ব পৃষ্ঠা ৮৪
- Bengali Word বিমৎসর English definition [বিমত্শর্] (বিশেষণ) হিংসাশূন্য; অহিংসক। {(তৎসম বা সংস্কৃত) বি+মৎসর}
- Bengali Word বিযুক্ত, বিযুত English definition [বিজুক্তো, বিজুত্] (বিশেষণ) ১ বিশ্লিষ্ট; সংযোগশূন্য; বিচ্ছিন্ন; পৃথক।২ (গনিত.) বাদ দেওয়া বা বিয়োগ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√যুজ্+ত(ক্ত)}
- Bengali Word বিযোড় English definition [বিজোড়্] (বিশেষণ) জোড়া নয় এমন; অযুগ্ম; দুই দ্বারা বিভাজ্য নয় এমন। {বি+জোড়}
- Bengali Word বিরক্ত English definition [বিরক্তো] (বিশেষণ) ১ আসক্তিহীন; অনুরক্তিহীন; অনুরাগশূন্য; বিরাগী; নিঃস্পৃহ; উদাসীন। ২ জ্বালাতন; অপ্রসন্ন; অসন্তুষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বি+√রন্জ্+ত(ক্ত)}
- Bengali Word বিরক্তি English definition [বিরোক্তি] (বিশেষ্য) অসন্তোষ; বিরাগ; বিরক্ত হওয়ার ভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+√রন্জ্+তি(ক্তি)}
- Bengali Word বিরচন English definition [বিরচন] (বিশেষ্য) ১ প্রণয়ন; নির্মাণ; রচনা (আনন্দলোক করি বিরচন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লিখন। ৩ গ্রথন। {(তৎসম বা সংস্কৃত) বি+√রচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিরচিত English definition [বিরোচিতো] (বিশেষণ) ১ প্রণীত; কৃত; নির্মিত; প্রস্তুত; তৈরি। ২ লিখিত। ৩ গ্রথিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√রচ্+ত(ক্ত)}
- Bengali Word বিরজা English definition [বিরজা] (বিশেষ্য) ১ হিন্দুদের শ্রীক্ষেত্র। ২ রাধিকার জনৈক সখীর নাম। ৩ বৈষ্ণবশাস্ত্রে নদীবিশেষ, যা উত্তীর্ণ হয়ে বৈকুণ্ঠ যেতে হয়। বিরজাধাম (বিশেষ্য) হিন্দুদের জগন্নাথক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) বি+রজ+আ(টাপ্)}
- Bengali Word বিরত English definition [বিরতো] (বিশেষণ) নিবৃত্ত; ক্ষান্ত। বিরতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিরতি (বিশেষ্য) ১ ক্ষান্তি; নিবৃত্তি; নিরস্ত হওয়া। ২ বিরাম; অবসর (সেথায় বিপুল বিরতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অবসান। {(তৎসম বা সংস্কৃত) বি+√রম্+ত(ক্ত)}
- Bengali Word বিরমাণ (ব্রজবুলি) English definition [বিরমানো] (বিশেষ্য) প্রিয়; বল্লভ; স্বামী (রাজা শিবসিংহ.....নগিমাদেবী বিরমান-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিরমণ>}
- Bengali Word বিরল English definition [বিরল্] (বিশেষণ) ১ অনিবিড়; ফাঁকবিশিষ্ট (বিরল পল্লব)। ২ খুব কম; অত্যল্প (জনবিরল)। ৩ কদাচিৎ দেখা যায় এমন (এমন লোক বিরল বটে)। ৪ নির্জন বা জনমানবশূন্য স্থান (বসিয়া বিরলে-চণ্ডীদাস)। বিরলতা (বিশেষ্য) নির্জনতা (হাজার লোকে নজর পাড়ে একটুকু নাই বিরলতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√রা+আল(কলচ্)}
