ভ পৃষ্ঠা ১৭
- Bengali Word ভাস ২ English definition [ভাশ্] (বিশেষ্য) ১ শকুন। ২ পানকৌড়ি। ৩ মোরগ; কুক্কুট। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্+অ(ঘঞ্)}
- Bengali Word ভাসসি English definition [ভাশ্শি] (বিশেষ্য) শৃঙ্খলা; সুশৃঙ্খলা (কাজের ভাসসি নাই-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ভাষ্য>ভাস্স+ই}
- Bengali Word ভাসা English definition [ভাশা] (ক্রিয়া) ১ পানির উপর ভর করে থাকা (পানিতে নৌকা ভাসে)। ২ বায়ুস্তরের উপরে অবস্থিত হওয়া (আকাশে মেঘ ভাসে)। ৩ না ডোবা (কাগজ পানিতে ভাসে)। ৪ উদিত হওয়া; মনে পড়া (মনে ভেসে ওঠা)। ৫ প্লাবিত হওয়া (বন্যায় গ্রামখানি ভেসে গেছে, চোখের পানিতে তাহার বুক ভেসে গেল)। □(বিশেষ্য) উক্ত সব অর্থে। □(বিশেষণ) ১ প্রাবিত। ২ ভাসন্ত; ভাসমান। ভাসা- ভাসা (বিশেষণ) ১ অগভীর; অতি অল্প; যৎসামান্য (তার ইংরেজি জ্ঞান ভাসা-ভাসা)। ২ ডোবা নয় এমন; কোটরগত নয়; ঢল ঢল (ভাসাভাসা চোখ)। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্+(বাংলা) আ}
- Bengali Word ভাসান English definition [ভাশান্] (বিশেষ্য) ১ পানিতে বিসর্জন। ২ বেহুলা প্রভৃতির বিষয় অবলম্বনে রচিত লোকগীতিকা; বেহুলার স্বামী সাপে কাটা লক্ষিনদরকে জলে ভাসিয়ে দেওয়া সংক্রান্ত কিংবদন্তী (ভাসানের গান শুনে কতবার ঘর আর খড় গেল ভেসে-জীবনানন্দ দাশ)। {√ভাসা+আন}
- Bengali Word ভাসান ১ English definition [ভাশান্] (বিশেষ্য) ১ পানিতে বিসর্জন। ২ বেহুলা প্রভৃতির বিষয় অবলম্বনে রচিত লোকগীতিকা; বেহুলার স্বামী সাপে কাটা লক্ষিনদরকে জলে ভাসিয়ে দেওয়া সংক্রান্ত কিংবদন্তী (ভাসানের গান শুনে কতবার ঘর আর খড় গেল ভেসে-জীবনানন্দ দাশ)। {√ভাসা+আন}
- Bengali Word ভাসানো English definition [ভাশানো] (ক্রিয়া) ১ ভাসতে দেওয়া (নৌকা ভাসানো)। ২ ডুবিয়ে দেওয়া। ৩ প্লাবিত করা (কেঁদে বুক ভাসানো)। {√ভাসা+আনো; ক্রিয়ারূপ-ভাসাই, ভাসাও, ভাসান, ভাসায়; অসমাপিকা ক্রিয়া-ভাসিয়ে, ভাসাতে, ভাসালে ইত্যাদি}
- Bengali Word ভাসুর ১ English definition ⇒ ভাশুর
- Bengali Word ভাসুর ২ English definition [ভাশুর্] (বিশেষ্য) আভাময়; দীপ্তিযুক্ত; স্ফটিক। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্+উর(ঘুরচ্)}
- Bengali Word ভাসুর- ঝি English definition ⇒ ভাশুর- ঝি
- Bengali Word ভাসুর- পো English definition ⇒ ভাশুর- পো
- Bengali Word ভাসুরক English definition [ভাশুরক্] (বিশেষ্য) ভাশুর (এ কোন ভাসুরক এসে উপস্থিত হল হে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃশ্বশুর>}
- Bengali Word ভাস্কর English definition [ভাশ্কর্] (বিশেষ্য) ১ দিবাকর; সূর্য। ২ অগ্নি। ৩ প্রস্তরাদি থেকে যে মূর্তি ইত্যাদি নির্মাণ করে; sculptor (শত ভাস্কর রচে বুদ্ধের শত জনমের রূপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভাস্করাচার্য দ্বাদশ শতাব্দীর বিখ্যাত ভারতীয় গাণিতিক ও জ্যোতিষী। ভাস্কর্য (বিশেষ্য) ভাস্কর শিল্প; প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ; sculpture। {(তৎসম বা সংস্কৃত) ভাস্+√কৃ+অ(ট)}
