ব পৃষ্ঠা ৮৬
- Bengali Word বিলঙ্ঘন English definition [বিলঙ্ঘন্] (বিশেষ্য) উল্লঙ্গন। বিলঙ্ঘনীয়, বিলঙ্ঘ্য (বিশেষ্য) অতিক্রমণযোগ্য। বিলঙ্ঘিত (বিশেষণ) অতিক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+লঙ্ঘন}
- Bengali Word বিলজ্জ English definition [বিলজ্জো] (বিশেষণ) নির্লজ্জ; লজ্জাহীন। বিলজ্জমান (বিশেষণ) বিশেষভাবে লজ্জিত। {(তৎসম বা সংস্কৃত) বি+লজ্জা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিলনো English definition ⇒ বিলানো
- Bengali Word বিলপন English definition [বিলপন্] (বিশেষ্য) পরিতাপ; বিলাপ; ক্রন্দন। বিলপমান (বিশেষণ) বিলাপ করছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√লপ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিলপা, বিলাপা English definition [বিলোপা, বিলাপা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিলাপ করা। {(তৎসম বা সংস্কৃত) বি+√লপ্+(বাংলা) আ}
- Bengali Word বিলম্ব English definition [বিলম্বো] (বিশেষ্য) ১ গৌণ; দেরি (পৌঁছাতে বিলম্ব হবে)। ২ লম্বমান। বিলম্বন (বিশেষ্য) ১ দেরিকরণ; দেরি। ২ ঝুলন। বিলম্বিত (বিশেষণ) ১ ধীর গতিযুক্ত; বিলম্বযুক্ত। ২ লম্বমান; ঝুলানো হয়েছে এমন (পিঙ্গল আভায় জটা বিলম্বিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিলম্বিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (শ্লথগতি মদালসা বিলম্বিতা বেণী-কাজী নজরুল ইসলাম)। বিলম্বী(-ম্বিন্) (বিশেষ্য), (বিশেষণ) দেরি করেছে এমন; বিলম্বাকারী। □ (বিশেষণ) ঝুলানো; বিলম্বিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√লম্ব্+অ(অচ্)}
- Bengali Word বিলম্বাহ (মধ্যযুগীয় বাংলা) English definition [বিলম্বাহ] বিলম্ব করাও (তিল এক হরি বিলম্বাহ)। {(তৎসম বা সংস্কৃত) বিলম্ব>}
- Bengali Word বিলসই ((মদ্যযুগীয় বাংলা) , (ব্রজবুলি)) English definition [বিলশই] (ক্রিয়া) ইচ্ছা করে (সুপুরুষ বিলসই-বিদ্যাপতি)। বিলসব (ব্রজবুলি) বিলাস করবে (কা সঞে বিলসব-বিদ্যাপতি))। বিলসয়ে (ব্রজবুলি) বিলাস করে (বহুবিধ বিলসয়ে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিলসতি>}
- Bengali Word বিলসন, বিলসিত English definition [বিলশন্, বিলোশিতো] (বিশেষ্য) ১ লীলা; হাবভাব। ২ খেলা; ক্রীড়া। ৩ স্ফুরণ; প্রকাশ; প্রকটন; বিকাশ। ৪ শোভা; সৌন্দর্য। বিলসিত (বিশেষণ) ১ ক্রীড়িত; লীলায়িত। ২ শোভিত। □ (বিশেষ্য) ১ প্রকাশিত; প্রকটিত। ২ স্ফুরিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√লস্+অন(ল্যুট্), ত(ক্ত)}
- Bengali Word বিলসা English definition [বিলশা] (ক্রিয়া) ১ লীলাভরে চলা; বিহার করা। ২ বিলাস করা; হাবভাব প্রকাশ কর (দ্যুলোকে ভূলোকে বিলসিছ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বিলাস+ (বাংলা) আ}
