ব পৃষ্ঠা ৮৮
- Bengali Word বিশল্য English definition [বিশোল্লো] (বিশেষণ) ১ শল্যশূন্য। ২ যন্ত্রণাশূন্য; বেদনাহীন। ৩ ভাবনাহীন; চিন্তাবিহীন; নির্ভাবনা। বিশল্যকরণী (বিশেষ্য) রামায়ণোক্ত এক প্রকার বেদনা দূরকারী পাতা । বিশল্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রসববেদনাশূন্যা। □ (বিশেষ্য) একপ্রকার ব্যথা দূরকারী লতা; গুলঞ্চ। {(তৎসম বা সংস্কৃত) বি+শল্য}
- Bengali Word বিশা ১ English definition ⇒ বিশে
- Bengali Word বিশা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বিশা] (বিশেষ্য) ১৬০ তোলা (বিশা দরে ছেনা কিনি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বা>}
- Bengali Word বিশাই English definition [বিশাই] (বিশেষ্য) হিন্দু-দেবতা বিশ্বকর্মা (কারুছত্রের ছাতা বিশাই-এর হাতিয়ার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বকর্মা>}
- Bengali Word বিশাখ ১ English definition [বিশাখ্] (বিশেষ্য) হিন্দুদেবতা কার্তিকেয়। {(তৎসম বা সংস্কৃত) বি+শাখা+অ(অণ্)}
- Bengali Word বিশাখ ২ English definition [বিশাখ্] (বিশেষণ) শাখাশূন্য। বিশাখা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+শাখা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশাখা ১ English definition [বিশাখা] (বিশেষ্য) ১ রাধিকার একজন সখী। ২ সাতাশ নক্ষত্রের একটি (বিশাখা কি নীহারিকা ছায় রে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিশাখ+আ(টাপ্)}
- Bengali Word বিশাখা ২ English definition ⇒ বিশাখ২
- Bengali Word বিশারদ English definition [বিশারদ্] (বিশেষ্য) পণ্ডিত; অভিজ্ঞ; জ্ঞানসম্পন্ন (সর্বশাস্ত্রে বিশারদরূপে গুণে বিদগধ-দৌলত উজির বাহরাম খান)। □ (বিশেষণ) ১ পারদর্শী। ২ দক্ষ; নিপুণ। {(তৎসম বা সংস্কৃত) বি(বিপরীত)+শারদ (প্রতিভাহীন) অর্থাৎ প্রতিভাশূন্যতার বিপরীত=প্রতিভাবান; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশাল English definition [বিশাল্] (বিশেষণ) ১ প্রকাণ্ড; বৃহৎ বিস্তীর্ণ। ২ অতিশয় উদার (বিশালহৃদয়)। বিশালতা, বিশালত্ব (বিশেষ্য) ১ বিস্তীর্ণতা; প্রকাণ্ডতা। ২ অতিশয় উদারতা। বিশালী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশালাক্ষী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ চোখ আয়ত বা টানা-টানা এমন; আয়তলোচনযুক্তা। ২ পরমা সুন্দরী। {(তৎসম বা সংস্কৃত) বি+শাল}
- Bengali Word বিশিখ English definition [বিশিখ্] (বিশেষ্য) ১ বাণ (অরির সন্ধান করি বামনে বিশিখ জুড়ি লোরের কাটায় শরাসন-কাজী দৌলত)। ২ তোমর নামক অস্ত্র। ৩ শরগাছ। ৩ শিখাহীন। {(তৎসম বা সংস্কৃত) বি+শিখা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশিষ্টা English definition [বিশিশ্টো] (বিশেষণ) ১ বিশেষ প্রকার; অসাধারণ; অত্যন্ত (বিশিষ্ট ভদ্রলোক)। ২ যুক্ত; সমন্বিত; সংবলিত (গুণবিশিষ্ট)। ৩ প্রসিদ্ধ; মর্যাদাসম্পন্ন (বিশিষ্ট সাহিত্যিক)। বিশিষ্টতা (বিশেষ্য) ১ অতিশয় শিষ্টতা। ২ অসাধারণতা। {(তৎসম বা সংস্কৃত) বি+শিষ্ট}
