ভ পৃষ্ঠা ১৮
- Bengali Word ভিক English definition ⇒ ভিখ
- Bengali Word ভিক্টোরিয়া ক্রস English definition [ভিক্টোরিয়া ক্রোস্] (বিশেষ্য) ইংরেজ রাজত্বকালে যুদ্ধে বীরত্ব ও সাহসিকতার পরিচয় দানের জন্য প্রদত্ত পদকবিশেষ (আমাদের মধ্যে ভিক্টোরিয়া ক্রস প্রভৃতি পুরস্কার দেওয়া হল-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) Victoria Cross}
- Bengali Word ভিক্ষা English definition [ভিক্খা] (বিশেষ্য) ১ যাচ্ঞা; প্রার্থনা (আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দান; দাতার অনুগ্রহে লভ্য বস্তু। ভিক্ষাচর্যা, ভিক্ষাবৃত্তি (বিশেষ্য) ভিক্ষুকের পেশা। ভিক্ষাজীবী (-বিন্) (বিশেষ্য), (বিশেষণ) ভিক্ষুক; ভিক্ষা বৃত্তিতে জীবিকানির্বাহ করে এমন। ভিক্ষাজীবিনী, ভিক্ষোপজীবিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষান্ন (বিশেষ্য) ভিক্ষালব্ধ অন্ন বা খাদ্য বস্তু। ভিক্ষাপাত্র, ভিক্ষাভাণ্ড (বিশেষ্য) ভিক্ষা দ্বারা প্রাপ্ত বস্তু রাখার আধার। ভিক্ষা-পুত্র (বিশেষ্য) যে ব্রাহ্মণকুমার উপনয়নকালে কোন নারীর নিকট ভিক্ষা নিয়ে তাকে মা বলে গ্রহণ করা হয়। ভিক্ষার্থী (বিশেষণ) ভিক্ষা চায় এমন; ভিক্ষুক; যাচক। ভিক্ষার্থিনী (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষিত (বিশেষণ) যাচিত; প্রার্থিত; ভিক্ষালব্ধ। {(তৎসম বা সংস্কৃত) √ভিক্ষ্+অ+আ(টাপ্)}
- Bengali Word ভিক্ষু English definition [ভিক্খু] (বিশেষ্য) ১ চুতর্থাশ্রমী সন্ন্যাসী; শ্রমণ। ২ ভিখারি। ৩ পরিব্রাজক। ভিক্ষুণী (স্ত্রীলিঙ্গ)। ভিক্ষুতা (বিশেষ্য) ভিক্ষুধর্ম; সংসার বাসনা ত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) √ভিক্ষ্+উ}
- Bengali Word ভিক্ষুক English definition [ভিক্খুক্] (বিশেষণ), (বিশেষ্য) ১ ভিখারি; অন্নের জন্য যে অপরের উপর নির্ভর করে। ২ ভিক্ষাপ্রার্থী; প্রার্থী। ভিক্ষুকাশ্রম (বিশেষ্য) সন্ন্যাসাশ্রম। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষু+ক(কন্)}
- Bengali Word ভিখ, ভিক English definition [ভিখ্, ভিক্] (বিশেষ্য) ভিক্ষা; দান (নেয়নি মাগিয়া ভিক-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষা>}
- Bengali Word ভিখারি, ভিখিরি English definition [ভিখারি, ভিখিরি] (বিশেষণ), (বিশেষ্য) ভিক্ষাজীবী; ভিক্ষুক; প্রার্থী। ভিখারিনী (স্ত্রীলিঙ্গ)। ভিখারি বিদায় (বিশেষ্য) ভিক্ষুককে দান-খয়রাত দিয়ে বিদায় করার কাজ (কোন রবিবারেই ভিখারী-বিদায় ব্যাপারটা বিনা গোলমালে নিষ্পন্ন হয় না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভিক্ষাকারী>}
- Bengali Word ভিজন English definition [ভিজন্] (বিশেষ্য) সিক্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>(বাংলা) √ভিজ্+আ}
- Bengali Word ভিজা ১, ভিজে, ভেজা ১ English definition [ভিজা, ভিজে, ভেজা] (ক্রিয়া) ১ সিক্ত বা আর্দ্র হওয়া (বৃষ্টিতে ভিজে যাওয়া, ঘাসে ভেজা)। ২ নরম বা দয়ার্দ্র বা করুণাপরবশ হওয়া (মন ভেজা)। □(বিশেষণ) ১ পানিতে সিক্ত বা বাষ্পযুক্ত; আর্দ্র (ভিজাবায়ু বয়-মোহিতলাল মজুমদার)। ২ সিক্ত (ঘামে ভেজা জামা)। ভিজা জুলজুল (বিশেষ্য) বৃষ্টিতে বা ঘামে ভিজে জড়সড় অবস্থা (সুন্দরীর বনে বাঘ ভিজে জুলজুল-জীবনানন্দ দাশ)। ভিজা বিড়াল, ভিজা বেড়াল (বিশেষ্য) (আলঙ্কারিক) দেখতে জলে ভিজা অবস্থায় বিড়ালের মতো হলেও প্রকৃতপক্ষে অনিষ্টকারী দুষ্টু লোক; হিংস্র প্রকৃতিযুক্ত কুমতলববাজ (অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আরি দেখি নাই-সুবি)। ভিজা ভাতে দই যে জিনিস খেতে বিস্বাদ; মুখরোচক নয়। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>√ভিজ্+আ}
