ব পৃষ্ঠা ৮৩
- Bengali Word বিমর্দ, বিমর্দন English definition [বিমর্দো, বিমর্দন্] (বিশেষ্য) ১ চূর্ণন। ২ মন্থন। ৩ ঘর্ষণ। ৪ পেষণ। ৫ বিনাশ; ধ্বংস। বিমর্দক, বিমর্দনক (বিশেষণ) ১ নিষ্পেষক। ২ বিমর্দনকারী। বিমর্দিত (বিশেষ্য) ১ দলিত; মথিত। □ (বিশেষণ) ১ পিষ্ট। ২ ঘৃষ্ট। ৩ চূর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মৃদ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিমর্শ, বিমর্শন English definition [বিমর্শো, বিমর্শন্] (বিশেষ্য) ১ বিতর্ককরণ; তর্ক। ২ বিশেষ বিবেচনা; বিচার। ৩ তথ্য নিরূপণ। ৪ যুক্তি দিয়ে পরীক্ষাকরণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√মৃশ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিমর্ষ English definition [বিমর্শো] (বিশেষ্য) ১ অসহন। ২ অসন্তোষ। ৩ দুঃখিত; বিষণ্ন; মনমরা; ম্লান। বিমর্ষতা (বিশেষ্য) বিষণ্নতা; ম্লানতা (আছে একটা রঙিন বিমর্ষতা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√মর্ষ+অ(ঘঞ্)}
- Bengali Word বিমল English definition [বিমল্] (বিশেষণ) ১ নির্মল; ময়লাহীন। ২ স্বচ্ছ। ৩ অনাবিল; অকলঙ্ক। ৪ পূত; পবিত্র; নিষ্পাপ। বিমলা( স্ত্রীলিঙ্গ) । বিমলতা (বিশেষ্য) ১ নির্মলতা। ২ স্বচ্ছতা। ৩ পবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+মল; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিমা, বীমা English definition [বিমা] (বিশেষ্য) ক্ষতিপূরণার্থ চুক্তি; ভবিষ্যতে টাকা প্রাপ্তির আশায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে টাকা জমা রাখা;insurance। বিমাপত্র (বিশেষ্য) বিমাবিষয়ক অঙ্গীকারপত্র; policy। {(ফারসি) বীমাহ্}
- Bengali Word বিমাতা English definition [বিমাতা] (বিশেষ্য) মায়ের সপত্নী; গর্ভধারিণী ছাড়া পিতার অন্য স্ত্রী; সৎমা। {(তৎসম বা সংস্কৃত) বি+মাতা(বিরুদ্ধ)+মাতৃ}
- Bengali Word বিমান English definition [বিমান্] (বিশেষ্য) ১ উড়োজাহাজ; হাওয়াই জাহাজ; আকাশগামী যান; ব্যোমযান; aeroplane; air-ship। ২ আকাশ। বিমানঘাঁটি (বিশেষ্য) বিমানাঙ্গন; বিমানবন্দর; aero-drome। বিমানপথ (বিশেষ্য) যে পথে নিয়মিতভাবে উড়োজাহাজ চলাচল করে; airway। বিমান পরিবহন (বিশেষ্য) উড়োজাহাজে করে এক স্থান থেকে অন্যস্থানে যাত্রী ও মালপত্র নিয়ে যাওয়া; air-transport। বিমানবালা (বিশেষ্য) উড়োজাহাজের মহিলা কর্মচারী যিনি আরোহীগণের খাদ্য ও পানীয় পরিবেশন ও অন্যান্য সুখ-সুবিধার দিকে লক্ষ্য রাখেন; air-hostess। বিমানবাহিনী (বিশেষ্য) বিমানবল; বিমানশক্তি; যে সামরিক বাহিনী উড়োহাজাজের সাহায্যে যুদ্ধ করে; airforce। {(তৎসম বা সংস্কৃত) বি+মান; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিমাননা English definition [বিমানোনা] অপমান; তিরস্কার। বিমানিত অপমানিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মানি+অন(যুচ্)+অ(টাপ্)}
- Bengali Word বিমার, বেমার English definition [বিমার, ব্যামার] (বিশেষ্য) পীড়া; রোগ; ব্যাধি (বেমার রোজ জেয়াদা মালুম হচ্ছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। □ (বিশেষণ) পীড়িত। বিমারি, বিমারী (বিশেষ্য) পীড়া; রোগ (শরীরে কোন বিমারি ঢুকছে-ওহিদুল আলম)। বিমারিস্তান (বিশেষ্য) হাসপাতাল (বিমারিস্তানে রোগীর পাশে পাশে অবস্থান করে তাদের শুশ্রূষা করার-আবদুল মওদুদ)। {(ফারসি) বীমার}
- Bengali Word বিমিশ্র English definition [বিমিস্স্রো] (বিশেষণ) সম্পৃক্ত; যুক্ত; মিশ্রিত (এই বিমিশ্র এবং কলুষিত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বি+মিশ্র}
