ব পৃষ্ঠা ৩৭
- Bengali Word বাইচালি (মধ্যযুগীয় বাংলা) English definition [বাইচালি] (বিশেষ্য) কৌতুকজনক খেলা (শ্যাম প্রিয়ার বাইচালি খেলায়-পূর্ববঙ্গ গীতিকা)। {বাইচ+আলি}
- Bengali Word বাইজ (আঞ্চলিক) English definition [বাইজ্] (বিশেষ্য) বাজনা (বাইজ বাজনার পাটত-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) বাদ্য>বাদ্দ>বাজ্জ>}
- Bengali Word বাইজি, বাইজী English definition [বাইজি] (বিশেষ্য) পেশাদার সম্ভ্রান্ত বা উচ্চশ্রেণির নর্তকী (বাইজী আসরটি মাত করে দিয়েছিল)। {বাই+জি, জী}
- Bengali Word বাইটা English definition ⇒ বেঁটে
- Bengali Word বাইতি English definition [বাইতি] (বিশেষ্য) হিন্দুসমাজের ঢোল-বাদক জাতি। {(তৎসম বা সংস্কৃত) বাদিত্রী>}
- Bengali Word বাইদ English definition [বাইদ্] (বিশেষ্য) বাদা; বন; নাবাল জমি; low land। (শরিফের বাইদ তদারক করিয়া আসিতে রোজ তাঁর দুই ঘন্টা লাগে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) বাইত}
- Bengali Word বাইন ১ English definition [বাইন্] (বিশেষ্য) ১ রস জ্বাল দেওয়ার বৃহৎ চল্লি বা স্থান (কিছু শুকনো কাঠ আমার বাইনে রেখে আসবি)। ২ ভিয়ান; জ্বাল দিয়ে প্রস্তুতকরণ (গুড় বাইন করবো বলে মনে করেছি)। {(তৎসম বা সংস্কৃত) বর্জন>ভিয়ান>}
- Bengali Word বাইন ২, বাইম English definition [বাইন্, বাইম্] (বিশেষ্য) সর্পাকৃতি মাছবিশেষ; বাইন বা মাছ (সে বড় একটি বাইন ধরেছে)। {(তৎসম বা সংস্কৃত) বর্মি>বাইম>বাইন}
- Bengali Word বাইন ৩ English definition [বাইন্] (বিশেষ্য) চাষবাস; বীজবপন (নাবি বাইন)। {(তৎসম বা সংস্কৃত) বপন>বাইন}
- Bengali Word বাইন ৪ English definition [বাইন্] (বিশেষ্য) ১ বাহানা; বায়না; আবদার (পুত্র মতিলাল বাল্যাবস্থা অবধি আদর পাইয়া সর্বদাই বাইন করিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ অভ্যাস। {(আরবি) বয়ানহ}
- Bengali Word বাইবেল English definition [বাইবেল্] (বিশেষ্য) খ্রিস্টানদের সর্বপ্রধান ধর্মগ্রন্থ। {(ইংরেজি) Bible}
- Bengali Word বাইর English definition = বাহির।
- Bengali Word বাইল English definition [বাইল্] (বিশেষ্য) ১ তাল নারকেল প্রভৃতির শাখা। ২ কপাটের একদিকের পাল্লা বা বাহু। ৩ বৃক্ষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পালি>পাইল>বাইল}
- Bengali Word বাইশ English definition [বাইশ্] (বিশেষ্য), (বিশেষণ) দুই অধিক বিংশতি; দ্বাবিংশ; ২২ সংখ্যা বা সংখ্যক। বাইশে, বাইশা (বিশেষণ) ২২ সংখ্যার পূরক; মাসের বাইশ তারিখ (বাইশে শ্রাবণ)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাবিংশ>}
- Bengali Word বাইস ১, বাস English definition [বাইশ্, বাশ্] (বিশেষ্য) ক্ষুদ্র কোদালের মতো ছুতারের একটি অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বাসি>}
- Bengali Word বাইস ২ English definition [বাইশ্] (বিশেষ্য) পাকসাঁড়াশি; কোনো বস্তু এঁটে ধরবার জন্য ব্যবহৃত এক প্রকার যন্ত্র। বাইসম্যান (বিশেষ্য) পাকসাঁড়াশি ব্যবহারকারী শ্রমিক; viceman। {(ইংরেজি) vice }
- Bengali Word বাইসিকল, বাইসাইকেল English definition ⇒ সাইকেল
- Bengali Word বাইড়ান English definition ⇒ বেড়েন
- Bengali Word বাঈ English definition ⇒ বাই
- Bengali Word বাউ English definition [বাউ] বায়ু। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>}