ব পৃষ্ঠা ৩৯
- Bengali Word বাকল, বাকলা English definition [বাকোল্, বাক্লা] (বিশেষ্য) গাছের ছাল; খোসা; ছিলকা। {(তৎসম বা সংস্কৃত) বল্কল>}
- Bengali Word বাকি, বাকী, বক্রী English definition [বাকি, বাকি, বোক্ক্রি] (বিশেষ্য) ১ উদ্বৃত্ত বা অবশিষ্ট অংশ (বাকি কোথা নাহি জানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দেয় বা শোধযোগ্য টাকা (বাকি শোধ করেছো?)। □ (বিশেষণ) ১ অবশিষ্ট; উদ্বৃত্ত; বাড়তি (একটা ভাত টিপিলেই হাঁড়ির সমস্ত ভাতের অবস্থা জানিতে বাকি থাকে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সম্পাদিত হয়নি এমন; অসম্পন্ন (বাকি কাজ)। ৩ পাওনা; প্রাপ্য (বাকি টাকা আদায় করতে বেরিয়েছিলাম)। ৪ আগামী; ভবিষ্যৎ; ভাবী (বাকি জীবনটা যেন সুখে কাটে)। বাকি বকেয়া (বিশেষ্য) অবশিষ্ট পাওনা (বাকি বকেয়া আদায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) বাকী}
- Bengali Word বাক্য English definition [বাক্কো] (বিশেষ্য) ১ কথা; বচন; উক্তি (মোর বাক্য ধরো)। ২ পরস্পর অন্বয়যুক্ত পূর্ণ মনোভাব প্রকাশক পদসমষ্টি, sentence। বাক্যদান (বিশেষ্য) অঙ্গীকার; প্রতিশ্রুতি; কথা দেওয়া (তার সঙ্গে কোনো রকম বাক্যদান কোরো না)। বাক্যনবাব, বাক্যবাগীশ, বাক্যবিশারদ, বাক্যবীর (বিশেষণ) বাক্পটু; বাচাল; কথা বলতে ওস্তাদ (সেখানে সে বাক্যবীর, দর্শনের অলিগলি ঘুরে শোনায় প্রচুর কথামৃত-শামসুর রাহমান)। বাক্য নিঃসরণ (বিশেষ্য) মুখে কোনো কথা না সরা বা আসা (বাক্য নিঃসরণ করিতে পারিলেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বাক্যনিষ্ঠা (বিশেষ্য) কথা দিয়ে কথা রক্ষা করা (তোমার বাক্যনিষ্ঠা দর্শনে আজ আমি বড় সন্তুষ্ট হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বাক্যবাণ (বিশেষ্য) তীক্ষ্ণ তীরের মত মর্মভেদী বচন; অত্যন্ত তীক্ষ্ণ কথা (তোমাকে বাক্যবাণে জর্জরিত করল)। বাক্যব্যয় (বিশেষ্য) কথা বা কোনোরূপ শব্দ উচ্চারণ (বোরহান বাক্যব্যয় না করে প্রন্থান করল)। বাক্যালাপ (বিশেষ্য) কথোপকথন; উক্তি-প্রত্যুক্তি; পরস্পর কথা বলা (আমি এত ব্যস্ত ছিলাম যে তার সাথে বাক্যালাপও করতে পারিনি)। বাক্যস্থ (বিশেষণ) কথা রক্ষা করে এমন; প্রতিশ্রুতিতে অটল। ২ অন্যের কথা অনুসরণ করে এমন; কথায় বাধ্য। বাক্যস্ফূর্তি (বিশেষ্য) কথা বলা; মুখ থেকে শব্দ নির্গমন; মুখে কথা আসা। বাক্যহারা (বিশেষণ) নীরব; নিস্তব্ধ; শান্ত (বাক্যহারা স্বপ্নভরা রাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাক্যাতীত (বিশেষণ) বাক্যে প্রকাশ করা যায় না এমন (বাক্যাতীত গুণ তব বাক্যে কত কব-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাক্যাড়ম্বর (বিশেষ্য) কথার আড়ম্বর বা ঘটা। {(তৎসম বা সংস্কৃত) √বচ+য(ণ্যৎ); (তুলনীয়) বাচ্য}
