই বাঁধানো)। বাঁধাবাঁধি (বিশেষ্য) সুনির্ধারিত; কড়া নিয়ম; নির্দিষ্ঠ; ধরাবাঁধা (এক মাসের মধ্যেই যে কাজটি শেষ করতে হবে এমন কোনো বাঁধাবাঁধি নেই)। বাঁধা রোশনাই (বিশেষ্য) রাস্তার দুই ধারের আলোকমালা। বাঁধাশরীর (বিশেষ্য) স্বাস্থ্যপূর্ণ সবল শরীর। বাঁধাহুঁকা (বিশেষ্য) রৌপ্য প্রভৃতি ধাতু দিয়ে মোড়া নারিকেলের হুঁকা (তাঁর বাঁধা হুঁকাটা বেশ সুন্দর)। কোমর বাঁধা (ক্রিয়া) কোনো কাজের জন্য প্রস্তুত হওয়া বা উঠে পড়ে লাগা (কাজ হাসিলের জন্য সে কোমর বেঁধেছে)। চুল বাঁধা (ক্রিয়া) চুল আঁচড়িয়ে খোঁপা করা বা বেণীবদ্ধ করা। জমাট বাঁধা (ক্রিয়া) সংহত হওয়া; গাঢ়বদ্ধ হওয়া; সুসম্বদ্ধ হওয়া; জমে যাওয়া। জোট বাঁধা, দল বাঁধা (ক্রিয়া) সাহস অবলম্বন করা; মন দৃঢ় করা; ধৈর্য ধারণ করা। হাত-পা বাঁধা (বিশেষ্য) একান্ত অসহায় অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্>√বাঁধ্+আ}
- Bengali Word বাঁধাল English definition [বাঁধাল্] (বিশেষ্য) কাঙ্গাল; সেতু; সাঁকো; (জমির) আল। {(তৎসম বা সংস্কৃত) √বন্ধ্>(বাংলা) বাঁধ্+আল}