ব পৃষ্ঠা ৮৯
- Bengali Word বিশেষত, বিশেষতঃ English definition [বিশেষতো, বিশেষতহ্] বিশেষ করে। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ+তস্(তসি)}
- Bengali Word বিশেষোক্তি English definition [বিশেশোক্তি] (বিশেষ্য) সাহিত্যে অলঙ্কারবিশেষ; কারণ সত্ত্বেও কাজের অভাব ঘটলে যে অলঙ্কার হয় (যথা: যদি করি বিষ পান তথাপি না যায় প্রাণ অনলে সলিলে মৃত্যু নাই-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ+উক্তি}
- Bengali Word বিশেষ্য English definition [বিশেশ্শো] (বিশেষ্য) (ব্যাকরণ) ব্যক্তি প্রাণী বস্তু দ্রব্য জাতি ক্রিয়া গুণ বা ভাবের সংজ্ঞাবাচক শব্দ। □ (বিশেষণ) গুণাদি দ্বারা পৃথক করে নির্দিষ্ট করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√শিষ্+য(ণ্যৎ)}
- Bengali Word বিশোক English definition [বিশোক্] (বিশেষ্য) ১ অশোক বৃক্ষ বা ফুল। □ (বিশেষণ) শোকরহিত শোকশূন্য; অশোক। বিশোকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+শোক}
- Bengali Word বিশোধক English definition ⇒ বিশোধন
- Bengali Word বিশোধন English definition [বিশোধন্] (বিশেষ্য) ১ বিশুদ্ধকরণ। ২ সংশোধন। ৩ সম্যকরূপে শোধন। বিশোধক (বিশেষণ) বিশুদ্ধ করে এমন; বিশোধনকর। বিশোধনীয়, বিশোধ্য (বিশেষণ) বিশোধনযোগ্য; বিশুদ্ধ করার উপযুক্ত। বিশোধিত বিন বিশুদ্ধ করা হয়েছে এমন। পরিষ্কৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+শোধন}
- Bengali Word বিশোধিত, বিশোধ্য English definition ⇒ বিশোধন
- Bengali Word বিশোষণ English definition [বিশোশোন্] (বিশেষ্য) শুষ্ককরণ; বিশেষভাবে শোষণ; তরল পদার্থ শুষে স্বীয় অঙ্গীভূতকরণ; absorption। বিশোধিত (বিশেষণ) বিশেষভাবে শোষণ করা হয়েছে এমন; বিশেষভাবে শোষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+শোষন}
- Bengali Word বিশ্ব English definition [বিশ্শো] (বিশেষ্য) জগৎ। □ (বিশেষণ) সমস্ত; সমুদয়; সকল; সব; যাবতীয় (বিশ্বমানব)। বিশ্বকর্মা (বিশেষ্য) হিন্দু দেবতাবিশেষ, যিনি শিল্পের দেবতারূপে খ্যাত। বিশ্বকোষ (বিশেষ্য) জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার আলোচ্য বিষয় নিয়ে সংকলিত এবং সাধারণত একাধিক খণ্ডে বর্ণানুক্রমিকভাবে বিন্যস্ত গ্রন্থবিশেষ; encyclopedia। বিশ্বচরাচর (বিশেষ্য) সমগ্র দৃশ্যমান জগৎ। বিশ্বজন (বিশেষ্য) মানব জাতি; মানব সাধারণ; পৃথিবীর সমস্ত মানুষ। বিশ্বজনীন (বিশেষণ) ১ জগদ্ব্যাপী। ২ বিশ্বের মঙ্গলজনক; সর্বজনহিতকর। ৩ সকল মানুষ সম্পর্কীয়। বিশ্বজিৎ (বিশেষ্য) ১ যিনি বিশ্বকে জয় করেছেন। ২ যজ্ঞবিশেষ। বিশ্বত/বিশ্বতঃ (অব্যয়) সর্বত; সর্বত্র। বিশ্বদেব (বিশেষ্য) ১ অগ্নি; আগুন। ২ হিন্দুমতে গণদেবতা। বিশ্বনাথ (বিশেষ্য) ১ জগদীশ্বর; কাশীর বিখ্যাত শিবলিঙ্গ। ২ হিন্দুদেবতা