ম পৃষ্ঠা ৮৬
- Bengali Word মড়মড় English definition [মড়্মড়্] (অব্যয়) ১ কাঠ ইত্যাদি শক্ত জিনিস ভাঙার শব্দ। ২ শুকনো পাতায় চাপ পড়লে যে শব্দ হয় (এমন সময় মরা পাতার মড়মড় আওয়াজ কানে এলো-রশিদ করিম)। মড়মড়ে (বিশেষণ) শক্ত; রসশূন্য; খেতে মড়মড় শব্দ হয় এমন (মঁড়মড়ে ভাজা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মড়া English definition [মড়া] (বিশেষ্য) শব; লাশ; মৃতদেহ; মৃত শরীর। মড়াখেকো, মড়াখেগো (বিশেষণ) অতি কৃশ; অস্থিচর্মসার (মড়াখেকো একটা গেঁয়ো কুত্তা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। মড়ার উপর খাঁড়ার ঘা-রুগ্ন ও মৃতপ্রায় ব্যক্তির উপর অত্যাচার। বাসিমড়া (বিশেষ্য) মৃত্যুর দিন যে মৃতুদেহের অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি। {(তৎসম বা সংস্কৃত) মতৃ> (প্রাকৃত) মড (বাংলা) মড়+আ}
- Bengali Word মড়াচে English definition [মড়াচে] (বিশেষণ) পরপর কয়েকটি সন্তান হয়ে মরে যাওয়ার পর জীবিত সন্তান সংক্রান্ত (এই ক্ষ্যাপাই মায়ের মড়াচে ঝোকদার ছেলে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মৃত> (বাংলা) মড়া+(তৎসম বা সংস্কৃত) শাবক>ছা=মড়া+ছা+ইয়া=মড়াছে>মড়াচে}
- Bengali Word মড়াৎ English definition [মড়াত্] (বিশেষ্য) (অব্যয়) মরা ডাল ভাঙার শব্দবিশেষ (একটা ডালে লাফ দিয়েছি অমনি মড়াৎ-ছদরুদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মড়িঘর English definition [মোড়িঘর্] (বিশেষ্য) হাসপাতালাদিতে যে ঘরে মৃতদেহ রাখা হয়; জানঘর; লাশঘর মর্গ; morgue। {মৃত>মড়+ই=মড়ি, ঘড়ির জন্য ঘর (৪ (তৎপুরুষ সমাস))]
- Bengali Word মড়িপোড়া English definition [মোড়িপোড়া] (বিশেষ্য) হিন্দুদের মধ্যে শবদাহ কাজে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ। {মতৃ>মড়+আ=মড়া+ই=মড়ি। পোড়ানিয়া>পোড়াইয়া-মড়া পোড়ায় যে, উপপদ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মড়ুঞ্চে, মড়াঞ্চে English definition [মোড়ুন্চে, মড়ান্চে] (বিশেষণ) সন্তান হয়ে বাঁচে না এমন; মৃতবৎসা। মড়ুঞ্চে পোয়াতি (বিশেষ্য) যে স্ত্রীলোকের সন্তান হয়ে বাঁচে না। মড়ুঞ্চে নাম (বিশেষ্য) মড়ুঞ্চে পোয়াতির সন্তানের নাম; যেমন-এককড়ি, পচা, ফেলা, দুখু। {(বাংলা) মরা+ছা(<বৎস)+ইয়া>মড়াঞ্চিয়া>মড়ুঞ্চে; (তৎসম বা সংস্কৃত) মৃতাপত্যা>}
- Bengali Word ময়ঙ্ক English definition [ময়োঙ্কো] (বিশেষ্য) চন্দ্র (নয়ান ফটিক নব ময়ঙ্ক আকার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) মৃগাঙ্ক>}
- Bengali Word ময়দা English definition [ময়্দা] (বিশেষ্য) গমের মিহি চূর্ণ; আটার চেয়ে মিহি ও পরিষ্কার গুঁড়া। {(ফারসি) ময়্দাহ্}
- Bengali Word ময়দান English definition [ময়্দান্] (বিশেষ্য) মাঠ; প্রান্তর (তোমার নামের মাহাত্ম্য প্রচার হয় ময়দানে মসজেদে-রশিদ খাঁন)। {(আরবি) ময়দান্}