- Bengali Word বাক্স, বাক্স English definition [বাক্শো] (বিশেষ্য) দ্রব্যাদি রেখে তালা বন্ধ করা যায় এমন চতুষ্কোণ আধার; তোরঙ্গ; পেটিকা। বাক্সজাত (বিশেষণ) বাক্সের মধ্যে রাখা (কাপড়গুলো এতদিন বাক্সজাত অবস্থায় ছিল)। বাক্স বন্দি, বাক্সবন্দী (বিশেষণ) বাক্সের মধ্যে সংরক্ষিত; বাক্সে রক্ষিত (বাক্সবন্দি ছিল জিনিষটা-মনোজ বসু)। ক্যাশ বাক্স (বিশেষ্য) নগদ টাকাকড়ি রাখার পেটিকা (ক্যাশ বাক্সে কিছু নাই)। হাত বাক্স (বিশেষ্য) নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার ছোট পেটিকা (এ জিনিসগুলো এখন হাতবাক্সে রেখে দাও)। {(ইংরেজি) Box}
- Bengali Word বাকড় English definition [বাকোড়্] (বিশেষ্য) হাতি। {(তৎসম বা সংস্কৃত) বরাক>(বর্ণ বিপর্যয়ে) বাকড়}
- Bengali Word বাখরখানি English definition [বাখোর্খানি] (বিশেষ্য) বাখর খান নামক শাসনকর্তার নাম অনুসারে বিশেষ প্রণালিতে প্রস্তুত একপ্রকার নোনতা বিস্কুট। {বাখর খান>}
- Bengali Word বাখান English definition [বাখান্] (বিশেষ্য) ১ ব্যাখ্যান; বর্ণনা; অর্থবিবৃতি (যেন মতে কোরানেতে করিছেন বাখান-সৈয়দ আলাওল)। ২ প্রশংসা; গুণকীর্তন। ৩ বর্ণান; প্রশংসাগীতি; বীরগাথা; সাহসিকতা (শামের বাখান এবে শুন মহাজন-সৈয়দ আলাওল)। বাখানি (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বলি; বর্ণনা বা প্রশংসা করি (চমৎকার রাজভৃত্য বাখানি তোমার-শাহাদাত হোসেন)। বাখানে (ক্রিয়া) প্রশংসা করা; গুণানুবাদ করে (ঘ্রাণ শেষে পান, ক্রমে নাচ গান, বাখানে সওদাগরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ব্যাখ্যান>}
- Bengali Word বাখারি, বাখারী, বাঁখারি, বাঁকারি English definition [বাখারি, বাখারি, বাঁখারি, বাঁকারি] (বিশেষ্য) ১ কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁক বা বাঁশের ফালি (বাখারি দিয়ে বেড়া বাঁধা)। ২ চুনা বিশেষ; জোংড়াচূর্ণ; শামুক, ঝিনুক প্রভৃতি দগ্ধ করে তৈরি করা চুনবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বঙ্কল>বাঙ্কল>বাখর+আরি}
- Bengali Word বাখড়, বাখড়া English definition [বোখোড়, বাখ্ড়া] (বিশেষ্য) তাল, নারকেল প্রভৃতি গাছের ডাল। {(তৎসম বা সংস্কৃত) বাকর>বাক্লা>}
- Bengali Word বাগ ১ English definition [বাগ্] (বিশেষ্য) বাগান; উদ্যান (ও বাগে যেওনা বন্ধু; পুষ্পবন তোমার অন্তরেই বিদ্যমান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাগবাগিচা (বিশেষ্য) ছোটবড় বাগান (সে শহরে অনেক বাগবাগিচা আছে)। বাগবান (বিশেষ্য) মালাকার; মালী; বাগান করে যে, উদ্যান মালিক (এয়ছাই ফুলের আন বানাইল বাগবান, কেহ না দেখিল কোনকালে-সৈয়দ হামজা)। বাগবানি (বিশেষ্য) মালীর কাজ; বাগানের কাজ (কারে বা বাগান বিচে, বাগান মালির কাছে, ভেজিল করিরত বাগবানি–সৈহা)। {(ফারসি) বাগ}
