ব পৃষ্ঠা ৪০
- Bengali Word বাগিচা English definition [বাগিচা] (বিশেষ্য) ছোট বাগান; ক্ষুদ্র উদ্যান (চারধারে তার নানান বরণ ফুলে বাগিচার বেড়া-জসীমউদ্দীন)। {(ফারসি) বাগিচাহ}
- Bengali Word বাগিন্দ্রিয় English definition [বাগিন্দ্রিয়ো] (বিশেষ্য) যে ইন্দ্রিয়ের সাহায্যে কথা বলা হয়; মুখ; বাগ্যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বাক্+ইন্দ্রিয়}
- Bengali Word বাগীশ, বাগীশ্বর English definition [বাগিশ্, বাগিশ্শর্] (বিশেষ্য) ১ বাক্য বিশারদ; বাচস্পতি; বাক্পটু; বাগ্মী (তর্কবাগীশ)। ২ হিন্দুপুরাণোক্ত দেবগুরু বৃহস্পতি। বাগীশা, বাগীশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী সরস্বতী। {(তৎসম বা সংস্কৃত) বাক্+ঈশ, ঈশ্বর}
- Bengali Word বাগুরা English definition [বাগুরা] (বিশেষ্য) জাল; ফাঁদ; পাশ (কোথা (বিশেষ্য) নিষাদবৃন্দ বিস্তারিত বাগুরা ধরিত কুরঙ্গ শিশু-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √বা+র(রক্)+আ(টাপ্), ‘গ’ আগম}
- Bengali Word বাগুড়া, বাগুলা English definition [বাগুড়া, বাগুলা] (বিশেষ্য) সুপারি, নারকেল প্রভৃতি গাছের ডালশুদ্ধ পাতা; সুপারি, কলা ইত্যাদি গাছের বৃন্তসহ পাতা। {(তৎসম বা সংস্কৃত) বল্কল>বাক্লা>বাগড়া>}
- Bengali Word বাগে এরাম English definition [বাগে এরাম্] (বিশেষ্য) শাদ্দাদ নির্মিত নকল বেহেশ্ত; বাগে এরামের নহর চাহিয়া নামিল যে পূতধারা-শাহাদাত হোসেন)। {(ফারসি) বাগ+(আরবি) ইরাম}
- Bengali Word বাগেবাগ English definition [বাগেবাগ্] (বিশেষ্য) খুশিতে আটখানা; অতিশয় আনন্দিত (দক্ষিণে দোলে আরবী দরিয়া খুশীতে সে বাগেবাগ-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বাগ্>}
- Bengali Word বাগেশ্রী English definition [বাগেস্স্রি] (বিশেষ্য) গানের একটি বিশেষ সুর (আচ্ছা একবার বাগেশী রাগিণীটা আলাপ করতে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বাগীশ্বরী>}
- Bengali Word বাগ্মী (-গ্মিন্) English definition [বাগ্মি] (বিশেষণ) ভালো বক্তৃতাকারী; বাক্নিপুণ; সুবক্তা; বাক্পটু। বিগ্মিতা বি। {(তৎসম বা সংস্কৃত) বাচ্+গ্মিন্(গ্মিনি)}
- Bengali Word বাগ্জাল English definition [বাগ্জাল্] (বিশেষ্য) কথার ফাঁদ (এটা যে আমি কেবল…বাগ্জাল বিস্তার করে ভয় দেখাচ্ছি তা নয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বাক্+জাল; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাগ্ডম্বর English definition [বাগ্ডম্বর্] (বিশেষ্য) কথার আড়ম্বর বা ঘটা বা সমারোহ; বাগাড়ম্বর। {(তৎসম বা সংস্কৃত) বাক্+ডম্বর; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাগ্দত্তা, বগদত্তা English definition [বাগ্দত্তা] (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) যে কন্যাকে বাক্য দ্বারা দান করা হয়েছে; যে কন্যাকে নির্দিষ্ট পাত্রের সঙ্গে বিবাহ দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। বাগদান (বিশেষ্য) কন্যাদানের অঙ্গীকার। {(তৎসম বা সংস্কৃত) বাক্+দত্তা; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাগ্দেবী, বাগ্বাদিনী, বাগ্বাদিনী English definition [বাগ্দেবি, বাগ্বাদিনি, বাগ্বাদিনি] (বিশেষ্য) হিন্দুমতে বাক্ বা বাণীর অধিষ্ঠাত্রীদেবী সরস্বতী; সরস্বতী দেবী। {(তৎসম বা সংস্কৃত) বাক্+দেবী, বাদিনী}