- Bengali Word বিশীর্ণ English definition [বিশির্নো] (বিশেষণ) বিশেষভাবে শীর্ণ; অতিশয় শুষ্ক; অত্যন্ত কৃশ; অতীব জীর্ণ (বিমল বিশীর্ণ রেবা-রবীন্দ্রনাথ ঠাকুর)।
- Bengali Word বিশীর্ণা English definition (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশীর্ণতা, বিশীর্ণত্ব (বিশেষ্য) অতিশয় জীর্ণতা; অত্যন্ত শুষ্কতা। {(তৎসম বা সংস্কৃত) বি+শীর্ণ}
- Bengali Word বিশুদ্ধ English definition [বিশুদ্ধো] (বিশেষণ) ১ পবিত্র। ২ নির্মল; নিষ্কলঙ্ক; অতিশুদ্ধ। ৩ অমিশ্র। ৪ খাঁটি। ৫ দোষহীন; নির্দোষ। বিশুদ্ধতা, বিশুদ্ধি (বিশেষ্য) নির্মলতা; পবিত্রতা (অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+শুদ্ধ}
- Bengali Word বিশুষ্ক English definition [বিশুশ্কো] (বিশেষণ) ১ খুব শুষ্ক; রসহীন (বিশুষ্ক তালু গগন জিহ্বা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ ম্লান; নিষ্প্রভ। বিশুষ্কতা (বিশেষ্য) ১ শুষ্কতা; শুষ্কভাব; অত্যন্ত রসহীনতা। ২ ম্লানিমা। {(তৎসম বা সংস্কৃত) বি+শুষ্ক}
- Bengali Word বিশৃঙ্খলা English definition [বিস্স্রিঙ্খল্] (বিশেষণ) ১ এলোমেলো; শৃঙ্খলহীন; বিপর্যস্ত। ২ নিয়মবদ্ধ নয় এমন; নিয়মহীন। ৩ উচ্ছৃঙ্খল। বিশৃঙ্খলতা, বিশৃঙ্খলা (বিশেষ্য) ১ ব্যবস্থাহীনতা। ২ উচ্ছৃঙ্খলতা। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+শৃঙ্খলা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশে, বিশা English definition [বিশে, বিশা] (বিশেষ্য), (বিশেষণ) মাসের বিংশতি দিবস বা দিবসের; মাসের কুড়ি তারিখ বা কুড়ি তারিখের। {(তৎসম বা সংস্কৃত) বিংশতি>}
- Bengali Word বিশেষ English definition [বিশেশ্] (বিশেষ্য) ১ প্রকর্ষ; উৎকর্ষ; আতিশয্য; আধিক্য। ২ ভেদাভেদ; প্রভেদ; বৈলক্ষণ্য; তারতম্য (মানুষে মানুষে নাই যে বিশেষ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ রকম; প্রকার (অবস্থা বিশেষ)। ৪ বৈচিত্র্য (যৌবন মোর দিনে দিনে শেষ। কাহ্নঞিঁ না বুঝে দৈবে এ বিশেষ-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষণ) ১ বিশিষ্ট; অসাধারণ (বিশেষ লোক)। ২ বিলক্ষণ; জরুরি; খুব বেশি (বিশেষ দরকার)। বিশেষক (বিশেষণ) ১ বৈশিষ্টজ্ঞাপক; বিশেষকারক। ২ প্রবেদকারী; প্রভেদক। বিশেষজ্ঞ (বিশেষণ) ১ সুপণ্ডিত। ২ বিশেষ বিষয়ে জ্ঞানী; কোনো বিষয়ে যে উত্তমরূপে জানে; expert। বিশেষত অব্য; (ক্রিয়াবিশেষণ) ১ বিশেষ করে; বিশেষভাবে। ২ অধিকন্তু। ৩ প্রধানত। বিশেষত্ব (বিশেষ্য) বিশেষ গুণ; অসাধারণত্ব; বৈশিষ্ট্য; বিশেষ ভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিশেষণ English definition [বিশেশন্] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) যে পদ বিশেষ্যের বা সর্বনামের গুণ ভাব অবস্থাদি নির্দেশ করে। ২ গুণ বা দোষ নির্দেশক; প্রশংসাসূচক শব্দ। ৩ বিশেষ ধর্ম। ৪ চিহ্ন। ৫ বিশেষিতকরণ (বিশেষণে সবিশেষ কহিবারে পারি-ভারতচন্দ্র রায়গুণাকর)। বিশেষিত (বিশেষণ) ১ বিশেষণের সাহায্যে নির্ণীত। ২ পৃথক্কৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্+অন(ল্যুট্)}