- Bengali Word বিলাত ১ English definition [বিলাত্] (বিশেষ্য) অনাদায়; পাওনা আদায় না হওয়া। বিলাত বাকি (বিশেষ্য) যে অনাদায়ী টাকা আদায় করা যাবে না; bad debt। {(তৎসম বা সংস্কৃত) বিলয়>, (তুলনীয়) (হিন্দি) বিলট্না}
- Bengali Word বিলাত ২, বিলেত English definition [বিলাত্, বিলেত্] (বিশেষ্য) ১ ইংলন্ড। ২ ইউরোপ। বিলাত ফেরত, বিলাতফেরতা (বিশেষণ) ইংলন্ড বা ইউরোপ ঘুরে এসেছে এমন। বিলাতি, বিলিতি (বিশেষণ) ১ বিলাতে উৎপন্ন বা প্রচলিত (নানাবিধ বিলাতি জিনিস বিক্রীত হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বিদেশ থেকে আমদানিকৃত; বিদেশাগত। বিলাতি কুমড়া⇒কুমড়া। বিলতি-বেগুন (বিশেষ্য) টম্যাটো। বিলাতিয়ানা (বিশেষ্য) বিলাতি চাল-চলন ও হাবভাব। {(আরবি) বিলায়ৎ, ৱিলায়েত}
- Bengali Word বিলানো, বিলনো English definition [বিলানো, বিলনো] (ক্রিয়া) বন্টন করা; দান বা বিতরণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) বিতরণ>; ক্রিয়ারূপ-বিলাই, বিলাও, বিলান, বিলায়, অসমাপিকা ক্রিয়া-বিলিয়ে, বিলাতে, বিলালে ইত্যাদি}
- Bengali Word বিলাপ English definition [বিলাপ্] (বিশেষ্য) কাতরোক্তি; খেদোক্তি; শোকপ্রকাশ; ক্রন্দন। বিলাপী(-পিন্) (বিশেষণ) খেদ প্রকাশকারী; বিলাপকারী; ক্রন্দনকারী; শোকগ্রস্ত (কাঁদে যথা বিলাপী-মাইকেল মধুসূদন দত্ত)। বিলাপিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√লপ্+(ঘঞ্)}
- Bengali Word বিলাপিনী English definition ⇒ বিলাপ
- Bengali Word বিলাপী English definition ⇒ বিলাপ
- Bengali Word বিলাস English definition [বিলাশ্] (বিশেষ্য) ১ শৌখিনতা; সুখভোগ; আরাম; বাবুগিরি। ২ কেলি; লীলা; প্রমোদ; বিহার। ৩ বিকাশ;শোভা; সৌন্দর্য। ৪ লীলায়িত ভঙ্গি; হাবভাব (ফুটন্ত অধর প্রান্তে হাসির বিলাস-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিলাসকানন (বিশেষ্য) প্রমোদবন; প্রমোদোদ্যন। বিলাসিতা (বিশেষ্য) বিলাসপূর্ণ চালচলন; বাবুগিরি; শৌখিনতা। বিলাসিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বিলাস-পরায়ণা। ২ নারী। ৩ বারাঙ্গনা; বেশ্যা। বিলাসী (বিশেষণ) শৌখিন; বিলাসপরায়ণ; সুখভোগে রত; আরামপ্রিয় (সুস্বনে সবার কাছে করিয়া বিলাসী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√লস্+অ(ঘঞ্)}
- Bengali Word বিলি ১ English definition [বিলি] (বিশেষ্য) ১ বিতরণ (ডাক বিলি)। ২ বিনামূল্যে দান (সব কিছু বিলি করে দিয়েছি)। ৩ বন্দোবস্ত; ব্যবস্থা; খাজনার বদলে জমি দেওয়া (জমা বিলি)। ৪ শৃঙ্খলা; নিয়ম (এদের কাজের কোন বিলি-ব্যবস্থা নেই)। ৫ বন্টন; দায়িত্ব অর্পণ (কাজের বিলি)। {(হিন্দি) বিলানা>}
- Bengali Word বিলি ২ English definition ⇒ বিলিখন
- Bengali Word বিলিখন, বিলেখন, বিলি ৩ English definition [বিলিখন্, বিলেখন্, বিলি] (বিশেষ্য) ১ বিদারণ; খনন। ২ আঁচড়ানো; চুলে হাত বুলানো (কেউ চুল বিলি দিয়ে উপরি সুখ দিচ্ছেন-মীর মশাররফ হোসেন)। বিলিখিত (বিশেষণ) বিলিখন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+লিখন, লেখন}