ম পৃষ্ঠা ৬৩
- Bengali Word মুখামৃত English definition [মুখাম্মৃতো] (বিশেষ্য) ১ থুতু। ২ মহামানবের বাণী। ৩ অধরসুধা। ৪ মিষ্টি কথা। {(তৎসম বা সংস্কৃত) মুখ+অমৃত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মুখি ১, মুখী ১ English definition [মুখি] (বিশেষ্য) কচু ওল প্রভৃতির কন্দ-যা তরকারি হিসেবে খাওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ (বাংলা) ই}
- Bengali Word মুখি ২ English definition [মুখি] (বিশেষ্য) অতৎসম শব্দের ক্ষেত্রে বহুব্রীহি সমাসনিষ্পন্ন উত্তরপদে মুখ শব্দ স্ত্রীলিঙ্গ মুখি হয় (পোড়ারমুখি, কালামুখি)। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ (বাংলা) ই}
- Bengali Word মুখী ২ English definition [মুখি] (বিশেষণ) তৎসম শব্দের ক্ষেত্রে বহুব্রীহি সমাস নিষ্পন্ন উত্তরপদে মুখ শব্দ স্ত্রীলিঙ্গে মুখী হয় (চন্দ্রমুখী)। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ঈ}
- Bengali Word মুখী ৩ English definition (-খিন্) [মুখি] (বিশেষণ) ১ অভিমুখী (ঘরমুখী)। ২ মুখবিশিষ্ট (বিরসমুখী)। মুখিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ইন}
- Bengali Word মুখুজ্জে English definition ⇒ মুখোপাধ্যায়
- Bengali Word মুখুটি English definition ⇒ মুখটি
- Bengali Word মুখোপাধ্যায়, মুখুজ্জে English definition [মুখোপাদ্ধ্যায়, মুখুজ্জে] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের একটি পদবি। {(তৎসম বা সংস্কৃত) মুখ+উপাধ্যায়,>}
- Bengali Word মুখোমুখি English definition ⇒ মুখামুখি
- Bengali Word মুখোশ, মুখোস English definition [মুখোশ্] (বিশেষ্য) ১ মুখাবরণ; নকল মুখ; কৃত্রিম মুখ; musk (কতমতো পরিয়া মুখোস মাগিছ সবার পরিতোষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) কপটতা। মুখোশ খোলা (ক্রিয়া) (আলঙ্কারিক) স্বরূপ প্রকাশ করা; প্রকৃত রূপ প্রকাশিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) মুখ+কোষ>}
- Bengali Word মুখ্য English definition [মুক্খো] (বিশেষণ) প্রধান; শ্রেষ্ঠ; অগ্রগণ্য (মুখ্যমন্ত্রী); আদি। {(তৎসম বা সংস্কৃত) মুখ+য(যৎ)}
- Bengali Word মুগ English definition [মুগ্] (বিশেষ্য) এক প্রকার ডাল্ {(তৎসম বা সংস্কৃত) মুদ্গ>}
- Bengali Word মুগধ English definition ⇒ মুগ্ধ
- Bengali Word মুগা English definition [মুগা] (বিশেষ্য) ১ এক প্রকার রেশমকীট। ২ মুগাকীটের লালা দিয়ে সৃষ্ট মুগ বর্ণ মোটা রেশম; মুগা রেশমের তৈরি কাপড় (কত বেসরের নীলা আর চুনী কণ্ঠেতে মুগা কানের মতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {মুগ+আ}
- Bengali Word মুগুর English definition [মুগুর্] (বিশেষ্য) ১ কাঠ লোহা প্রভৃতি দিয়ে তেরি হাতুড়ি। ২ গদা (মুগুর ভাঁজা)। ইটামুগুর (বিশেষ্য) ক্ষেতে চাষ করার সময়ে বড় মাটির খণ্ড বা টুকরা ভাঙার হাতুড়ি। {(তৎসম বা সংস্কৃত) মুদ্গর>}
- Bengali Word মুগ্ধ, মুগধ English definition (পদ্যে ব্যবহৃত) [মুগ্ধো, মুগধো] (বিশেষণ) ১ মোহগ্রস্ত; বিহ্বল; আত্মহারা; বিভোর (শরতের মুগ্ধ গগনের ছোঁয়া পেয়ে...)। ২ বশীভূত। ৩ মূঢ়; নির্বোধ; মূর্খ (মুগ্ধবোধ)। ৪ সরল। মুগ্ধস্বভাবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ মুগ্ধপ্রকৃতিসম্পন্না। ২ রমণীয় স্বভাব; সরলা (কার সাধ্য মুগ্ধস্বভাবা তপস্বি-কন্যাদিগের সহিত অশিষ্ট ব্যবহার করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। মুগ্ধা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বিহ্বলা। ২ সরলা বালিকা। ৩ নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা। মুগ্ধতা (বিশেষ্য) মুগ্ধ বা মোহগ্রস্তের ভাব। {(তৎসম বা সংস্কৃত) √মুহ্+ত(ক্ত)}
- Bengali Word মুঘল, মোগল English definition [মুঘল্, মোগল্] (বিশেষ্য) ১ মঙ্গোলিয়া নামক দেশের অধিবাসী। ২ উপমহাদেশীয় মুসলমানদের শ্রেণিবিশেষ (শেখ, সৈয়দ, মোগল, পাঠান)। মোগলাই, মুঘলাই (বিশেষণ) ১ মুঘল বা মোগলদের মধ্যে প্রচলিত। ২ মোগলসুলভ। ৩ মোগল সম্পর্কিত। মোগলাই/মুঘলাই খানা (বিশেষ্য) মোগলদের খাদ্য। {ফারসি মোগল্}
- Bengali Word মুঙা English definition (মধ্যযুগীয় বাংলা) [মুঙা] (বিশেষণ) মুখযুক্ত; মুখবিশিষ্ট (হাড়ি দিল মহাবীরে করি উভমুঙা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মুখ+ (বাংলা) আ=মুখা>}
- Bengali Word মুচ, মোচ, মোছ English definition [মুচ্, মোচ্, মোছ্] (বিশেষ্য) গোঁফ; গুম্ফ। {(তৎসম বা সংস্কৃত) শ্মশ্রু>শ্মশ্রু>}
- Bengali Word মুচকন্দ ১ English definition [মুচ্কুন্দো] (বিশেষ্য) চাঁপা ফুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মুচকুন্দ}