ব পৃষ্ঠা ৩৮
- Bengali Word বাউই English definition ⇒ বাবুই
- Bengali Word বাউকুড়ানি English definition [বাউকুড়ানি] (বিশেষ্য) ছোট আকারের ঘুর্ণিবায়ু (ধূঁয়া তারি উড়ছে ধূলোয় বাউকুড়ানীর ঠেলায়-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>বাউ+(বাংলা) কুড়ানী}
- Bengali Word বাউটা, বাওটা English definition [বাউটা, বাওটা] (বিশেষ্য) বাতাসের মতো দ্রুতগামী বাওটা নামক একপ্রকার হরিণ (বার শিঙ্গা বাউটাদি কস্তুরী তুনারু-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বাতায়ু>}
- Bengali Word বাউটি, বাউটী English definition [বাউটি] (বিশেষ্য) বলয়জাতীয় অলঙ্কার (দুলে উঠবে তার বাউটী বাজু ঝুমকো-মাহমুদা খাতুন সিদ্দিকা)। {(তৎসম বা সংস্কৃত) বাহুত্রাণ>}
- Bengali Word বাউণ্ডলে English definition [বাউ্ন্ডুলে] (বিশেষণ) ১ ছন্নছাড়া; ভবঘুরে; পথে পথে ঘুরে বেড়ায় এমন (বাউণ্ডুলের আত্মকাহিনী-কাজী নজরুল ইসলাম)। ২ ছলনা; প্রহসন; মিথ্যা (বিয়ে না বাউণ্ডুলে?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বাউণ্ডুলেপনা, বাউণ্ডুলিপনা (বিশেষ্য) ছন্নছাড়ার ভাব; খারাপ কাজে মেতে থাকা (তোমার এ খারাপ কাজে মেতে থাকা (তোমার এ-রকম বাউণ্ডুলীপনা করতে গিয়েছিলে কেন?-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) বায়ু>বাউ; অথবা, (তৎসম বা সংস্কৃত) বাতুল>বাউণ্ডুলে}
- Bengali Word বাউনি English definition [বাউনি] (বিশেষ্য) ১ লক্ষ্মীকে গৃহে অচলা করবার পৌষ পার্বণ বিশেষ (বাউনি বাঁধিয়া-ইগু)। ২ যাতে ভর করে লাউ লতাদি উঠতে পারে এমন ডালপাতা বা কাঠি। {(তৎসম বা সংস্কৃত) বন্ধনী>}
- Bengali Word বাউন্ডারি English definition [বাউন্ডারি] (বিশেষ্য) চতুর্দিকের সীমানাচিহ্ন (বাংলাদেশের বাউন্ডারি)। {(ইংরেজি) Boundary}
- Bengali Word বাউরা English definition [বাউরা] (বিশেষণ) ১ পাগল; ক্ষ্যাপা; উদাসীন (বাঞ্চৎ বাউরা হ্যায়দীনবন্ধু মিত্র)। ২ বাতুল; অভিলাষী (গৌরব করয়ে বাউরা নিশ্চিত-সৈয়দ আলাওল)। {√(তৎসম বা সংস্কৃত) বাতুল>}
- Bengali Word বাউরি, বাউরী English definition [বাউরি] (বিশেষ্য) ১ হিন্দু জাতিবিশেষ (বাউরী, চামার, কাওরা, তেওর, পাটনী, কোটাল, কপালী, মালো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মাতাল; দুরন্ত (কলাবনের বাউরি বাতাস-জসীমউদ্দীন)। ৩ উন্মাদিনী (হইলা বাউরী নারী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বাতুল>বাউল>বাউর+(বাংলা) ই, ঈ}
- Bengali Word বাউল English definition [বায়ুল্] (বিশেষ্য) ১ ধর্ম বা সাধক সম্প্রদায়বিশেষ; একটি গায়ক সম্প্রদায় (এই ভাবধারার পূর্ণতা অভিব্যক্তি ঘটেছে বাউলগানে-আনিসুজ্জামান)। ২ সঙ্গীতের সুরবিশেষ (‘কোথায় গেলে শুনতে পাব বাউলসুরে মধুর গান?’)। ৩ পাগল; ক্ষ্যাপা (ভুজঙ্গে দংশিল ছলে হইয়া মূর্ছিত আউল করএ কেশ বাউল চরিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) বৌদ্ধ তান্ত্রিক বজ্রীকুল>বজ্জীউল>বাজুল>বাউল; বাতুল>;}
- Bengali Word বাউলি, বাউলী English definition [বাউলি] (বিশেষ্য) ১ জনশূন্যস্থান (যুঝেছিল অগণিত কাফেরের সনে বাউলি প্রান্তর মাঝে ভীষণ বিক্রমে-কায়কোবাদকোবাদ)। ২ বন্ধনের হাড়ি ধরবার বেড়ি। বাউলি দিয়ে আসা (ক্রিয়া) ঘুরে আসা; ছলছুতা করে ঘুরে আসা। বাউলিমারা (ক্রিয়া) চালাকির সঙ্গে বা ফাঁকি দিয়ে এড়িয়ে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) বলয়>}
- Bengali Word বাউস English definition [বায়ুশ] (বিশেষ্য) রুই জাতীয় মৎসবিশেষ-রং কালচে বলে কালো বা কালি বাউস নামেও পরিচিত। {(তৎসম বা সংস্কৃত) বাগুস্>}