- Bengali Word বিরস English definition [বিরশ্] (বিশেষণ) ১ রসশূন্য; সারহীন (পিপাসা পাইলে সেই বিরস বারিই পান করিতে হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ম্লান; আনন্দহীন (বিরসবদনা)। ৩ বিস্বাদ (ঠাণ্ডা চায়ের মত বিরস-আতাউর)। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) (বিগত)+রস; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিরহ English definition [বিরহো] (বিশেষ্য) ১ বিচ্ছেদ। ২ অভাব; শূন্যতা। ৩ শৃঙ্গার রসের একটি বিশিষ্ট অবস্থা। বিরস-বিধুর (বিশেষ্য) বিচ্ছেদকাতর; বিরহকাতর (বিরহ-বিধুর নয়নসলিলে মিলন মধুর লাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিরহিত (বিশেষণ) ১ বিযুক্ত। ২ বিহীন। বিরহী(-হিন্) (বিশেষণ) বিরহকাতর; বিচ্ছেদপীড়িত; বিরহ-বিধুর। বিরহী-কাজরী মোর হিয়ার বাজে-শাহাদাত হোসেন)। বিরহিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিরহিয়া (বিশেষণ) বিরহী (ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বি+√রহ্+অ(অচ্)}
- Bengali Word বিরাগ English definition [বিরাগ্] (বিশেষ্য) ১ ঔদাসীন্য; নিঃস্পৃহতা; অনুরাগের অভাব। ২ বিতৃষ্ণা; বিরক্তি। বিরাগী(-গিন্) (বিশেষণ) ১ উদাসীন; আসক্তিহীন; নিঃস্পৃহ। ২ বিরাগযুক্ত। ৩ বিরক্ত। বিরাগিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিরাগভাজন (বিশেষণ) বিরক্তি জন্মায় এমন; বিরাগের পাত্র এরূপ। {(তৎসম বা সংস্কৃত) বি+√রন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিরাঙ (মধ্যযুগীয় বাংলা) English definition [বিরাঙ্] (বিশেষ্য) গর্জন (বাঘা দিল বিরাঙ বিস্তার করি মুখ-ঘনরাম চক্রবর্তী)। {(মদ্যযুগীয় বাংলা) ; অজ্ঞাত মূল}
- Bengali Word বিরাজ English definition [বিরাজ্] (বিশেষ্য) শোভাযুক্ত হয়ে অবস্থিতি; শোভাসহকারে অবস্থান। □ (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) প্রকাশ পাওয়া; বিরাজ করা; শোভা পাওয়া (ত্রিভুবনে তোমাদের প্রত্যক্ষ বিরাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিরাজমান, বিরাজিত (বিশেষণ) ১ শোভিত; উদ্ভাসিত; দীপ্ত। ২ শোভামান হয়ে অবস্থিত। ৩ প্রকাশিত; দৃষ্টিগোচর। {(তৎসম বা সংস্কৃত) বি+√রাজ্+ক্বিপ্}
- Bengali Word বিরাজিত English definition ⇒ বিরাজ
- Bengali Word বিরাট ১ English definition [বিরাট্] (বিশেষণ) ১ বিশাল; প্রকাণ্ড; সুবৃৎ। ২ সর্বব্যাপী। বিরাটত্ব (বিশেষ্য) বিশালত্ব (লণ্ডনের বিরাটত্বই মনকে ঘাবড়ে দেয়-মুহম্মদ আবদুল হাই)। বিরাড় (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) রাজা (বীর যমরাড় বুঝিয়া বিরাড়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বি+√রাজ্+ ক্বিপ্}
- Bengali Word বিরাট ২ English definition [বিরাট্] (বিশেষ্য) ১ উত্তরার পিতার নাম। ২ প্রাচীন রাজ্যবিশেষ; মৎস্যদেশ। {(তৎসম বা সংস্কৃত) বি+রাজ্+ ক্বিপ্}
- Bengali Word বিরান English definition [বিরান্] (বিশেষণ) জনমানবহীন; পরিত্যক্ত; বসতিশূন্য; ধ্বংসপ্রাপ্ত (ইরান মুলুক বিরান হল এমন বাহার মরসূমে-কাজী নজরুল ইসলাম)। বিরান পাথার (বিশেষ্য) জনমানবহীন সমুদ্র। বিরানপ্রান্তর (বিশেষ্য) নির্জন মাঠ (বিরান পাথারে তাঁবু গেড়ে পড়ে আছি-মুনীর চৌধুরী)। বিরানা (বিশেষণ) জনশূন্য; নিঃসম্পর্ক; বেগানা (বিরানা মানুষ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) ৱীরান}