ভ পৃষ্ঠা ২৭
- Bengali Word ভৃঙ্গার English definition [ভৃঙ্গার্] (বিশেষ্য) ১ গাড়ু; ঝারি; পানির পাত্রবিশেষ (মধুর ভৃঙ্গারে কের কর মদ্যপান-কাজী নজরুল ইসলাম; ভৃঙ্গারের ভালে রাখে ঔষধ গুলিয়া-হেয়াত মাহমুদ)। ২ অভিষেক-পাত্র (সফল মনস মানি আনি ভৃঙ্গারের পানি মলাদূর করে রম্ভাবতী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ ভৃঙ্গরাজ। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+আর(আরন্)}
- Bengali Word ভৃঙ্গী(-ঙ্গিন্), ভৃঙ্গি English definition [ভৃঙ্গি] (বিশেষ্য) শিবানুচরবিশেষ (নন্দি-ভৃঙ্গি)। {(তৎসম বা সংস্কৃত) ভৃঙ্গ+ঈ(ঙীষ্)}
- Bengali Word ভৃত English definition [ভৃতো] (বিশেষণ) বেতনাদি দ্বারা পালিত সেবক। ২ ভরা; পূর্ণ। ভৃতক (বিশেষণ) বেতন গ্রহণকারী; বেতনভুক চাকর। □(বিশেষ্য) বেতন। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+ত(ক্ত)}
- Bengali Word ভৃতি English definition [ভৃতি] (বিশেষ্য) ১ বেতন; মজুরি। ২ পালন; ভরণপোষণ। ৩ পূরণ। ৪ ভৃত্য (কহে আনি তব ভৃতি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভৃতিভুক (বিশেষণ) বেতন গ্রহণকারী; বৃত্তিভুক। {(তৎসম বা সংস্কৃত) ভৃ+তি(ক্তিন্)}
- Bengali Word ভৃত্য English definition [ভৃত্তো] (বিশেষ্য) বেতনভৃক; চাকর; নফর। ভৃত্যা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দাসী। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+য(ক্যপ্)}
- Bengali Word ভৃশ English definition [ভৃশ্] (বিশেষণ) ১ বহুল; সাতিশয়। ২ বার বার। {(তৎসম বা সংস্কৃত) √ভৃশ্+অ(ক)}
- Bengali Word ভৃষ্ট English definition ⇒ ভর্জিত
- Bengali Word ভেঁউড় English definition ⇒ ভেউর
- Bengali Word ভেঁপু English definition [ভেঁপু] (বিশেষ্য) বাঁশিবিশেষ (তালপাতার ভেঁপু; ছেলেরা আঁটি ঘষে ভেঁপু বাজায়-কালীপ্রসন্ন সিংহ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভেংচা English definition [ভ্যাঙ্চা] (ক্রিয়া) ভেংচানো। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গি>}
- Bengali Word ভেংচানো English definition [ভ্যাঙ্চানো] (ক্রিয়া) উপহাস বিরক্তি প্রভৃতি সূচক বিকৃত মুখভঙ্গি করা। □(বিশেষ্য) উক্ত অর্থে। ভেংচি, ভেঙচি (বিশেষ্য) উপহাসাদিসূচক বিকৃত মুখভঙ্গি। {(তৎসম বা সংস্কৃত (ভঙ্গি+(বাংলা)) আনো; ক্রিয়ারূপ-ভেংচাই, ভেংচাও, ভেংচায়, ভেংচান; অসমাপিকা ক্রিয়া-ভেংচিয়ে, ভেংচালে, ভেংচাতে ইত্যাদি}
- Bengali Word ভেউ, ভেউ ভেউ English definition [ভেউ, ভেউভেউ] (অব্যয়) ১ আকুল ক্রন্দনধ্বনি। ২ কুকুরের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভেউর, ভেঁউড় English definition [ভেউর্, ভেঁউর্] (বিশেষ্য) ১ ভেরী। ২ বৃহৎ বংশীবিশেষ (হুলাহুলি নৌকা বাহে বহুল বাজান। দুন্দুভি ভেউব ঢোল মেগের গর্জন-কাজী দৌলত; কুচের নাকারা বাজে ভেউর করণাল-সৈয়দ হামজা)। {(তৎসম বা সংস্কৃত) ভেরী>}
- Bengali Word ভেক ১ English definition [ভেক্] (বিশেষ্য) মণ্ডূক; ব্যাঙ। ভেকী (স্ত্রীলিঙ্গ)। ভেকভুক (বিশেষ্য) সাপ। {(তৎসম বা সংস্কৃত) √ভী+ক(কন্)}
- Bengali Word ভেক ২, ভেখ English definition [ভেক্, ভেখ্] (বিশেষ্য) সন্ন্যাসীর বা বৈরাগীর সাজ বা বৃত্তি। ২ ছদ্মবেশ; ভোল (আচ্ছা ভেক ধরেছে যা হোক-কাজী নজরুল ইসলাম)। ৩ পরিচ্ছেদ। ভেকধারী (বিশেষণ) ১ সংসারত্যাগী; বৈরাগী। ২ ছদ্মবেশী; ভণ্ড; প্রতারক। {(তৎসম বা সংস্কৃত) বেশ>}
- Bengali Word ভেকট, ভেকটি, ভেকুট (মধ্যযুগীয় বাংলা) English definition [ভেকট্, ভেক্টি, ভেকুট্] (বিশেষ্য) ভেটকি মাছ (কাতলা ভেকুট-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) ভেকট>}
- Bengali Word ভেকসিন, ভ্যাকসিন English definition [ভ্যাক্সিন্] (বিশেষ্য) টিকার ঔষধ (এ দিকে যে ভেকসিন নেই-বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর)। {(ইংরেজি) vaccine}
- Bengali Word ভেকা, ভেকো, ভেকুয়া English definition [ভেকা, ভেকো, ভেকুয়া] (বিশেষণ) কিংকর্তব্যবিমূঢ়; হতবুদ্ধি; হতবম্ভ (ভেবাচেকা লাগিল ভুলিয়া হইনু ভেকো-ভারতচন্দ্র রায়গুণাকর; তোমার ব্যানের দৌরাত্মে আমি আরো ভেকো হয়েছি-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) ভেক+(বাংলা) আ, (বাংলা) উয়া>ও}
- Bengali Word ভেকান্সি, ভ্যাকান্সি English definition [ভ্যাকান্সি, ভ্যাকান্সি] (বিশেষ্য) কর্ম খালি; শূন্যপদ (একটা ভেকেন্সি আছে-রাজশেখর বসু (পরশু))। {(ইংরেজি) vacancy}
- Bengali Word ভেকাসন English definition [ভেকাশোন্] (বিশেষ্য) যোগাসনবিশেষ। {(ইংরেজি) ভেক+আসন}