- Bengali Word বাগ্ধারা, বাগধারা English definition [বাগ্ধারা] (বিশেষ্য) বাগ্ভঙ্গি; বিশেষ প্রণালিতে বা অর্থে কথা বলা; idiom।{(তৎসম বা সংস্কৃত) বাক্+ধারা}
- Bengali Word বাগ্বিতণ্ডা, বাগ্বিতণ্ডা English definition [বাগ্বিতন্ডা] (বিশেষ্য) তর্ক; বিতর্ক; ঝগড়া; কলহ। {(তৎসম বা সংস্কৃত) বাক্+বিতণ্ডা}
- Bengali Word বাগ্বিদগ্ধ English definition [বাগ্বিদগ্ধো] (বিশেষণ) কথায় পণ্ডিত; বাক্যে নিপুণ; বাক্চতুর; বাক্পটু; কথা বলায় পাণ্ডিত্য সম্পন্ন। বাগ্বৈদগ্ধ্য, বাগ্বৈদগ্ধ্য (বিশেষ্য) বাকচতুরতা বা নৈপুণ্য বা পটুতা। {(তৎসম বা সংস্কৃত) বাক্+বিদগ্ধ; ৭ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাগ্যুদ্ধ English definition [বাগ্জুদ্ধো] (বিশেষ্য) ঝগড়া; রাগারাগি; তর্কবিতর্ক (তারা বাগ্যুদ্ধ বেশীক্ষণ চালাতে পারে না-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বাক্+যুদ্ধ; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাগ্শি, বাগি English definition [বাগ্গি, বোগি] (বিশেষ্য) ঘোড়ার গাড়ি (এ আস্তাবলে সে বাগ্গীখানা অনুসন্ধান করলুম-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) Buggy}
- Bengali Word বাগড়া English definition [বাগ্ড়া] (বিশেষ্য) বাধা; বিপত্তি; ব্যাঘাত; প্রতিবন্ধকতা (কিন্তু এদিকে এক বিষম বাগড়া পড়ে গেলো-কাজী ইমদাদুল হক)। বাগড়া বাগড়ি (বিশেষ্য) টানাটানি (আমি একটু বাগড়াবাগড়ি করেছিনু-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘাত>}
- Bengali Word বাঘ English definition [বাঘ্] (বিশেষ্য) ১ ব্যাঘ্র; শার্দূল। ২ (আলঙ্কারিক) বাঘের মতো প্রভাবশালী ব্যক্তি (বাংলার বাঘ)। বাঘিনী, বাঘী( স্ত্রীলিঙ্গ) । বাঘছাড়ি (বিশেষ্য) বাঘের ছাল বা চামড়া। বাঘনখ (বিশেষ্য) ১ বাঘের নখ। ২ কন্ঠের অলঙ্কারবিশেষ; গলার গহনা। ৩ ব্যাঘ্র নখাকৃতি গুপ্ত অস্ত্র। ৪ এক প্রকার গন্ধদ্রব্য। বাঘবন্দি (বিশেষ্য) এক প্রকার খেলা। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) শাসনের দাপটে সকল বিবাদ-বিসংবাদ দূরীভূত হয়ে শান্তি বিরাজ করা। বাঘের ঘরে ঘোগের বাসা (বিশেষ্য) প্রবল শক্তিশালী বাঘের ঘরে শত্রুতা সাধনের নিমিত্ত তদপেক্ষা দুর্বল প্রাণী ঘোঘের গুপ্তভাবে অবস্থানের ন্যায় ব্যাপার। বাঘে ছুলে আঠার ঘা (বিশেষ্য) ১ বাঘের দাঁতে-নখে এমন বিষ যে তা দিয়ে মানুষকে আঘাত করলে নানাস্থানে ক্ষত হয়। ২ (আলঙ্কারিক) যে বিষয়ে একবার লিপ্ত হলে নানা বিপদে বা ঝঞ্ঝাটে পড়তে হয়। বাঘের দুধ (বিশেষ্য) দুষ্প্রাপ্য দ্রব্য বা বস্তু। বাঘের মাসি (বিশেষ্য) বিড়াল। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘ্র>}*