ব পৃষ্ঠা ৫৩
- Bengali Word বারি ২ English definition [বারি] বাহির (হরিষ বিষাদে বাণী শুনে হল বারি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বাহির>বারি}
- Bengali Word বারি ৩ English definition ⇒ বারী
- Bengali Word বারিক English definition [বারিক্] (বিশেষ্য) সৈন্যদলের বাসগৃহ। {(ইংরেজি) Barrack}
- Bengali Word বারী, বারি ৪ English definition [বারি] (বিশেষ্য) ১ হাতি ধরার দাঁড় বা স্থান; খেদা (বাহিরিল বেগে বারী হতে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ জলপাত্র; ঘট; কলসি। {(তৎসম বা সংস্কৃত) বার+ঈ, ই}
- Bengali Word বারীন্দ্র English definition [বারিন্দ্রো] (বিশেষ্য) সমুদ্র (হে বারীন্দ্র, তব পদে এ মন মিনতি-মাইকেল মধুসূদন দত্ত)। বারীন্দ্রাণী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বারি+ইন্দ্র; তৎপুরুষ সমাস}
- Bengali Word বারীশ English definition [বারিশ্] (বিশেষ্য) সমুদ্র (বারীশের কাছে সামান্য বারিবিন্দু বলিয়া উপেক্ষিত হইবার যোগ্য-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) বারি + ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বারুই, বারই English definition [বারুই, বারোই] (বিশেষ্য) পেশাজীবী হিন্দু সম্প্রদায়বিশেষ, যারা পান উৎপাদন ও বিক্রয় করে; তাম্থুলি; তাম্থুলিক (মাদক বারুই, আদরে এ দুই-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বারুজীবী>}
- Bengali Word বারুণা (মধ্যযুগীয় বাংলা) English definition [বারুনা] (বিশেষ্য) ঝাঁটা; সম্মার্জনী (মারিবে তোমাক বারুণার বাড়ি-মানিক রাজার গান)।
- Bengali Word বারুণী English definition [বারুনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ একপ্রকার মদ। ২ শতভিষা নক্ষত্র। ৩ পশ্চিম দিক। ৪ বরুণের স্ত্রী। বারুণী স্নান (বিশেষ্য) মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসব বিশেষ (ওড়াকান্দির বারুণী স্নান)। {(তৎসম বা সংস্কৃত) বরুণ+অ(অণ্)+ঈ}
- Bengali Word বারুদ English definition [বারুদ] (বিশেষ্য) এক প্রকার বিস্ফোরক চূর্ণ, যা দিয়ে কামান বন্দুক ইত্যাদির গুলি প্রস্তুত হয়। বারুদ খানা (বিশেষ্য) যে ঘরে বা গুদামে বারুদ রাখা হয়। {তুর্কি বারুদ}
- Bengali Word বারেক English definition [বারেক্] (ক্রিয়াবিশেষণ) একবার মাত্র। {বার+এক}
- Bengali Word বারেন্দ্র English definition [বারেন্দ্রো] (বিশেষ্য) ১ বরেন্দ্রভূমি অর্থাৎ রাজশাহী প্রভৃতি উত্তরাঞ্চলের অধিবাসী। বাঙালি ব্রাহ্মণের অঞ্চলভিত্তিক বিভাজন বিশেষ। বারেন্দ্র( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বরেন্দ্র+অ(অণ্)}
- Bengali Word বারো, বার ৬ English definition [বারো] (বিশেষ্য), (বিশেষণ) ১২ সংখ্যা বা সংখ্যক; দ্বাদশ (রফিক আমাকে বারোটা বই দিয়েছে)। বারোই/ ১২ ই (বিশেষ্য) মাসের দ্বাদশ দিবস বা তারিখ। বারোইয়ারি, বারোয়ারি, বারোয়ারী (বিশেষণ) বন্ধুস্থানীয় বারো জন বা বহু জনের (বারোয়ারি সম্পত্তি); সমমনা বারো জন বা বহু জনের সমন্বয়ে গঠিত, অনুষ্ঠিত বা গৃহীত (বারোয়ারি পূজা, বারোয়ারি মেলা)। বারোভূঁইয়া, বারোভূঁঞা (বিশেষ্য) দ্বাদশ ভূম্যধিকারী; পাঠান রাজত্বের শেষভাগের কেদার রায়, ঈশা খাঁ, প্রতাপাদিত্য প্রভৃতি বঙ্গের বারো জন বা ততোধিক শক্তিশালী সামন্ত রাজা। বারো মাস ত্রিশদিন (বিশেষ্য) সর্বদা; সর্বক্ষণ। বারো মাসি, বারো মাস্যা (বিশেষ্য) বিরহিণী নারীর এক বৎসরব্যাপী দুঃখের কাহিনী নিয়ে রচিত কবিতা। বারেমাসের তেরো পার্বণ (বিশেষ্য) পার্বণাধিক্য বোধক-পার্বণ বা উৎসব লেগেই আছে এমন অবস্থা। বারো মেসে (বিশেষণ) বৎসরের সকল সময়েই জন্মে এমন। বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) অতিরিক্ত দীর্ঘ। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>}
- Bengali Word বারোয়া, বারোয়া, বারোয়ারি English definition [বারোয়া, বারোয়া, বারোয়ারি] (বিশেষ্য) একটি রাগিণীর নাম (নকীবের তুরী ফুৎকার আজ বারোয়ার সুরে কাঁদে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বারো+(ফারসি) রয়ারী}
- Bengali Word বারোয়ারি, বারোয়ারী English definition ⇒ বারো
- Bengali Word বার্ণিস English definition ⇒ বার্নিশ
- Bengali Word বার্তা ১ English definition [বার্তা] (বিশেষ্য) সংবাদ; বৃত্তান্ত; খবর; জনশ্রুতি (অনেকের নিকট তাহার তত্ত্ব জিজ্ঞাসা করিয়াছি কিন্তু কেহই কিছু বার্তা বলিতে পারে নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তি+অ(অণ্)+আ(টাপ্)}
- Bengali Word বার্তা ২ English definition [বার্তা] (বিশেষ্য) বৃত্তি; কৃষিকার্য ও গবাদি পশুপালন। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তি+অ(অণ্)+আ(টাপ্)}
- Bengali Word বার্তাকু, বার্ত্তাকু English definition [বার্তাকু] (বিশেষ্য) বেগুন (যেমন এক বার্তাকুদগ্ধ গুহ মহাশয়ের অন্নরাশির উপর শোভা করিতেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বার্ত্তাকু}
- Bengali Word বার্তিক English definition [বার্তিক্] (বিশেষ্য) ১ বৈশ্যজাতি; কৃষিকর্মে পটু। ২ গ্রন্থের টাকা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বার্তা+ইক(ঠক্)}