ব পৃষ্ঠা ৩৬
- Bengali Word বাঁধুনি English definition ⇒ বাঁধনি
- Bengali Word বাঁধুলি English definition ⇒ বান্ধুলি
- Bengali Word বাঁশ English definition [বাঁশ্] (বিশেষ্য) তৃণজাতীয় এক প্রকার লম্বা গাছ; বংশ; বেণু। বাঁশ গাড়ি (বিশেষ্য) জমির সীমা নির্দেশ করা বা দখলের উদ্দেশ্যে খুঁটি গাড়া। (বুকে) বাঁশ ডলা দেওয়া (ক্রিয়া) যন্ত্রণা দেওয়ার জন্য বুকে বাঁশ দ্বারা ডলা। অত্যন্ত যন্ত্রণাদায়ক পীড়ন করা। বাঁশ দেওয়া (ক্রিয়া) সর্বনাশ সাধন করা; নিদারুণ ক্ষতি করা। বাঁশ বনে ডোম কানা (ব্যঙ্গার্থ) বাঁশবনে কোন বাঁশটি সর্বোৎকৃষ্ট তা বুঝতে অক্ষম ডোমের মতো অসংখ্য মূল্যবান ও শৌখিন দ্রব্যের মধ্যে উপযুক্তটি বেছে নিতে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত) বংশ>}
- Bengali Word বাঁশরি, বাঁশরী English definition [বাঁশোরি] (বিশেষ্য) বাঁশি; মুরলী। {(তৎসম বা সংস্কৃত) বংশী>(বাংলা) বাঁশি; পদ্যে বাঁশরী}
- Bengali Word বাঁশি, বাঁশী English definition [বাঁশি] (বিশেষ্য) বংশী; বেণু; মুরলী; ফুঁ দিয়ে বাজানোর এক প্রকার বাদযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বংশী>}
- Bengali Word বাঁড়া English definition [বাঁড়া] (বিশেষ্য) (অশ্লীল) পুরুষাঙ্গ; শিশ্ন। {(তৎসম বা সংস্কৃত) বণ্ড>}
- Bengali Word বাঁয়া English definition [বাঁয়া] (বিশেষ্য) তবলার সঙ্গে বাঁ হাতে বাজাবার যন্ত্র; ডুগি (বাঁয়া নাই, গোলাবিখিলি নাই, এমন কি একটা থেলোহুঁকোরও অপ্রতুলকালীপ্রসন্ন সিংহ)। ঢাকের বাঁয়া (বিশেষ্য) অপ্রয়োজনীয় কিছু; সঙ্গে আছে কিন্তু বিশেষ কিছু কাজে লাগে না। {(তৎসম বা সংস্কৃত) বাম> বাঁ+আ}
- Bengali Word বাংগি ২, বাঙ্গি ২ English definition [বাঙ্গি] (বিশেষ্য) পাকলে ফেটে যায় এমন শশাজাতীয় ফলবিশেষ। {আঞ্চলিক, অজ্ঞাত মূল}
- Bengali Word বাংগি, বাঙ্গি, বাঙ্গী ১ English definition [বাঙ্গি] দুদিকে শিকাতে ভার বইবার বাঁক। বাংগিদার (বিশেষ্য) বাঙ্গিতে ভার বহনকারী; ভারবাহক। {ওরাও. বাংগী; (তৎসম বা সংস্কৃত) বিহঙ্গিকা>}
- Bengali Word বাংলা ১, বাঙলা, বাঙ্গালা English definition [বাঙ্লা, বাঙ্লা, বাঙ্গালা] (বিশেষ্য) ১ বঙ্গদেশ (বাংলার মাটি বাংলার জল)। ২ বঙ্গভাষা (বাংলায়ে লেখা)। □ (বিশেষণ) বঙ্গভাষায় লিখিত (বাংলা বই)। {(ফারসি) বাঙ্গালাহ্}
- Bengali Word বাংলাদেশ English definition [বাঙ্লাদেশ] (বিশেষ্য) ১ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ; ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ বা সাবেক পূর্ব পাকিস্তান। ২ বঙ্গদেশ। বাংলাদেশি, বাংলাদেশী (বিশেষ্য) বাংলাদেশের নাগরিক। {(তৎসম বা সংস্কৃত) বঙ্গ>; (তুলনীয়) তিব্বতি. বন্জ (জলাভূমি)>; (ফারসি) বঙ্গালহ্}
- Bengali Word বাংলো ১, বাংলা ২, বাঙলা English definition [বাঙ্লো, বাঙ্লা, বাঙ্লা] (বিশেষ্য) ১ চওড়া বারান্দাযুক্ত এক তলা বাড়িবিশেষ; বিশেষ আদলে তৈরি বাড়ি। ২ গ্রাম বাংলার সম্পন্ন গৃহস্থের বাইরের বৈঠকখানা। ৩ পদস্থ চাকুরেদের সরকারি বাসগৃহ। ৪ মফস্বল পরিদর্শনকালে চাকুরেদের বিশ্রাম ও অবস্থান গৃহ। {(হিন্দি) বাংলা>(ইংরেজি) Bungalow>]
- Bengali Word বাঃ English definition [বাহ্] (অব্যয়) ১ বাহবা। ২ প্রশংসা প্রভৃতি। ৩ বিস্ময়সূচক (বাঃ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর!; বাঃ, এই বয়সে বিড়ি খাওয়াও শিখে ফেলেছে)। {(হিন্দি) বাহ্}
- Bengali Word বাঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [বাঅ] (বিশেষ্য) বায়ু (লইত চামরর বাঅ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বাত>}
- Bengali Word বাঅন (মধ্যযুগীয় বাংলা) English definition [বাঅন] (বিশেষণ) ৫২; বায়ন্ন। {(তৎসম বা সংস্কৃত) দ্বাপঞ্চাশৎ>}
- Bengali Word বাআদাব English definition [বায়াদাব্] আদব বা সম্মানের সাথে (হাকিম সাহেব মাথা নওয়াইয়া দক্ষিণ হাত উঠাইয়া বা আদাব বলিলেন, খোদাবন্দ আদাব-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বা+(আরবি) আদাব}
- Bengali Word বাই ১ English definition [বাই] (বিশেষ্য) ১ রোগবিশেষ; বায়ুরোগ। □ (বিশেষণ) ১ বাতিক; ছিট; পাগলামি (শুচিবাই, শুচিবাইগ্রস্ত)। ২ প্রবল শখ; প্রচণ্ড ঝোঁক; নেশা; প্রবল আসক্তি (খেলার বা পড়ার বাই)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}
- Bengali Word বাই ১, বাঈ English definition [বোই] (বিশেষ্য) ১ সম্ভ্রান্ত মহিলার নামের শেষে সম্মানসূচক শব্দ-মহারাষ্ট্র, গুজরাট, রাজপুতনা প্রভৃতি অঞ্চলে ব্যবহৃত (লক্ষ্মী বাই)। ২ পেশাদার গায়িকা; নর্তকী। {(তৎসম বা সংস্কৃত) ভগিনী>বহিনী>}
- Bengali Word বাইক English definition ⇒ সাইকেল
- Bengali Word বাইচ, বাইছ English definition [বাইচ্, বাইছ্] (বিশেষ্য) প্রতিযোগিতামূলক নৌকাচালনা (কতগুলি রোক বাইচ খেলিবার আয়োজন করিতেছে-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত) বাজী>বজি>বাইচ(?)}