ভ পৃষ্ঠা ১৯
- Bengali Word ভিতর, ভেতর English definition [ভিতর্, ভেতর্] (বিশেষ্য) মধ্য; অভ্যন্তর (ঘরের ভিতর, মনের ভিতর, সপ্তাহের ভিতর)। □(বিশেষণ) ভিতরের; অন্তর্বর্তী (ভিতরমহল, ভিতরদিক)। ভিতর-বাড়ি, ভেতর- বাড়ি (বিশেষ্য) অন্দর মহল; অন্তঃপুর। ভিতর বাহির এক-অকপট; মনে মুখে পার্থক্য নেই এমন। ভিতর বুদে (বিশেষণ) যে মনের কথা বলে না; চাপা। ভিতরে-ভিতরে (অব্যয়) বাইরে রাষ্ট্র না করে; তলে-তলে; গোপনে। {(তৎসম বা সংস্কৃত) অভ্যন্তর>}
- Bengali Word ভিতাভিতি English definition [ভিতাভিতি] (ক্রিয়াবিশেষণ) চারদিকে; নানাদিকে; দিকে দিকে (ভিতাভিতি যম পালাবার লাগিল-মানিক রাজান গান)। {(তৎসম বা সংস্কৃত) ভিত+আ+ভিত+ই}
- Bengali Word ভিতু, ভীতু English definition [ভিতু] (বিশেষণ) ১ সহজেই ভয় পায় এমন। ২ দুর্বল; কাপুরুষ; সাহনশূন্য। {(তৎসম বা সংস্কৃত) ভীত+(বাংলা) উ>}
- Bengali Word ভিত্ত English definition [ভিত্তো] (বিশেষ্য) টুকরা; খণ্ড। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+ত(ক্ত)}
- Bengali Word ভিত্তি English definition [ভিত্তি] (বিশেষ্য) ১ ভিত; বুনিয়াদ (ভিত্তি স্থাপন)। ২ দেয়াল; প্রাচীর (ভিত্তিগাত্র)। ৩ মূল; হেতু; কারণ (ভিত্তিহীন)। ৪ খণ্ড; টুকরা। ভিত্তিকা (বিশেষ্য) প্রাচীর; দেয়াল। ভিত্তিচোর (বিশেষ্য) সিঁধেল চোর। ভিত্তিপ্রস্তর (বিশেষ্য) ১ বুনিয়াদের প্রথম প্রস্তরখণ্ড বা ইট। ২ ভিত্তি স্থাপনের স্মারক প্রস্তর ফলক; foundation stone। ভিত্তিভূমি (বিশেষ্য) যে জায়গাব্যাপী ভিত নির্মাণ করা হয়; পত্তন। ভিত্তিমূল (বিশেষ্য) বুনিয়াদের যে অংশ মাটির তলায় থাকে; বুনিয়াদের গোড়া। ভিত্তিহীন (বিশেষণ) অমূলক; মিথ্যা (ভিত্তিহীন সংবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+তি(ক্তি)}
- Bengali Word ভিদভিদে English definition [ভিদ্ভিদে] (বিশেষণ) ভাব গোপনকারী; অসরল। {ভিদভিদ+ইয়া}
- Bengali Word ভিদা English definition [ভিদা] (ক্রিয়া) ১ ছেদন করা; বিদীর্ণ করা; ভেদকরণ। ২ পৃথক করা। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+(বাংলা) আ}
- Bengali Word ভিদ্য English definition [ভিদ্দো] (বিশেষণ) ভেদযোগ্য; ভেদ করা যায় এমন। ভিদ্যমান (বিশেষণ) ভেদ বা বিদীর্ণ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+য(ক্যপ্)}
- Bengali Word ভিন English definition ⇒ ভিন্ন
- Bengali Word ভিনদেশ English definition [ভিন্দেশ্] (বিশেষ্য) বিদেশ; অন্যদেশ। ভিনদেশি, ভিনদেশী (বিশেষণ) অন্যদেশি; বিদেশি (ভিনদেশী বুঝি এক বণিক কুমার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+ত(ক্ত)=ভিন্ন>ভিন+ (তৎসম বা সংস্কৃত) √দিশ্+অ(ঘঞ্)=দেশ}
- Bengali Word ভিনিগার English definition [ভিনিগার্] (বিশেষ্য) সিরকা; টক তরল জিনিসবিশেষ (হৈল ভিনিগার বেতলে শ্যাম্পেন ঈর্ষাবলে-সত্যেন্দ্রনাথ দত্ত; একটা ছোট ভিনিগারের শিশি আছে-সৈয়দ শামসুল হক)। {(ইংরেজি) vinegar}
- Bengali Word ভিন্দিপাল English definition [ভিন্দিপাল্] (বিশেষ্য) প্রাচীন কালে ব্যবহার্য নিক্ষেপযোগ্য এক প্রকার যুদ্ধাস্ত্র (ভিন্দিপাল, তূণ, শর, মুদ্গর, পরশু-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভিন্দৎ+√পালি+অ(অণ্)}