- Bengali Word বাগ ২ English definition [বাগ্] (বিশেষ্য) ১ দিক; পথ (এক বটবৃক্ষ দেখে সেই বাগে পক্ষ বিস্তার করলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ বশ; অধীনতা; শাসন (বাগ মানানো)। ৩ সুযোগ-সুবিধা; আয়ত্তি (তোমাকে বাগে পেয়েছি) ৪ আয়ত্ত (বাগে পাওয়া)। বাগে আসা (ক্রিয়া) আয়ত্তে আসা (তাকে হাত করতে পারলে রইস দুলহা সহজেই বাগে এসে যাবে-জগলুল হায়দার আফরিক)। বাগে পাওয়া (ক্রিয়া) আয়ত্তে পাওয়া (এবার তাকে বাগে পেয়েছি)। {(তৎসম বা সংস্কৃত) বল্গা>(প্রাকৃত) বগ্গা>বাগ}
- Bengali Word বাগডাশ, বাঘডাশা English definition [বাগডাশ্, বাঘ্ডাশা] (বিশেষ্য) বাঘের মতো ডোরাযুক্ত বনবিড়াল। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘ্র>বাঘ>বাগ+(তৎসম বা সংস্কৃত) রাশি>রাশ>ডাশ, +আ}
- Bengali Word বাগডোর English definition [বাগ্ডোর্] (বিশেষ্য) ১ ঘোড়ার লাগাম; রশি; দড়ি (ঘোড়ার বাগডোর হস্তে ধরিয়া ফোরাত নদীর তীরে যাইতে লাগিলেন-মীর মশাররফ হোসেন)। ২ বৃষ, মহষি প্রভৃতির নাকফোঁড় দড়ি। {(তৎসম বা সংস্কৃত) বল্গা>বাগ+(বাংলা) ডোর}
- Bengali Word বাগদি, বাগদী English definition [বাগ্দি] (বিশেষ্য) হিন্দু জাতিবিশেষ (এই পত্রবাহিকা এলোকেশী বাগ্দীর মারফতেই খুব চুপি চুপি চিঠি পাঠালাম-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বকদ্বীপ>বক্ডী(?)>বাগদী}
- Bengali Word বাগধারা English definition ⇒ বাগ্ধারা
- Bengali Word বাগান ১ English definition [বাগান্] (বিশেষ্য) উদ্যান; যেখানে ফুল-ফলাদি উৎপন্ন হয়; উপবন। বাগানবাড়ি, বাগানবাড়ী (বিশেষ্য) বাগানঘেরা বাড়ি; বাগান পরিশোভিত প্রমোদভবন। {(ফারসি) বাগা (উদ্যানপাল)}
- Bengali Word বাগানো, বাগান ২ English definition [বাগানো] (ক্রিয়া) কৌশলে আয়ত্ত করা; বশে আনা (বদমেজাজি ঘোড়াকে বাগানো)। ২ কৌশলে লাভ বা আদায় করা (কাজ বাগানো)। ৩ বিন্যাস বা পাট বা সজ্জিত করা (টেড়ি বাগান)। {বাগ+আনো}
- Bengali Word বাগাড়, বাঘাড় English definition [বাগাড়্, বাঘাড়্] (বিশেষ্য) বৃহৎ আকৃতির এক জাতীয় আড় মাছ। {(তৎসম বা সংস্কৃত) বাঘ+আ>বাঘা>বাগা+(তৎসম বা সংস্কৃত) অণ্ড>আড়}
- Bengali Word বাগাড়ম্বর English definition [বাগাড়ম্বর্] (বিশেষ্য) কথার ঘটা; বড় বড় কথা; কথার আড়ম্বর। {(তৎসম বা সংস্কৃত) বাক্+আড়ম্বর}
- Bengali Word বাগি, বাগী, বাঘী English definition [বাগি, বাগি, বাঘি] বাগি, বাগী, বাঘী । {(তুলনীয়) (হিন্দি) বাঘী}