শিব। বিশ্বনিখিল (বিশেষ্য) সমগ্র জগৎ। বিশ্বনিন্দক, বিশ্বনিন্দুক (বিশেষ্য) যে সব কিছুর নিন্দা করে; প্রত্যেকের নিন্দাকারী (তাহারা বিশ্বনিন্দক-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিশ্বপা (বিশেষ্য) ১ জগতের পালক; পরমেশ্বর; খোদা; আল্লাহ্তালা। বিশ্বপাতা (বিশেষ্য), (বিশেষণ) বিশ্বপিতা; জগৎপালক। বিশ্বপ্রেম (বিশেষ্য) সর্বজনের প্রতি সমান ভালোবাসা বা প্রীতি। বিশ্বপ্রেমিক (বিশেষণ) বিশ্বের সর্বজনকে ভালোবাসে এমন। বিশ্ববকাটে, বিশ্ববখাটে (বিশেষণ) চরম দুষ্ট লোক; সর্বাপেক্ষা দুষ্টচরিত্রের লোক। বিশ্ববাসী (বিশেষ্য) ১ বিশ্বের সমগ্র মানবজাতি; জগতেরজনগণ। ২ জগদ্বাসী। বিশ্ববিদ্যালয় (বিশেষ্য) সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান; university। বিশ্ববিধাতা (বিশেষ্য) সৃষ্টিকর্তা; পরমেশ্বর; আল্লাহ। বিশ্ববিমোহন, বিশ্বমোহী(-হিন্) (বিশেষণ) সমস্ত জগৎ মুগ্ধকারী; ভুবন-মোহন। বিশ্ববিমোহিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশ্ববিলোপ (বিশেষণ) বিশ্বকে মুছে দেয় এমন। বিশ্ববিশ্রুত (বিশেষণ) জগৎবিখ্যাত; জগতের সর্বত্র প্রসিদ্ধ; ভুবনবিখ্যাত। বিশ্বব্যাপী (বিশেষণ) পৃথিবীর সব জায়গায় বিস্তৃত; সকল স্থানে বর্তমান। বিশ্বমৈত্রী (বিশেষ্য) জগতের সকলের সঙ্গে বন্ধুত্ব বা মিত্রতা; universal friendship। বিশ্বম্ভরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বিশ্বের ধারক; জগতের আশ্রয়; পৃথিবী। বিশ্বরূপ (বিশেষ্য) ১ ঈশ্বর। ২ অনন্ত রূপ। ৩ সমগ্র জগৎ যাঁর রূপ বা আকৃতি। বিশ্বসংসার⇒বিশ্বনিখিল। বিশ্বসাহিত্য (বিশেষ্য) ১ সকল দেশ বা সকল যুগের উপযোগী যে সাহিত্য। ২ জগতের সাহিত্য; বিশ্ববিখ্যাত গ্রন্থ। বিশ্বাশ্লেষী (বিশেষণ) বিশ্ব পরিব্যাপক বা বিশ্ব মিলন সংঘটক (তিনি বিশ্বাশ্লেষী আন্তর্জাতিকতার মহিমা কীর্তন করিতে থাকেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্+ব(ক্বন্)}
- Bengali Word বিশ্বস্ত English definition [বিশ্শস্তো] (বিশেষণ) ১ বিশ্বাসের উপযুক্ত; বিশ্বাসকারী; বিশ্বাসী। ২ বিশ্বাসভাজন। বিশ্বস্ততা (বিশেষ্য) বিশ্বাসযোগ্যতা। বিশ্বস্তসূত্রে ক্রিবিন বিশ্বাসযোগ্য ব্যক্তি থেকে; বিশ্বাসযোগ্য ঘটনা বা কারণ থেকে। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্বস্+ত(ক্ত)}
- Bengali Word বিশ্বামিত্র English definition [বিশ্শামিত্ত্রো] (বিশেষ্য) খ্যাতনামা ঋষি। {(তৎসম বা সংস্কৃত) বিশ্ব+মিত্র; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশ্বাস English definition [বিশ্শাশ্] (বিশেষ্য) ১ সত্য বলে বিবেচনা; প্রত্যয় (বিশ্বাসকর)। ২ নির্ভর; আস্থা; ভরসা (তোমার উপর বিশ্বাস নাই)। ৩ শ্রদ্ধা। