ব পৃষ্ঠা ৮৭
- Bengali Word বিলিপ্ত English definition [বিলিপ্তো] (বিশেষণ) প্রলিপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+লিপ্ত}
- Bengali Word বিলিয়ন English definition [বিলিয়ন্] (বিশেষ্য) একশত কোটি (ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্রে ১,০০০, ০০০, ০০০)। {(ইংরেজি) billion}
- Bengali Word বিলীন English definition [বিলিন্] (বিশেষণ) ১ বিলয়প্রাপ্ত; মিলিয়ে গেছে এরূপ (যখন বিলীনভাবে ছিনু ওই বিরাট জঠরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্পূর্ণ লুপ্ত; অন্তর্হিত; অদৃশ্য। {(তৎসম বা সংস্কৃত) বি+লীন}
- Bengali Word বিলীয়মান English definition [বিলিয়োমান্] (বিশেষণ) ১ বিলীন হয়ে যাচ্ছে এমন। ২ লুপ্ত বা অন্তর্হিত বা অদৃশ্য হচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) বি+√লী+আন(শানচ্)}
- Bengali Word বিলুণ্ঠন English definition [বিলুন্ঠন্] (বিশেষ্য) ১ গড়াগড়ি দেওয়া। ২ লুণ্ঠনকরণ; অপহরণ। বিলুণ্ঠিত (বিশেষণ) গড়াগড়ি দিচ্ছে এমন; অপহৃত। বিলুণ্ঠিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+লুণ্ঠন}
- Bengali Word বিলুপ্ত English definition [বিলুপ্তো] (বিশেষণ) ১ অন্তর্হিত; বিলোপ্রাপ্ত। ২ বিলীন। বিলুপ্তি বি। {(তৎসম বা সংস্কৃত) বি+লুপ্ত}
- Bengali Word বিলেপ, বিলেপন English definition [বিলেপ্, বিলেপন্] (বিশেষ্য) ১ লেপা; পোঁচ দেওয়া। মাখানো। ২ লেপন করা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√লিপ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিলোকন English definition [বিলোকোন্] (বিশেষ্য) অবলোকন; দর্শন; আগ্রহের সঙ্গে দর্শন। বিলোপিত (বিশেষণ) দৃষ্ট; অবলোকিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√লোক্+অন(ল্যুট্)}
- Bengali Word বিলোচন English definition [বিলোচোন্] (বিশেষ্য) ১ দর্শন; দেখা। ২ শিবের চোখ; চক্ষু; নয়ন। {(তৎসম বা সংস্কৃত) বি(বিকৃত)+লোচন; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিলোপ, বিলোপন English definition [বিলোপ্, বিলোপন্] (বিশেষ্য) ১ সম্পূর্ন লোপ। ২ বিনাশ। ধ্বংস। ৩ মৃত্যু। ৪ অন্তর্ধান; তিরোভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+√লুপ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিলোভন English definition [বিলোভন্] (বিশেষ্য) ১ লোভনীয় জিনিস। ২ বিরুদ্ধ; প্রতিকূল। ৩ প্রতিলোম। ৪ সঙ্গীতে সুরের অবরোহণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√লুভ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিলোল English definition [বিলোল্] (বিশেষণ) ১ চঞ্চল; কম্পিত; চপল (অপাঙ্গে বিলোল কটাক্ষ স্ফুরিত করিয়া-রাজশেখর বসু (পরশু))। ২ লোলুপ; অতিলোভী (বিলোল নয়নে-আহসান হাবীব)। ৩ এলোমেলো; বিশৃঙ্খলা (বিলোল কবরী)। {(তৎসম বা সংস্কৃত) বি+√লুল্+অ(অচ্)}
- Bengali Word বিলোড়ন English definition [বিলোড়ন্] (বিশেষ্য) ১ মন্থন; আলোড়ন। ২ আন্দোলন। বিলোড়িত (বিশেষণ) আলোড়িত; মথিত (তারা সব আজ রাতে বিলোড়িত জাহাজের খোল-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) বি+ √লোড়্+অন(ল্যুট্)}
- Bengali Word বিল্ডিং English definition [বিল্ডিঙ্] (বিশেষ্য) ইটের তৈরি বাড়ি; পাকা বাড়ি। {(ইংরেজি) building}
- Bengali Word বিল্ব English definition [বিল্লো] (বিশেষ্য) শ্রীফল; বেলফল বা গাছ। বিল্বস্তনী (বিশেষণ) বেলসদৃশ দৃঢ় ও সুগোল স্তনবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √বিল্+ব(বক্)}
- Bengali Word বিলয় ১ English definition [বিলয়্] (বিশেষ্য) ১ নাশ; প্রলয়। ২ ধ্বংস; বিনাশ। বিলয়ন (বিশেষ্য) বিনাশন; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) বি+লয়}
- Bengali Word বিলয় ২ English definition [বিলয়্] (বিশেষণ) তালহীন; লয়শূন্য। {(তৎসম বা সংস্কৃত) বি+রয়}
- Bengali Word বিশ English definition [বিশ্] (বিশেষ্য), (বিশেষণ) কুড়ি; ২০ সংখ্যা বা সংখ্যক। বিশ বাঁও পানি (বিশেষ্য) বিষম বিপাক। {(তৎসম বা সংস্কৃত) বিংশতি, বিংশ>}
- Bengali Word বিশদ English definition [বিশদ্] (বিশেষণ) ১ সুস্পষ্ট; স্পষ্ট (বিশদ ব্যাখ্যা)। ২ ধবল; সিত; শুভ্র; সাদা (বিশদ বস্ত্র বিশদ উত্তরি-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ নির্মল। বিশদতা (বিশেষ্য) ১ স্পষ্টতা। ২ শুভ্রতা। ৩ নির্মলতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√শদ্+অ(অচ্)}
- Bengali Word বিশরাম ((মদ্যযুগীয় বাংলা) ); (পদ্যে ব্যবহৃত) English definition [বিশরাম] (বিশেষ্য) বিশ্রাম (নাহি বিশরাম-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্রাম>(স্বরাগমে) বিশরাম}