- Bengali Word ভাস্বতী English definition ⇒ ভাস্বর
- Bengali Word ভাস্বর, ভাস্বান English definition [ভাশ্শর্, ভাশ্শান্] (বিশেষণ) ১ দীপ্তিমান; দ্যুতিমান; আলোকিত; উজ্জ্বল (সূর্যের ভাস্বর শিখা শত-জাহানারা আরজু)। ২ তেজস্বী। ভাস্বতী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভাস্+বর(বরক্), বৎ(বতুপ্)}
- Bengali Word ভাড়া English definition [ভাড়া] (বিশেষ্য) ১ কেবায়া; নির্দিষ্ট কাল ব্যবহারের জন্য দেয় অর্থ (বাড়িভাড়া; রেলের ভাড়া)। ২ মাশুল (মালের ভাড়া)। ৩ মূলধন; সম্বল (তাহা যদি কাটা গেল ফুরাইল ভাড়া-কাশীরাম দাস)। ভাড়া করা (ক্রিয়া) ভাড়া দেওয়ার শর্তে অন্যের জিনিস নির্দিষ্ট সময়ের জন্য নেওয়া। ভাড়া খাটা (ক্রিয়া মজুরি নিয়ে পরের কাজ করা। ভাড়াটে, ভাড়াটিয়া (বিশেষণ) ১ ভাড়া করা বা দেওয়া যায় এমন (ভাড়াটে লেখক)। ২ ঠিকা। ৩ মজুরির বিনিময়ে অসত্য বা অন্যায় কিছু করে এমন (ভাড়াটে গুণ্ডা)। □(বিশেষ্য) ভাড়া বাড়িতে যে বাস করে; tenant। {(তৎসম বা সংস্কৃত) ভাটক>(প্রাকৃত) ভাডঅ>}
- Bengali Word ভায় ১ English definition [ভায়্] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) দীপ্ত হয় বা প্রকাশ পায়; শোভা পায় (তাহার রূপের ভায় তারা ত ফুটেনি হায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (পদ্যে ব্যবহৃত) ভালো লাগে (কাজল কাল চোখের কোণে ঈষৎ হাসি ভায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। □(বিশেষ্য) দীপ্তি; প্রভা; উজ্জ্বলতা; শোভা (তাহার রূপের ভায় তারা ত ফুটেনি হায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öভাস্>}
- Bengali Word ভায় ২ English definition [ভায়্] (বিশেষ্য) ভাব; পদ্ধতি; ক্রম (ভায়ে ভায়ে)। {(তৎসম বা সংস্কৃত) ভাগ>(প্রাকৃত) ভাঅ>ভায়}
- Bengali Word ভায়রা, ভায়রা-ভাই English definition [ভায়রা, ভায়রা-ভাই] (বিশেষ্য) স্ত্রীর ভগ্নিপতি;শ্যালিকার স্বামী। □(বিশেষণ) সমধর্মী; সমগুণসম্পন্ন; ভ্রাতৃতুল্য (এই গুখা আর তাদের ভায়রা ভাই গাড়োয়াল এই দুটো জাতই যুদ্ধের সময় কি রকম ভীষণ হয়ে উঠে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃ>(প্রাকৃত) ভায়রা+(বাংলা) আ, +ভাই}
- Bengali Word ভায়া English definition [ভায়া] (বিশেষ্য) ভাই; ভ্রাতৃসদৃশ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতা>}
- Bengali Word ভায়াদ English definition [ভায়াদ্] (বিশেষ্য) ভ্রাতৃ; দায়াদ; জ্ঞাতি ভ্রাতা; সম্পত্তির অংশ-ভাগী উত্তরাধিকারী। ভায়াদি (বিশেষণ) জ্ঞাতিসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃ+দায়াদ>}