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতী, বিশ্বাসহন্তা (বিশেষ্য) প্রতারক; অবিশ্বাসী; বিশ্বাসভাজন হয়েও যে অবিশ্বাসের কাজ করে; বেইমান। বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসহন্ত্রী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিশ্বাসভাজন (বিশেষণ) বিশ্বাসের বা আস্থার পাত্র; নির্ভরযোগ্য। বিশ্বাসী(-সিন্) (বিশেষণ) আস্থা স্থাপন করা যেতে পারে এমন। □ (বিশেষ্য) যে বিশ্বাস করে। বিশ্বাস্য (বিশেষণ) বিশ্বাসযোগ্য; নির্ভর করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্বস্+অ(ঘঞ্)}
- Bengali Word বিশ্বাসিত English definition [বিশ্শোশিতো] (বিশেষণ) ১ বিশ্বাসের পাত্র। ২ বিশ্বাসকারক। ৩ বিশ্বাস করেছে বা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্বস্+ত(ক্ত)}
- Bengali Word বিশ্বেশ্বর English definition [বিশ্শেশ্শর্] (বিশেষ্য) ১ বিশ্বপতি; আল্লাহ। ২ বিশ্বের ঈশ্বর; জগৎকর্তা। ৩ কাশীর শিব। বিশ্বেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ জগতের ঈশ্বরী; জগৎকর্ত্রী। ২ হিন্দু দেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত) বিশ্ব+ঈশ্বর; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশ্রদ্ধ English definition [বিস্স্রোদ্ধো] (বিশেষণ) ১ বিশ্বস্ত। ২ প্রশান্ত (নিভৃত বিশ্রদ্ধ মুগ্ধ দুইখানি হিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ নির্ভীক; নিঃশঙ্ক। ৪ বিশ্রান্ত; বিগতশ্রম। ৫ প্রগাঢ়; গাঢ়; সুগভীর। ৬ দৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্রন্ভ্+ত(ক্ত)}
- Bengali Word বিশ্রম্ভ English definition [বিস্স্রোম্ভো] (বিশেষ্য) ১ স্বচ্ছন্দ ভ্রমণ। ২ বিশ্বাস। ৩ প্রমোদকালীন বিবাদ; কেলিকলহ। ৪ প্রণয়; প্রেম। বিশ্রম্ভালাপ (বিশেষ্য) ১ প্রণয়ালাপ। ২ বিশ্বস্ত আলাপ। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্রন্ভ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিশ্রান্ত English definition [বিস্স্রান্তো] (বিশেষণ) ১ অতিশয় শ্রান্ত। ২ বিরত; নিবৃত; বিবৃত্ত; ক্ষান্ত। ৩ বিগত শ্রম। ৪ যে বিশ্রাম করেছে। বিশ্রান্তি (বিশেষ্য) ১ বিরতি। ২ বিশ্রাম; জিরানো; শ্রম অপনোদন। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্রম্+ত(ক্ত)}
- Bengali Word বিশ্রাম English definition [বিস্স্রাম্] (বিশেষ্য) নিবৃত্তি; বিরতি; বিরাম। ২ শ্রম দূরীকরণ; জিরানো। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিশ্রী English definition [বিস্স্রি] (বিশেষণ) কদাকার; কুৎসিত; শ্রীহীন। □ (বিশেষ্য) লজ্জাকর; জঘন্য; অশ্লীল। {(তৎসম বা সংস্কৃত) বি+শ্রী; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিশ্রুত English definition [বিস্স্রুতো] (বিশেষণ) প্রখ্যাত; বিখ্যাত; প্রসিদ্ধ। বিশ্রুতি (বিশেষ্য) প্রসিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্রু+ত(ক্ত)}