- Bengali Word ময়না ১ English definition [ময়্না] (বিশেষ্য) শালিকজাতীয় সুকণ্ঠ পাখি। ময়নার বুলি (বিশেষ্য) মানুষের কণ্ঠধ্বনির অনুরূপ ময়নার ডাক; (আলঙ্কারিক) শেখানো কথা। {(তৎসম বা সংস্কৃত) মদনসারিকা>}
- Bengali Word ময়না ২ English definition [ময়্না] (বিশেষ্য) ১ রাজা মানিকচন্দ্রের যাদুকরী স্ত্রী ময়নামতীর নাম। ২ ডাকিনী বা খলস্বভাবা নারী (ময়নাবুড়ি)। {(তৎসম বা সংস্কৃত) মদনসারিকা>}
- Bengali Word ময়না ৩, মায়না English definition [ময়্না, মায়না] (বিশেষণ) (অপমৃত্যু হলে) অনুসন্ধেয়। ময়নাতদন্ত (বিশেষ্য) আকস্মিক দুর্ঘটনাজনিত মৃত্যু বা খুনের পর শব-ব্যবচ্ছেদ দিয়ে পরীক্ষা; postmortem। {(আরবি) মু’আয়িনা}
- Bengali Word ময়মুরুব্বি English definition [ময়্মরুব্বি] (বিশেষ্য) অভিভাবক; গুরুজন; সহায়ক; রক্ষক (ওজন-ভারী ময়মুরুব্বি ওজনভারী রাত-রওশন ইজদানী)। {(আরবি) মুরব্বী}
- Bengali Word ময়রা English definition [ময়্রা] (বিশেষ্য) মোদক, মিঠাই প্রভৃতি প্রস্তুতকারক ও বিক্রেতা। ময়রানি, ময়রানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মোদক>}
- Bengali Word ময়লা English definition [ময়্লা] (বিশেষ্য) ১ বিষ্ঠা; মল; আবর্জনা (ময়লার গাড়ি)। ২ মালিন্য; মলিনতা; বিষণ্নতা (মনের ময়লা)। □ (বিশেষণ) ১ অপরিচ্ছন্ন; মলযুক্ত (ময়ালা ঘা)। ২ অনুজ্জ্বল; ফর্সা নয় এমন; অগৌর (রং ময়লা)। ৩ কুটিল; খারাপ; মন্দ (ময়লা মন)। ময়লাটে (বিশেষণ) সামান্য ময়লা। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) মল}
- Bengali Word ময়ান English definition [ময়ান্] (বিশেষ্য) লুচি ইত্যাদি তৈরি করার জন্য ময়দা মাখতে যে ঘি দেয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) মোদন>(প্রাকৃত) মোয়ণ>}
- Bengali Word ময়াল English definition [ময়াল্] (বিশেষ্য) একপ্রকার বৃহদাকার সাপ; অজগর; python (ময়াল সাপের হুড়কা ঠেলে নাগবালারা আসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মহাকাল>}
- Bengali Word ময়ূখ English definition [মোয়ুখ্] (বিশেষ্য) কিরণ; আলো; জ্যোতিঃ; রশ্মি। ময়ূখমালী (বিশেষ্য) সূর্য। {(তৎসম বা সংস্কৃত) √মা+ঊখ}
- Bengali Word ময়ূর English definition [মোয়ুর্] (বিশেষ্য) একজাতীয় বিচিত্র রঙের নৃত্যপরায়ণ পক্ষী; শিখী; কলাপী; বর্হী; শিখণ্ডী। ময়ূরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ময়ূর-কণ্ঠী (বিশেষণ) বিচিত্র রঙের (ময়ূরকণ্ঠী উত্তরীয় গলে-মোহিতলাল মজুমদার)। ময়ূরপঙ্খি, ময়ূরপঙ্খী (বিশেষ্য) ময়ূরের আকৃতিবিশিষ্ট নৌকা। ময়ূরপুচ্ছধারী (বিশেষণ) ১ ময়ূরের ন্যায় পুচ্ছবিশিষ্ট। ২ যা নয় তা হওয়ার ভান করে এমন (সব গেরুয়া এক নয় ময়ূর পুচ্ছধারী বায়সের সংখ্যাই অধিক-শেখ ফজলল করিম)। ময়ূরাক্ষী (বিশেষণ) ময়ূরের মতো চোখ এমন (রাঢ়ের ময়ূরাক্ষী তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মী+ঊর(ঊরন্)}