- Bengali Word ভিজানো, ভেজানো English definition [ভিজানো, ভেজানো] (ক্রিয়া) ১ পানিতে ডুবিয়ে রাখা। ২ সিক্ত করা। {ভিজা+আনো; ক্রিয়ারূপ-ভিজাই, ভেজাই, ভিজাও, ভেজাও, ভেজায়, ভিজায়, ভেজান, ভিজান; অসমপিকা ক্রিয়া-ভিজিয়ে, ভিজালে, ভিজাতে ইত্যাদি}
- Bengali Word ভিজিট English definition [ভিজিট্] (বিশেষ্য) চিকিৎসককে প্রদেয় দর্শনী; ফি (ডাক্তারের পারিশ্রমিক ভিজিট লাগে না-হাই)। {(ইংরেজি) visit}
- Bengali Word ভিজিটর English definition [ভিজিটর্] (বিশেষ্য) ১ সাক্ষাৎপ্রার্থী (অফিসে আজ না আসতে পারলে কয়েকটা ভিজিটর ফিরে যাবে-সৈয়দ মুজতবা আলী)। ২ মেহমান; আগন্তুক। ৩ পরিদর্শক। {(ইংরেজি) Visitor}
- Bengali Word ভিট English definition [ভিট্] (বিশেষ্য) ১ ভিটা। ২ মেটে ঘরের মেঝে। ভিটায় ঘুঘু চরানো ⇒ ভিটা {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>ভিত}
- Bengali Word ভিটকিলামি, ভিটকিলিমি English definition [ভিট্কিলামি, ভিট্কিলিমি] (বিশেষ্য) ভণ্ডামি; বিটলামি। {বিটকেল+আমি}
- Bengali Word ভিটরে English definition [ভিট্রে] (বিশেষণ) ধরিবাজ; দুষ্ট (লাফিয়ে ডিঙ্নু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল-কাজী নজরুল ইসলাম)। {বিটকেলে>}
- Bengali Word ভিটা, ভিটি, ভিটে English definition [ভিটা, ভিটি, ভিটে] (বিশেষ্য) ১ পৈতৃক বাস্তুভূমি; জমিন থেকে অপেক্ষাকৃত উঁচু করে প্রস্তুত যে ভূমিতে বাসগৃহ নির্মিত হয়। ২ ঘরের ভিত; পোতা। ভিটা কামড়ে পড়ে থাকা (ক্রিয়া) প্রতিকূল অবস্থায়ও বাস্তুভূমি কিছুতেই ত্যাগ না করা (সকল অত্যাচার সহ্য করে সে ভিটে কামড়ে পড়ে আছে)। ভিটেমাটি (বিশেষ্য) বাস্তুভিটা। ভিটামাটি উৎসন্ন করা (ক্রিয়া) বাস্তুভিটা উচ্ছেদ করা; সমূলে ধ্বংস করা; বাস ত্যাগ করানো। ভিটামাটি চাটি করা (ক্রিয়া) বাসগৃহ একেবারে ধ্বংস করা; বাস্তুভিটের মাটি পর্যন্ত লোপ করে সমভূমি করা। ভিটায় ঘুঘু চরানো বা সরিষা বোনা (ক্রিয়া) (আলঙ্কারিক) সর্বস্বান্ত বা উৎপন্ন করা; উচ্ছেদ সাধন বা সর্বনাশ করা। {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>ভিট্টি>ভিটি>ভিটা}
- Bengali Word ভিটামিন English definition [ভিটামিন্] (বিশেষ্য) খাদ্যপ্রাণ; খাদ্যমধ্যস্থ জীবনীশক্তি বর্ধক উপাদান। {(ইংরেজি) Vitamin}
- Bengali Word ভিটি, ভিটে English definition ⇒ ভিটা
- Bengali Word ভিণ্ডিবাল English definition [ভিন্ডিবাল্] (বিশেষ্য) গুরুভার দণ্ডাস্ত্রবিশেষ। {ভিন্দপাল>}
- Bengali Word ভিত English definition [ভিত্] (বিশেষ্য) ১ ভিত্তি; বুনিয়াদ; গৃহের বা দেয়ালের যে অংশ মাটির নিচে থাকে; foundation (উন্নত চরিত্রের দ্বারাই তাঁরা সমাজের ভিতকে নাড়াতে পেরেছিলেন-কাজী আবদুল মান্নান)। ২ ঘরের ভূমি থেকে মেঝে পর্যন্ত অংশ; plinth (তাহার ভিত পাকা-সামসু)। ৩ (পদ্যে ব্যবহৃত) দিক; পাশ (চারিভিতে)। ৪ উন্নত ভূমি। ৫ তীর। {(তৎসম বা সংস্কৃত) ভিত্তি>}