- Bengali Word বাও English definition [বাও] (বিশেষ্য) ১ বাতাস; বায়ু (এয়ছা জোরে বাও ভরে ফুঁ দিল ওম্মর-সৈয়দ হামজা)। ২ ভূত প্রেতাদি অপদেবতার প্রভাব। ৩ দূষিত গ্রন্থিস্ফীতিবিশেষ; বাগি। {(তৎসম বা সংস্কৃত) বাত>}
- Bengali Word বাওটা English definition [বাওটা] (বিশেষ্য) নৌকাদির পাল (কি হইব লাল বাওটা তুইল্যা সাম্পানের উপর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বাত>বাও+টা}
- Bengali Word বাওড়ি English definition [বাওড়ি] (বিশেষণ) উপাসী; উদ্ভ্রান্ত (বেহুশ বেহালে; বাওড়ী খেয়ালে; তালাশ করিতে ছুটে-সৈয়দ হামজা)। {(তৎসম বা সংস্কৃত) বাতুল>}
- Bengali Word বাওয়া ১ English definition [বাওয়া] (বিশেষণ) ভ্রূণশূন্য; বাঁকা; শাবক উৎপাদনে অসমর্থ (বাওয়া ডিম)। {(তৎসম বা সংস্কৃত) ব্যর্থ>বাথ>বাও(?)+আ}
- Bengali Word বাওয়া, বাহা ২ English definition [বাওয়া, বাহা] (ক্রিয়া) ১ নৌকা চালানো; পানি ঠেলে নিয়ে যাওয়া (কোন্ দিকে রে বাইব তরী, অকুল কালো নীরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতিক্রম করা; চলা; উপরে ওঠা (পথ বাওয়া, সিঁড়ি বাওয়া)। ৩ প্লাবিত করা; ভাসানো (দুকূল বাহিয়া উঠে পড়ে ঢেউ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ উপচানো (যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) √বহ+ণিচ্=√বাহ্>বা+আ, য়-শ্রুতি; ক্রিয়ারূপ-বাই,বাও, বায়, বান, অসমাপিকা ক্রিয়া-বাইতে, বাইলে, বাইয়ে ইত্যাদি}
- Bengali Word বাওয়ালি, বাওয়ালী English definition [বাওয়ালি] (বিশেষ্য) ১ যিনি বাঘকে বশ করার মন্ত্র জানেন (আমাদের পবন বড় জবরদস্ত বাওয়ালী-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ সুন্দরবন থেকে কাঠ, মধু ইত্যাদি সংগ্রহ করে জীবিকা নির্বাহ কারী। {বনওয়ালী>(?)}
- Bengali Word বাক, বাক্য English definition [বাক্] (বিশেষ্য) ১ উক্তি; বাক্য; শব্দ; কথা। ২ বিদ্যা। বাককলহ (বিশেষ্য) বাক্যের দ্বারা কলহ বা গালাগালি; ঝগড়া; তর্কাতর্কি। বাকচাতুরী, বাকচাতুর্য (বিশেষ্য) বাক্য প্রয়োগের কৌশল; কথার বাহাদুরি; ছলনাপূর্ণ কথা (ছেলেটির বাক্চাতুরিতেই সখিনা সব ভুলে গেছে)। বাকছল (বিশেষ্য) ১ কথার কৌশল; ছলনাপূর্ণ বাক্য। ২ বাগ্বিতণ্ডা; তর্কাতর্কি এইরূপে দুইজনে বাড়িছে বাকছল-ভারতচন্দ্র রায়গুণাকর)। বাকপটু (বিশেষণ) কথা বলতে নিপুণ বা দক্ষ (বাক্পটু ছেলেটি)। বাকপারুষ্য (বিশেষ্য) রূঢ় কথা; কথা বলার কর্কশতা; অপমানজনক উক্তি। কটূক্তি। বাকপ্রণালি (বিশেষ্য) কথা বলার রীতি। বাকবিতণ্ডা, বাগ্বিতণ্ডা (বিশেষ্য) ঝগড়াঝাটি; বাকযুদ্ধ (…বাকবিতণ্ডা সৃষ্টি হয়-সৈয়দ মুর্তাজা আলী)। বাকবিভূতি, বাগবিভূতি (বিশেষ্য) বাক্পটুতা; বক্তৃতাশক্তি (সভাকবি দিয়ে গেছে বাকবিভূতিকে গালাগল-জীবনানন্দ দাশ)। বাকরোধ (বিশেষ্য) শব্দ উচ্চারণের শক্তিশূনতা; স্বরবদ্ধ অবস্থা (তার অবস্থা দেখে আমার বাক্রোধ হয়ে এলো)। বাকশক্তি (বিশেষ্য) কথা উচ্চারণের ক্ষমতা। বাকসর্বস্ব (ব্যঙ্গার্থ) (বিশেষণ) কথা বলতে ওস্তাদ কিন্তু কাজ করতে অক্ষম; অপদার্থ। বাকসিদ্ধ (বিশেষণ) যে ব্যক্তির উচ্চারিত কথামাত্রই সত্য হয়। বাকসিদ্ধা( স্ত্রীলিঙ্গ) । বাকস্ফূর্তি (বিশেষ্য) কথা বাহির হওয়ার কার্য; শব্দ উচ্চারণ (বুড়ির সহসা বাকস্ফূর্তি হইলো না-শামসুদ্দীন আবুল কালাম)। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+ক্বিপ্}
- Bengali Word বাকম, বাক-বাকম, বাগ্বাকম English definition [বাকোম্, বাক্বাকোম্, বাগ্বাকোম্] (বিশেষ্য) পায়রার ডাক। {ধ্বন্যাত্মক}