ব পৃষ্ঠা ৩৪
- Bengali Word বহুলীকরণ English definition [বোহুলিকরন্] (বিশেষ্য) গুণন; যা বহু ছিল না তাকে বহু সংখ্যকে পরিণত করা। বহুলীকৃত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বহুল+ঈ(চ্বি)+করণ}
- Bengali Word বহুড়ি, বহুড়ী English definition [বোহুড়ি] (বিশেষ্য) বালিকা বা যুবতী বধূ; বউড়ি (কার বহুড়ি বাসন মাজে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বধূঢ়ী>}
- Bengali Word বহেড়া, বয়ড়া English definition [বহেড়া, বয়ড়া] (বিশেষ্য) আয়ুর্বেদশাস্ত্রে ঔষধরূপে ব্যবহৃত কষায় স্বাবিশিষ্ট ফল (আমলকী হরীতকী ও বয়ড়া মিলে তৈরি হয় ত্রিফলা)। {(তৎসম বা সংস্কৃত) বিভীতক>(প্রাকৃত) বহেড়অ>}
- Bengali Word বহ্নি English definition [বোন্হি] (বিশেষ্য) ১ অগ্নি; আগুন (বহ্নিশিখা)। ২ যজ্ঞাগ্নি। ৩ জঠরাগ্নি। বহ্নিকোণ (বিশেষ্য) অগ্নিকোণ। বহ্নিগর্ভ (বিশেষ্য) বাঁশ। বহ্নিগর্ভা( স্ত্রীলিঙ্গ) । বিহ্নিজ্বালা (বিশেষ্য) ১ অগ্নিশিখা; আগুনের আঁচ বা তাপ। ২ (আলঙ্কারিক) হৃদয়ের জ্বালা; মনের যন্ত্রণা। বহ্নিবিবিক্ষু (বিশেষণ) আগুনে ঝাঁপ দিবার জন্য ব্যাকুল। বহ্নিভোগ্য (বিশেষ্য) ঘৃত। বহ্নিমস্থ (বিশেষ্য) ১ যা ঘর্ষণ করলে অগ্নুৎপাত হয়। ২ বহ্নি সৃষ্টিকারী বৃক্ষ। বহ্নিম্রিত (বিশেষ্য) বায়ু। বহ্নিমুখ (বিশেষ্য) ১ অগ্নি যাদের মুখ; দেবতা। ২ বহ্নিবিবিক্ষু (যেন পতঙ্গ বহ্নিমুখ)। বহ্নি-সংস্কার (বিশেষ্য) মৃতদেহ দাহ; শবদাহ। বহ্নিসখ, বহ্নিসখা (বিশেষ্য) বায়ু। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+নি}
- Bengali Word বহয়ে (পদ্যে ব্যবহৃত) English definition [বহয়ে] (ক্রিয়া) বহে; প্রবাহিত হয় (বহয়ে হিল্লোল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্>}
- Bengali Word বা ১ English definition [বা] (অব্যয়) ১ বিকল্প; অথবা (যাও বা না যাও; তোমাকেই বা কেমন করে বলি)। ২ পাদপূরণে (আমি নাই বা গেলাম বিলাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আরও (কত বা আদর; কত বা সোহাগ)। ৪ সম্ভাবনা সূচক; সন্দেহবাচক (হবেও বা)। ৫ প্রশ্নবাচক (তুমিই বা গেলে না কেন?)। ৬ সন্দেহস্থলে নিশ্চয়ার্থজ্ঞাপক (কেনেই বা হবে না)। ৭ বিস্ময় বিরক্তি ইত্যাদি জ্ঞাপক (বারে! তামাশা!)। ৮ বেশ; চমৎকার (বা বা বেশ হচ্ছে)। {(ফারসি) বা; (তৎসম বা সংস্কৃত) √কা+ক্বিপ্}
- Bengali Word বা ২, বাঃ English definition [বা] (অব্যয়) বিস্ময় ও আপত্তিসূচক; আশ্চর্য ও অসম্মতিজ্ঞাপক (বা তা কি হয়?)। {(তৎসম বা সংস্কৃত) √বা+ক্বিপ্}
- Bengali Word বা ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [বা] (বিশেষ্য) বাতাস (গিরীষির বা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বাত>}
- Bengali Word বাঁ, বাঁও English definition [বা, বাঁও] (বিশেষ্য), (বিশেষণ) দক্ষিণের বিপরীত; দক্ষিণেতর; বাম (বাদিকের পথ দিয়ে সোজা চলে যাও)। {(তৎসম বা সংস্কৃত) বাম>}
- Bengali Word বাঁই বাঁই English definition [বাঁইবাঁই] (ক্রিয়াবিশেষণ) সোঁ সোঁ করে; বোঁ বোঁ করে (তাকে কাঁধের উপর তুলে নিয়ে বাঁই বাঁই করে ঘুরল ঝাড়া দশমিনিট-সৈয়দ মুজতবা আলী)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বাঁইয়া English definition [বাঁইয়া] (বিশেষণ) ন্যাটা; বাম হস্তে কার্য সম্পাদকারী। {(তৎসম বা সংস্কৃত) বাম্>(বাংলা) বাঁ+ইয়া}