- Bengali Word ভিন্ন, ভিন English definition [ভিন্নো, ভিন্] (বিশেষণ) ১ প্রথক; অন্য (ভিন্ন কথা; দু’একটি লোক ভিন গাঁয়ে যায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ স্বতন্ত্র; আলাদা (ভিন্নভাবে)। ৩ ভণ্ডিত; বিদীর্ণ; ছিন্ন (ছিন্নভিন্ন)। ৪ বিচ্যুত; পৃথগন্ন (ভিন্ন হওয়া)। □(অব্যয়) ছাড়া; বিনা (আল্লাহ ভিন্ন সব অস্থায়ী)। □(বিশেষ্য) ভিন্নতা। ভিন্নক্রম (বিশেষ্য) ১ কাব্যদোষবিশেষ। ২ ক্রম বজায় রাখা হয়নি এমন। ভিন্নতা, ভিন্নত্ব (বিশেষ্য) আলাদা বা পৃথক করা বা হওয়ার ভাব। ভিন্ন বর্ণ (বিশেষ্য) ১ অন্য জাতি। ২ অন্য রং। ভিন্ন বৃত্তি (বিশেষ্য) আলাদা জীবিকা বা ব্যবসা। ভিন্নভাষী (-ষিন্) (বিশেষণ) নিজের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় ভাব প্রকাশ করে এমন ব্যক্তি (তোমারে সম্ভাষ করে ভিন্নভাষী আর এক কবি-মোহিতলাল মজুমদার)। ভিন্নমতাবলম্বী (-ম্বিন্) (বিশেষণ) বিরুদ্ধ মত পোষণকারী। ২ পৃথক সংস্কারবিশিষ্ট। ভিন্নমতাবলম্বিনী (স্ত্রীলিঙ্গ)। ভিন্নরুচি (বিশেষণ) আলাদা রুচিযুক্ত; পৃথক প্রবৃত্তিবিশিষ্ট। ভিন্নার্থ (বিশেষ্য) পৃথক তাৎপর্য; অন্য প্রয়োজন; স্বতন্ত্র ব্যাখ্যা। □(বিশেষণ) স্বতন্ত্র ব্যাখ্যাবিশিষ্ট; অন্য তাৎপর্য বা উদ্দেশ্য আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+ত(ক্ত)}
- Bengali Word ভিপি, ভি.পি.পি English definition [ভিপি, ভিপিপি] (বিশেষ্য) ডাকে প্রেরিত যে দ্রব্যের মূল্য গ্রাহকের নিকট প্রাপ্য। {(ইংরেজি) V.P.P.= value payable post}
- Bengali Word ভিমরাজ English definition [ভিম্রাজ্] (বিশেষ্য) ১ ফিঙেজাতীয় চূড়াযুক্ত নীলবর্ণ বৃহৎ পাখিবিশেষ। ২ প্রসিদ্ধ কবিরাজি তেলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গরাজ>}
- Bengali Word ভিমরুল, ভীমরুল English definition [ভিম্রুল্] (বিশেষ্য) বোলতা অপেক্ষা বড় একজাতীয় পীতবর্ণ বিষধর পতঙ্গ; hornet। ভিমরুলের চাক (বিশেষ্য) দলবদ্ধ ভিমরুল কর্তৃক নির্মিত বাসা। ভিমরুলের চাকে খোঁচা দেওয়া-ভিমরুলের চাকে খোঁচা দিলে যেমন দলবদ্ধ ভিমরুলের দ্বারা আক্রান্ত হতে হয় তেমনি কোনো দৃঢ়মূল বিশ্বাস বা সংস্কারে আঘাত দিয়ে একতাবদ্ধ জনমণ্ডলীর বিরাগভাজন হওয়া; নিজের আচরণ দিয়ে প্রবল ও ব্যাপক শত্রুতা ও উত্তেজনা সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত) ভৃঙ্গরোল>}
- Bengali Word ভিম্মি English definition ⇒ ভিরমি
- Bengali Word ভিরকুটি, ভিরকুটী English definition [ভির্কুটি] (বিশেষ্য) ১ ভ্রূভঙ্গি; ভ্রূকুটি; ভেংচানি। ২ স্পর্ধা। ৩ দুষ্টামি। ৪ ভ্রূকুটি দিয়ে ভয় দেখানো। ভিরকুটি মেরে থাকা (ক্রিয়া) সংজ্ঞাশূন্যতার ভান করা। {(তৎসম বা সংস্কৃত) ভ্রূকুটি>}
- Bengali Word ভিরমি, ভির্মি, ভীম্মি English definition [ভির্মি, ভির্মি, ভিম্মি] (বিশেষ্য) ১ হঠাৎ মাথা ঘোরা; মূর্ছা; জ্ঞানহারা অবস্থা (ভির্মি লাগা, ভির্মি যাওয়া)। ২ ভয়ে মূর্ছিত হওয়ার ভাব (মোদের বোরকা দেখিলে ছেলেরা ওদের জুজুবুড়ী বলে ভীম্মি খায়-কাজী নজরুল ইসলাম)। ৩ ঘূর্ণি রোগবিশেষ। ভিরমি খাওয়া (ক্রিয়া) ১ মূর্ছিত হওয়া (হঠাৎ বিকট দর্শন জোড়া ঘোড়া দেখে ভিরমি গিয়েছিলুম-সৈয়দ মুজতবা আলী)। ২ মাথা ঘুরে পড়ে চৈতন্য লোপ পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমি>}
- Bengali Word ভিল, ভীল, ভিল্লা English definition [ভিল্, ভিল্, ভিল্লা] (বিশেষ্য) ভারতের একটি আদিম জাতি। ভিল্লী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভিল্ল>}