ব পৃষ্ঠা ৮৫
- Bengali Word বিরাননব্বই, বিরানব্বুই English definition [বিরানব্বোই, বিরানব্বুই] (বিশেষ্য), (বিশেষণ) ৯২ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বিনবতি>}
- Bengali Word বিরানি, বিরিয়ানি, বিরয়ানী English definition [বিরানি, বিরিয়ানি, বিরোয়ানি] (বিশেষ্য) মাংস সহযোগে প্রস্তুত একপ্রকার পোলাও; গোশ্ত-পোলাও; মাংস-পোলাও (বিরয়ানী মুরগী মুছল্লম থেকে মিঠা টুকরা মোরব্বা-সৈয়দ মুজতবা আলী; রোষ্ট, বিরিয়ানি আর পুডিং-ওবায়েদুল হক)। {(ফারসি) বিরআনী}
- Bengali Word বিরাবান English definition [বিরাবান্] (বিশেষ্য) মরুভূমি। {(ফারসি) ৱীরানাহ}
- Bengali Word বিরাম English definition [বিরাম্] (বিশেষ্য) ১ বিশ্রাম; অবসর বিনোদন (অসীম বিরাম নিকেতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরতি; ক্ষান্তি। ৩ অবসান; সমাপ্তি। ৪ অবসর। ৫ নিবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+√রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিরাশি, বিরাশী English definition [বিরাশি] (বিশেষ্য), (বিশেষণ) ৮২ সংখ্যক বা সংখ্যা। বিরাশি সিক্কা ওজন (বিশেষ্য) ৮২টি রুপার মুদ্রার সমান অর্থাৎ ৮২ তোলা ওজন; পাকা ওজন। বিরাশি সিক্কা ওজনের চাপড় (বিশেষ্য) প্রবলতম চপেটাঘাত। {(তৎসম বা সংস্কৃত) দ্ব্যশীতি>}
- Bengali Word বিরিখ (মধ্যযুগীয় বাংলা) English definition [বিরিখ] (বিশেষ্য) বৃক্ষ; গাছ (বিরিখের ফল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বৃক্ষ>}
- Bengali Word বিরিঞ্চি English definition [বিরিন্চি] (বিশেষ্য) হিন্দুদেবতা ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রচ্+অ(অচ্)+ই(ইন্)}
- Bengali Word বিরিয়ানি English definition ⇒ বিরানি
- Bengali Word বিরুদ্ধ English definition [বিরুদ্ধো] (বিশেষণ) ১ বিপরীত; উল্টা। ২ পরিপন্থী; প্রতিকূল। ৩ বিরোধী। বিরুদ্ধতা (বিশেষ্য) ১ প্রতিকূলতা। ২ বিরোধিতা। বিরুদ্ধাচরণ (বিশেষ্য) বিপক্ষতা; শত্রুতা; প্রতিকূলতা। বিরুদ্ধে (ক্রিয়াবিশেষণ) বিপক্ষে; শত্রুপক্ষে। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্+ত(ক্ত)}
- Bengali Word বিরূপ English definition [বিরূপ] (বিশেষণ) ১ বিরূপ ; কুরূপ। ২ অপ্রসন্ন; বিমুখ; অসস্তুষ্ট (বিরূপ হওয়া)। বিরূপতা, বিরূপত্ব; বৈরূপ্য (বিশেষ্য) বিমুখতা। {(তৎসম বা সংস্কৃত) বি+রূপ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিরূপাক্ষ English definition [বিরুপাক্খো] (বিশেষ্য) বিরূপ অক্ষি যার; হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) বিরূপ+অক্ষি; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিরেচক English definition [বিরেচক্] (বিশেষ্য) জোলাপ; যা খেলে জলের মতো মল নিঃসৃত হয়। □ (বিশেষণ) দাস্তকর; মল-নিঃসারক। বিরেচন (বিশেষ্য) ১ ভেদ; মল-নিঃসারণ। □ (বিশেষণ) মল-নিঃসারক; দাস্তকারী। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বিরোচন English definition [বিরোচন্] (বিশেষ্য) ১ সূর্য। ২ চন্দ্র। ৩ অগ্নি। ৪ হিন্দু পুরাণোক্ত একজন দৈত্য; বলির পিতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিরোধ English definition [বিরোধ্] (বিশেষ্য) ১ কলহ; বিবাদ; ঝগড়া। ২ শত্রুতা। ৩ যুদ্ধ। ৪ পরস্পর বিপরীতভাব বা বৈপরীত্য বা বিরুদ্ধতা। ৫ অনৈক্য; অবনিবনা। বিরোধক (বিশেষণ) বিরোধকারী; প্রতিবন্ধক। বিরোধাভাস (বিশেষ্য) ১ অর্থালঙ্কারবিশেষ। ২ যে অর্থালঙ্কারে যথার্থ বিরোধ না থাকলেও আপাতত বিরোধের প্রতীতি হয় (যথা-অচক্ষু সর্বত্র চান অকর্ণ শুনিতে পান-ভারতচন্দ্র রায়গুণাকর)। বিরোধিত (বিশেষণ) প্রতিকূলতা বা বিরোধিতা করা হয়েছে এমন; বিরোধযুক্ত। বিরোধী (-ধিন্) (বিশেষণ) ১ বিরোধিতা করে এমন; বিরোধকারী; বিরুদ্ধ আচরণকারী। ২ শত্রু; বিপক্ষ। ৩ বিরুদ্ধ; প্রতিকূল। বিরোধিনী( স্ত্রীলিঙ্গ) । বিরোধিতা (বিশেষ্য) বিপক্ষতা; শত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√রুধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিরয়ানী English definition ⇒ বিরানি
- Bengali Word বিল ১ English definition [বিল্] (বিশেষ্য) ছিদ্র; গুহা; গর্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিল্+অ(ক)}
- Bengali Word বিল ২ English definition [বিল্] (বিশেষ্য) স্রোতহীন বিশাল জলাশয়; বাওড় (ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √বিল্+অ(ক)}
- Bengali Word বিল ৩ English definition [বিল্] (বিশেষ্য) ১ বিক্রেতা কর্তৃক ক্রেতাকে প্রদত্ত বিক্রীত দ্রব্যের বর্ণনা ও হিসাবযুক্ত কাগজ। ২ হুন্ডি। ৩ আইন পরিষদে উপস্থাপিত আইনের খসড়া। {(ইংরেজি) bill}
- Bengali Word বিলকুল English definition [বিল্কুল্] (বিশেষণ) ১ স্রেফ; একদম (সতর্ক বাক্যগুলো বিলকুল ভুলে মেরে দিয়েছি-মনোজ বসু)। ২ সম্পূর্ণ; সমস্ত; সমুদয়; বেবাক (বুজদিল ঐ দুশমন সব বিলকুল সাফ হো গিয়া-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) বিলকুল্}
- Bengali Word বিলক্ষণ English definition [বিলোক্খোন্] (বিশেষণ) ১ বিপরীত; পৃথক; বিভিন্ন; আলাদা (অগ্নি ও জল হচ্ছে স্বরূপ বিলক্ষণ)। ২ অসাধরণ। □ (ক্রিয়াবিশেষণ) খুব ভালো রকম; অসামান্য (আমরা উপদেশ দিতে বিলক্ষণ পটু-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (অব্যয়) যথেষ্ট হয়েছে; বেশ হয়েছে; বিস্ময় বিরক্তি প্রভৃতি বোধক; আচ্ছা বেশ (বিলক্ষণ এখন যাও তো)। {(তৎসম বা সংস্কৃত) বি+লক্ষণ; বহুব্রীহি সমাস}