- Bengali Word বাঁও ১ English definition ⇒ বাঁ
- Bengali Word বাঁও, বাম English definition [বাঁও, বাম্] (বিশেষ্য) সাড়ে তিন (বা চার) হাত পরিমিত গভীরতা। □ (বিশেষণ) ঐরূপ পরিমাণ বিশিষ্ট (দশ বাঁও পানির নীচে)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাম্>}
- Bengali Word বাঁওড় English definition [বোঁয়োড়্] (বিশেষ্য) ১ নদীর বাঁক (সেদিন বাঁওড়ের ধারে বেড়াতেই গিয়া পাকা বটফলের গন্ধে অনেকদিনের একটি স্মৃতি মনে উদয় হইয়াছিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ নদীর মুখ যেখানে বেঁকে স্রোত বন্ধ হয় (নতিডাঙ্গার বাঁওড়ে কাহারা মাছ ধরিতেছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ নিম্নভূমিতে সঞ্চিত পানি (পাবনী ফোয়ারা জাহ্নরী ধারা, বাঁওড়ের জল সাগরগামী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বাদ্য। {বাঁক+মোড়>(?)}
- Bengali Word বাঁক ১ English definition [বাঁক্] (বিশেষ্য) ১ বাঁশের বাঁকা দণ্ড যার দুই প্রান্তে মালপত্র ঝুলিয়ে কাঁধে করে বহন করা হয়, ভার বওয়ার দণ্ড; ভরিয়াট (যাহা মাথায় যাইতে পারে, বাঁকে লইতে পারে, তাহা নির্দিষ্ট করিয়া দেওয়ার ধুম পড়িয়া গেল-মীর মশাররফ হোসেন)। ২ বক্রতা। ৩ নদী বা রাস্তার মোড়; নদী বা রাস্তা যেখানে বেঁকে যায় (রাস্তার বাঁকে সে দাঁড়িয়েছিল)। ৪ বাঁকানো বাদ্যযন্ত্র। ৫ নৌকার তলার বাঁকা কাষ্ঠখণ্ড। বাঁকনল (বিশেষ্য) ফুঁ দিয়ে অগ্নিশিখা বাড়াবার জন্য ব্যবহৃত মুখবাঁকা নল; ফুঁকনি; blowpipe। বাঁকমল (বিশেষ্য) পায়ের বক্রাকৃতি গহনাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক>}
- Bengali Word বাঁক ২ English definition [বাঁক্] (বিশেষ্য) ১ মোরগের ডাক (মোরগে বাঁক দেওয়ার আগেই ঘুম থেকে উঠতে হবে)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক (বাঁকা গলার কথা মনে রেখে?)}
- Bengali Word বাঁকা, বেঁকা English definition [বাঁকা, ব্যাঁকা] (বিশেষণ) ১ যা সোজা বা সিধা নয় (বাঁকা বাঁশ, বাঁকা রাস্তা)। ২ কুব্জ; ন্যূব্জ (বাঁকা পিঠ)। ৩ তির্যক; অসরল; কাত (খুঁটিখানা বাঁকা হয়ে গেছে)। ৪ চোরা; গোপন (বাঁকা চাহনি)। ৫ কুটিল; খল; কপট; চক্রী (বাঁকা মন)। □ (ক্রিয়া) ১ বক্র হওয়া; ঘুরে যাওয়া (পথটা ওই দিকে বেঁকে গেছে)। ২ অসম্মত হওয়া; প্রতিকূল বা বিরোধী হওয়া (সে বেঁকে বসেছে)। বাঁকা কথা (বিশেষ্য) কুটিল কথা। বাঁকাচোরা (বিশেষণ) আঁকাবাঁকা; বিভিন্ন দিকে বাঁকা (সে কি তাদের ভবিষ্যৎ জীবনের বাঁকাচোরা ছবি-বুদ্ধদেব বসু)। বাঁকানো (বিশেষ্য) বাঁকাকরণ। (বিশেষণ) বাঁকাকৃত। □ (ক্রিয়া) বাঁকা করা। বেঁকে বসা, বাঁকিয়া বসা (ক্রিয়া) বক্রভাবে স্থাপিত হওয়া; পূর্বের মত বদল করা; দৃঢ়তার সাথে অসম্মত হওয়া। আঁকাবাঁকা (বিশেষণ) সর্পিত; বহুবক্রতাযুক্ত। ঘাড় বাঁকানো (বিশেষ্য) প্রতিরোধের বা প্রতিবাদের ভাব দেখানো। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক>}
- Bengali Word বাঁকারি, বাঁখারি English definition ⇒ বাখারি
- Bengali Word বাঁকুড়া English definition [বাঁকুড়া] (বিশেষণ) বাঁকা। □ (বিশেষ্য) পশ্চিম বঙ্গের একটি জেলা ও শহর। {(তৎসম বা সংস্কৃত) বঙ্কুর>বাঁকুর>}
- Bengali Word বাঁকুয়া English definition [বাঁকুয়া] (বিশেষণ) বাঁকা (বাঁকুয়া পাঁচনি হাতে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্ক>}