- Bengali Word বিমুক্ত English definition [বিমুক্ততো] (বিশেষণ) ১ মুক্ত; পরিত্রাণপ্রাপ্ত; মুক্তিপ্রাপ্ত; স্বাধীন (স্বাধীন বিমুক্ত দুই পুরানো প্রতিবেশী-মনোজ বসু)। ২ পরিত্যক্ত। ৩ মোক্ষলাভ করেছে এমন; মোক্ষপ্রাপ্ত। বিমুক্তি (বিশেষ্য) ১ বন্ধনমোচন। ২ দুঃখ নিবৃত্তি। ৩ মোক্ষ; মুক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+মুক্ত}
- Bengali Word বিমুখ, বৈমুখ English definition [বিমুখ, বোইমুখ] (বিশেষণ) ১ স্পৃহাহীন; নিবৃত্ত; নিরস্ত (স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নারাজ; অপ্রসন্ন; প্রতিকূল; বিরুদ্ধ; বিরোধী। ৩ নারাজ; অপ্রসন্ন; প্রতিকূল; প্রার্থনা পূর্ণ না হওয়া। বৈমুখ্য বি। {(তৎসম বা সংস্কৃত) বি/বৈ (বিরুদ্ধ)+মুখ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিমুগ্ধ English definition [বিমুগ্ধো] (বিশেষণ) ১ বিশেষ মুগ্ধ। ২ মোহগ্রস্ত; মোহপ্রাপ্ত। বিমুগ্ধা( স্ত্রীলিঙ্গ) । বিমুগ্ধতা (বিশেষ্য) ১ মুগ্ধতা। ২ মোহগ্রস্ততা। {(তৎসম বা সংস্কৃত) বি+মুগ্ধ}
- Bengali Word বিমূর্ত English definition [বিমুর্তো] (বিশেষণ) ১ মূর্তিহীন; নিরবয়ব। ২ ভাবমূলক; ভাবময়; abstract। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+মূর্তি; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিমূঢ় English definition [বিমুঢ়ো] (বিশেষণ) ১ হিতাহিত জ্ঞানশূন্য; কর্তব্যজ্ঞানহীন; অজ্ঞান। ২ হতবুদ্ধি; বিহ্বল (কাঞ্চন এক মুহূর্তের জন্য বিমূঢ় হইয়া পড়িয়াছিল-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ মোহাচ্ছন্ন; সম্পূর্ণ মুগ্ধ। □ (বিশেষ্য) মূর্খ। বিমূঢ়তা (বিশেষ্য) ১ মূর্খতা; অজ্ঞতা। ২বিহ্বলতা {(তৎসম বা সংস্কৃত) বি+মূঢ়}
- Bengali Word বিমৃষ্ট English definition [বিমৃশ্টো] (বিশেষণ) বিবেচিত; বিচিন্তিত; বিচারিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√মৃষ্+ত(ক্ত)}
- Bengali Word বিমৃষ্যকারী, বিমৃশ্যকারী English definition [বিমৃশ্শোকারি] (বিশেষণ) বিশেষ চিন্তা করে কাজ করে এমন। বিমৃষ্যকারিতা, বিমৃশ্য-কারিতা (বিশেষ্য) কোনো কাজের পূর্বে বিশেষভাবে চিন্তাকরণ। {(তৎসম বা সংস্কৃত) বিমৃষ্য/বিমৃশ্য+কারী}
- Bengali Word বিমোচন English definition [বিমোচন্] (বিশেষ্য) ১ মুক্তকরণ। ২ উদ্ধার; বন্ধনমোচন (রোগীর রোগ দূর হয় বন্দীবিমোচন-বিজয় গুপ্ত)। ৩ মুক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+মোচন}
- Bengali Word বিমোহ English definition [বিমোহো] (বিশেষ্য) মোহাচ্ছন্নতা; চিত্তের জড়তা; বিমুগ্ধতা। বিমোহন (বিশেষ্য) ১ মুগ্ধকরণ; ভুলানো। ২ মোহজনক; মুগ্ধকারী। বিমোহিত (বিশেষণ) মুগ্ধ; মোহগ্রস্ত; বিহ্বল (তোমাকে দেখিয়া বিমোহিত হইয়াছি-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বি+মোহ}
- Bengali Word বিম্ব English definition [বিম্বো] (বিশেষ্য) ১ ছায়া; প্রতিবিম্ব। ২ সূর্য ও চন্দ্রের মণ্ডল। ৩ তেলাকুচা ফল (বিম্বফল জিনি তার শোভা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ বুদ্বুদ। বিম্বাগত, বিম্বিত (বিশেষণ) প্রতিফলিত। বিম্বাধর, বিম্বোষ্ঠ, বিম্বৌষ্ঠ (বিশেষ্য) পাকা তেলাকুচা ফলের ন্যায় রক্তবর্ণ ঠোঁট। □ (বিশেষণ) তেলাকুচা ফলের মতো লাল ঠোঁটবিশিষ্ট। বিম্বাধরা, বিম্বোষ্ঠা, বিম্বৌষ্ঠা( স্ত্রীলিঙ্গ) । বিম্বু (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) জলবিম্ব (পরভুর আসন বিম্বু সবিতে না পারে-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বিম্বুপাত (বিশেষ্য) বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠা বা সৃষ্টি (ন ছিল বিম্বুপাত-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বিআএল (প্রাচীন বাংলা) প্রসব করল (বলদ বিআএল-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) √বী+ব(বন্)}